NID Correction From Home 2024 । ঘরে বসে অনলাইনে NID কার্ড সংশোধন করা যায় কি?
অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধন করার নিয়ম – Minor edition of NID is being online process 2022 – NID কার্ড সংশোধন করুন ঘরে বসেই-NID Correction From Home
অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধণের ধাপগুলো কি?– NID সংশােধন একটি পর্যায়ক্রমিক (Step by step) প্রক্রিয়া সম্পাদিত হয়। প্রতিটি পর্যায়ে (Step) আবেদনকারীকে SMS দেয়া হয়। সংশােধনের ধরণ এবং ডকুমেন্টের (দলিলাদি/কাগজপত্র) প্রয়ােজনীয়তার উপর ভিত্তি করে দায়িত্বপ্রাপ্ত অফিসার ক্রমানুসারে আবেদন নিষ্পত্তি করেন। যদি তথ্য বা ডকুমেন্ট বা প্রমানক অপর্যাপ্ত হয় তবে তা মোবাইলে মেসেজ করে আপলোডের কথা বলা হয়।
অনলাইনে আবেদন করেছেন কাজ হয়নি?-নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত অফিসার ব্যাতিত অন্য কোন কর্মচারী/কম্পিউটার দোকানদারের পক্ষে সংশােধনসহ কোন ধরণের NID’রর আবেদন নিষ্পত্তি করা সম্ভব নয়। তাই কোন দালাল বা সাধারণ লোকের কথায় কান না দিয়ে নির্বাচন অফিসে ডেক্স অফিসারের সাথে যোগযোগ করুন। ১১৫/২৩০/৩৪৫ টাকা (আবেদনের ধরণের উপর নির্ভর করে) সরকারি খরচ (bkash/Rocket) দিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট (দলিলাদি)/কাগজপত্রসহ অনলাইনে (Services.nidw.gov.bd) আবেদন করুন। আবেদন ফি নির্বাচন কমিশন হাতে গ্রহণ করে না তাই মোবাইল ব্যাংকিং এ পরিশোধ করুন। আবেদন করা মানেই সংশােধন হয়ে যাওয়া নয়, সংশােধনের চূড়ান্ত অনুমােদন দেবে বাংলাদেশ নির্বাচন কমিশন
এনআইডি সংশোধনের প্রথম কাজ কি? অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাকে এই লিংকে services.nidw.gov.bd/nid-pub/claim-account ক্লিক করতে হবে। এই লিংকে গিয়ে আপনার NID নাম্বার, জন্ম তারিখ এবং একটি Captcha (এলোপাথারি অক্ষর) কোড ফিলাপ বা ইনপুট করে সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপর আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা সিলেক্ট করে পরবর্তী বাটনে ক্লিক করুন। তারপর একটি মোবাইল নাম্বার দিয়ে বার্তা পাঠান বাটনে ক্লিক করুন। তাৎক্ষনিক বা সাথে সাথে আপনার মোবাইলে একটা কোড বা ভেরিফিকেশন নম্বর আসবে এটা দিয়ে বহাল বাটনে ক্লিক করুন। তারপর আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে বলা হবে আপনি চাইলে পাসওয়ার্ড সেট করতে পারেন বা এড়িয়েও যেতে পারেন। এবার আপনার প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন হল এবং আপনার প্রোফাইল দেখতে পারবেন। এখন লগিন করে প্রোফাইলে গিয়ে এডিট বাটনে ক্লিক করুন সংশোধন শুরু করুন।
ভোটার আইডি কার্ড নাম সংশোধন করতে কি কি লাগে? কি সংশোধন করবেন তার উপর ডকুমেন্ট নির্ভর করে। নাম সংশোধনের ক্ষেত্রে এসএসসি সার্টিফিকেট/ সমমানের পরীক্ষার সনদ প্রয়োজন হবে। আপনার সনদ পত্রের স্ক্যান কপি ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য অনলাইনে আবেদন করতে সময় সাবমিট করতে হবে বা জন্ম নিবন্ধন সনদ জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক সবাইকে দিতে হবে বা যদি বিবাহিত হন তাহলে বৈবাহিক রেজিস্ট্রেশন বা কাবিন নামা। আর যদি বিবাহিত না হন তাহলে দেখবেন আপনার যেসব কাগজপত্রে আপনার নাম সঠিক করে লেখা আছে। এসব কাগজপত্রের মধ্যে থেকে যেকোন একটি আবেদনের সাথে জমা দেবেন। যদি নামের পদবী সম্পূর্ণ পরিবর্তন করতে চান তাহলে এসএসসি বা এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট/ জন্ম নিবন্ধন সনদ (বাধ্যতামূলক) লাগবে। সংশোধন ধরন অনুযায়ী স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র কার্ডের কপি/ কাবিননামা/ সন্তানদের ভোটার আইডি কার্ড এর কপি অথবা তাদের স্কুল সার্টিফিকেট/ পাসপোর্টের কপি/ ড্রাইভিং লাইসেন্স এর কপি/ পৌরসভা মেয়র/চেয়ারম্যান/ইউনিয়ন মেম্বার বা কাউন্সিলরের প্রত্যয়নপত্র ইত্যাদি, আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য। Nid card Services nidw gov bd । আইডি কার্ড চেক করুন অনলাইনে- nid card online check
জাতীয় পরিচয়পত্র সংশোধন করার নিয়ম ২০২৪ / NID Correction Process 2024
ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে? এটিও সংশোধনের ধরন মোতাবেক আপনার ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রে যে তথ্য লেখা থাকে যেমন নাম, ঠিকানা, এড্রেস পিতার নাম এগুলোর যেকোনো একটি NID Card Information সংশোধন করতে চাইলে যদি প্রথমবার আবেদন করেন তাহলে প্রথমবার আবেদনের জন্য ২০০ টাকা ফি দিতে হবে, ২ য় বার ভোটার আইডি কার্ড সংশোধন করতে চাইলে ৩০০ টাকা এবং পরে যতবার NID Card Correction জন্য আবেদন করবেন প্রতিবার ৪০০ টাকা করে ফি দিতে হবে। প্রতিটি ক্ষেত্রে ১৫% ভ্যাট প্রযোজ্য হইবে।
আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে? এটি সঠিক ভাবে কেউ বলতে পারবে না তবে আনুমানিক ৩ দিন থেকে ৬ মাস লাগতে পারে। অনেক ক্ষেত্রে ১-২ দিনের মধ্যে অনলাইন সংশোধন কার্যক্রম শেষ হয় এটি নির্ভর করে আবেদনের চাপের উপর। আপনি সময় সময় অনলাইনে আবেদেনর অবস্থা চেক করতে পারেন।
যে সকল মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সংশোধনের টাকা জমা দেওয়া যাবে।
- ডাচ্-বাংলা ব্যাংক এবং রকেট মোবাইল ব্যাংকিং।
- ওয়ান ব্যাংক লিমিটেড এবং ওকে ওয়ালেট মোবাইল ব্যাংকিং।
- ট্রাষ্ট ব্যাংক লিমিটেড এবং টি-ক্যাশ মোবাইল ব্যাংকিং।
- মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেড।
- বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড।
তবে এর মধ্যে রকেটে দিলেই সবচেয়ে ভালো হয়। অনলাইনে বা মোবাইল ব্যাংকিং এ টাকা জমা দেয়ার ৫-৩০ মিনিটের মধ্যে ওয়ালেটে জমা হয়। NID Correction and Re-issue Fee Calculator 2024। জাতীয় পরিচয়পত্র তথ্য সংশোধণ ও রিইস্যু ফি হিসাব করুন
অনলাইনে এনআইডি সংশোধন প্রক্রিয়া বা ধাপগুলো কি?
এনআইডি সংশোধন আবেদন ২০২৪ – অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আপনাকে প্রথমে উপরে বলা সিস্টেমে নির্বাচন অফিসের সার্ভারে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আপনার NID সার্ভারে লগইন করার পর প্রোফাইলে ক্লিক করবেন, তারপর এডিট বাটনে ক্লিক করবেন। অতপর আপনার প্রয়োজনমত যা যা সংশোধন করার দরকার তা সংশোধন বা ইডিট করে পরবর্তী বাটনে ক্লিক করবেন। দ্বিতীয়ত আপনার NID তে যা যা সংশোধন করেছেন তার বিস্তারিত তথ্য একনজরে দেখাবে। সবতথ্য নিজের চোখে দেখে বা যাচাই করে ঠিক থাকলে আবারো পরবর্তী বাটনে ক্লিক করবেন। তারপর আপনার প্রয়োজনীয় ফি জমা দেওয়ার জন্য নির্দেশনা দেখাবে। আবারো পরবর্তী বাটনে ক্লিক করলে স্ক্রিনে দেখাবে কত টাকা পেমেন্ট করতে হবে। যত টাকা দেখাক না কেন তত টাকা আপনি জমা দিতে হবে। জমা দেয়ার পর পরবর্তী বাটনে ক্লিক করলে এনআইডি ওয়ালেটে টাকা দেখাবে এবং সাবমিট করলেই কাজ শেষ। প্রিন্ট কপি সংগ্রহ করুন এবং প্রয়োজনে অফিসে জমা দিন যদি দ্রুত কাজ সম্পন্ন করতে চান।
How to update the photo on the NID Card?
ফিজিক্যালি নির্বাচন কমিশনারের অফিসের যেতে হবে। আইডি কার্ড তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম ২০২২
২/৩ মাস হলো আমার ওয়াইফের nid এখনও দায় নাই,কারণ কিছু বলছে না।1বার ডকুমেন্ট সাবমিট করতে বলসে এসএমএস এর মাধ্যমে তারপর আর কোনো খবর নেই।৬০০ টাকা বিকাশের মাধ্যেমে দিলাম 2বাড়ে।প্লিজ আমাকে কেওকি বলবেন কি করে পাবো অন আইডি কার্ড।
ফিজিক্যালি নির্বাচন কমিশনারের অফিসে গিয়েছি তার পর বললো আপনাকে nid নিতে হলে পেমেন্ট করা লাগবে।সেটাও করলাম কিনতু আর কোনো এসএমএস আসে নাই
অপেক্ষা করতে হবে। ৭ দিন থেকে ৩ মাস পর্যন্ত সময় লাগে।
সিরিয়ালি তারা প্রতি নাগরিকের তথ্য ভেরিফিকেশন করে। পুনরায় আপনার সিরিয়াল আসলে আবার করবে। তাই প্রথমবারই তথ্য সঠিক দিতে ট্রাই করুন।
আমি কুয়েত প্রবাসী আমার ভোটার আইডি কার্ড আছে আমার
বয়ছ দিন মাস
নাম
এবং আরো 4 টি ভুল
আছে
কি করব আমাকে জানাবেন
mdhorairaislam783@gmail.com
কাগজ পত্র দিয়ে আবেদন করুন
আমি ২০১৮ সালের প্রথমদিকে আমার এনআইডি সংশোধন করি।তখন আমাকে একটি টেম্পোরারি এনআইডি কার্ড দেওয়া হয় যার মেয়াদ ছিল ২০২০ সাল অর্থাৎ মাত্র দুবছর।
এরপর স্মার্ট কার্ড বিতরণ শুরু হলে আমি স্মার্ট কার্ড সংগ্রহ করি এবং তাতে সেই আগের ভুল রয়ে গেছে।
এখন আমার স্মার্ট কার্ডটিও ভুল আবার টেম্পোরারি কার্ডটিও মেয়াদ উত্তীর্ণ। এখন আমার করণীয় কি প্লিজ জানাবেন।
আগে ভেবে দেখুন টেম্পরারি কার্ড নিতে দালাল ধরছিলেন কিনা। মনে হচ্ছে ফেইক সংশোধনী দেওয়া হয়েছিল। অনুগ্রহ করে অনলাইনে সঠিক ডকুমেন্ট প্রদান করে আবেদন করুন। হয়ে যাবে আশা করছি।
হায়
বলুন
এই সার্ভিসে কোন কাজ হয় না।
আবেদন করলেও ভোগান্তির শেষ নেই।
6 মাস বা বছর পার সয়ে যায় তার পরেও কোন কিছু সংশোধন হয় না।
নিকট বর্তি অফিসে ডিয়ে কর্মকর্তা দের টাকা দিয়ে তার পর ছাড়িয়ে আনতে হয়।
জানি না আপনার সাথে এমনটা কতবার ঘটেছে তবে আমি আমার পরিচিত এবং আত্মীদের কিছু সংশোধনী করতে হেল্প করেছি। তাদের ফিডব্যাক কোন রকম যোগাযোগ বা টাকা ছাড়াই তাদের কাজ হয়েছে। ধন্যবাদ
Which address I have to give for registration, my new present/permanent address or previous present/permanent address. My present address (mention on the smart card) was rental house address and permanent address was my fathers home address but now I have my own permanent address. I have to correct it, please suggest.
অনুগ্রহ করে স্থায়ী ঠিকানা ব্যবহার করুন। না হলে আপনি যেখানে অবস্থান করবেন সে অনুযায়ী বর্তমান ঠিকানা দিতে হয় এবং বার বার পরিবর্তন করতে হবে ভোটাধিকার প্রয়োগ করতে। আমাদের দেশে আইডি কার্ডে ঠিকানা চেঞ্চ করা অনেক প্যারা।
আপনার একটি অ্যাপ্লিকেশান পেন্ডিং রয়েছেl
এটিতে আমি ডকুমেন্ট কম আপলোড দিয়েছি।
এখন সমস্যা হচ্ছে আমার যে মোবাইল নাম্বারটি দেয়া আছে ঐ সিমটি নাই আমার কাছে তাই নতুন মোবাইল নাম্বার কি এড করার সুযোগ আছে?
একটু হেল্প করলে অনেক কৃতজ্ঞ থাকব।
ধন্যবাদ।
ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগিন করে নতুন নম্বর অ্যাড করা যায়।
Pingback: Services nidw gov bd । জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য করণীয় দেখুন - Technical Alamin
Pingback: NID Card Online Check 2024 । Nid card Services nidw gov bd । আইডি কার্ড অনলাইনে চেক করুন - Technical Alamin