এনআইডি কার্ড ডাউনলোড – আপনি খুব সহজেই অনলাইন হতে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ সেটি হার্ড হবে না এবং দেখতে স্মাট কার্ডের চিপ বসানো থাকবে। সবেমাত্র ভোটার হয়েছেন বা অনলাইন জাতীয় পরিচয়পত্র সংশোধন করেছেন তারা অনলাইন হতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র নম্বর সহ সাধারণ এনআইডি ডাউনলোড করে প্রিন্ট করানো মাধ্যমে ব্যবহার করতে পারবেন। এভাবে ডাউনলোড করে প্রিন্ট করে ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।

আপনার যদি একটি স্মার্ট ফোন থাকে আপনি Google play Store থেকে NID Wallet Apps টি ডাউনলোড করে নিন। Services.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করুন এ ক্লিক করে ফর্ম নম্বর বা জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দিয়ে সাবমিট করুন। মোবাইল ওটিপি ভেরিফিকেশ করুন এবং ফেস ভেরিফিকেশন করে রেজিস্ট্রেশন শেষ করে লগিন করুন। লগিন করার পর ডাউনলোড এ ক্লিক করলেই আপনার এনআইডি কার্ড ডাউনলোড সম্পন্ন হয়ে যাবে।

এটি একটি সহজ প্রক্রিয়া আপনি নিজে নিজেই অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। যদি আপনি না পারেন তবে আপনি একটি কম্পিউটারের দোকানে চলে যান সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। ৫০-১০০ টাকা পারিশ্রমিক দিলেই তারা আপনাকে অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করে দিবে। সেটি আপনি প্রিন্ট করে যে কোন সরকারি বা বেসরকারি কাজে ব্যবহার করতে পারবেন।

অনলাইনে জাতীয় পরিচয়পত্র ডাউনলো করুন / স্মার্ট কার্ড নম্বর সহ কি এনআইডি কার্ড ডাউনলোড হবে?

অবশ্যই স্মার্ট কার্ড নম্বরটিই আসবে। আপনি যে কোন একটি নম্বর পেলেই পুরাতন বা স্মার্ট নতুন নম্বর অনলাইনে হতে বের করে নিতে পারবেন।

স্মার্ট এনআইডি কার্ড ডাউনলোড ২০২২

Caption: At First You have to complete online registration process then login it

স্মার্ট কার্ড ডাউনলোড করতে চাই ২০২৫। স্মার্ট কার্ড কিভাবে পাবো

  1. প্রথমে মোবাইল বা কম্পিউটার দিয়ে Services.nidw.gov.bd ঢুকতে হবে।
  2. রেজিস্টার করুন এ ক্লিক করুন।
  3. এনআইডি বা ফর্ম নম্বর দিন এবং জন্ম তারিখ দিন।
  4. ক্যাপচা এন্ট্রি করুন এবং বহাল এ ক্লিক করুন।
  5. মোবাইল নম্বর দিন এবং বার্তা পাঠান এ ক্লিক করুন।
  6. মোবাইলে ম্যাসেজ যাবে ওটিপি এন্ট্রি করে বহাল ক্লিক করুন।
  7. NID Wallet – Apps on Google Play থেকে মোবাইলে ইনস্টল করে ফেস ভেরিফিকেশন করতে হবে।
  8. ইউজারনেম এবং পাসওয়ার্ড দুইবার দিন। (দুটোই ইউনিক হতে হবে)
  9. বহাল ক্লিক করুন।
  10. ঠিক থাকলে প্রোফাইল দেখাবে।
  11. পুনরায় লগিন করুন
  12. ছবি এবং প্রোফাইলে প্রোফাইল, রিইস্যু, পাসওয়ার্ড পরিবর্তন ও স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস এবং
  13. ডাউনলোড দেখাবে।
  14. ডাউনলোড ক্লিক করলেই জাতীয় পরিচয়পত্র দেখাবে এবং এটি প্রিন্ট করতে পারবেন।

স্মার্ট এনআইডি পেতে কত সময় লাগে?

একটি এনআইডি পেতে ১-৬ মাস সময় লাগতে পারে। তাই এনআইডি পাবেন তারপর কাজ সারবেন সেই আশায় না থেকে অনলাইন হতে ডাউনলোড করে ব্যবহার করুন। পরেরটা পরে বুঝবেন। আপনি অনলাইন কপি দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন এতে কোন সমস্যা হবে না। বর্তমানে যে কাজই করতে যান না কেন, জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্র খুবই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার।