Number Plate

Number Plate । গাড়িতে নাম্বারপ্লেট সংযোজনের জন্য এ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি

মোটরযানে ডিজিটাল নম্বর প্লেট বা Number Plate সংযোজনের জন্য গ্রাহককে মোটরযানের ট্যাক্স টোকেন ও ফিটনেস হালনাগাদ স্বাপেক্ষে নির্ধারিত ফি জমাদনকরত সংশ্লিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে।

Number Plate এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র

১। প্রয়োজনীয় ফি প্রদানের রশিদ;
২। রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি;
৩। ফিটনেস সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি;
৪। হালনাগাদ ট্যাক্স টোকেন এর সত্যায়িত ফটোকপি;

গাড়িতে Number Plate বা নাম্বার প্লেট সংযোজনের জন্য এ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি

এ্যাপয়েন্টমেন্টের জন্য ব্যাংকে টাকা জমা দেয়ার সময় প্রদত্ত মোবাইল নাম্বার থেকে নিম্নলিখিত পদ্ধতিতে এসএমএস করুনঃ NP<space>A<space>Date এবং পঠিয়েদিন 6969 নাম্বারে। যেমনঃ চলতি মাসের ১৫ তারিখ এ্যাপয়েন্টমেন্ট করার জন্য এভাবে লিখুন – NP A 15 এবং 6969 নাম্বারে Send করুন।

ফিরতি এসএমএস-এর মাধ্যমে আপনাকে গাড়িতে নাম্বারপ্লেট সংযোজনের জন্য এ্যাপয়েন্টমেন্টের সময় জানিয়ে দেয়া হবে। উক্ত ফিরতি এসএমএস, ফি প্রদানের রশিদ ও অন্যান্য কগজপত্রসহ নিধারিত সময়ে নাম্বারপ্লেট সংযোজনের জন্য বিআরটিএ’র সার্কে ল অফিসে গাড়ি হাজির করতে হবে।

Help Line: 16107, 09610 990 998, SUNDAY – THURSDAY (9.00 AM – 5.00 PM)

Source of Information: Download

2 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *