Payfixation Mobile Number Change 2025 । পে ফিক্সেশন মোবাইল নাম্বার পরিবর্তন করার নিয়ম
অনলাইন পে ফিক্সেশনে মোবাইল নম্বর পরিবর্তন – how to Change mobile number in pay fixation – Mobile Number Change-2025
Mobile Number change in ibas.finance.gov.bd/ibas2/Fixation – if you change your mobile number or you have lost your sim or you can’t replace or retake your sim that’s why you need to change your pay fixation Mobile number or you change your mind to change ibas++ or pay fixation Mobile Number. ibas++ Mobile No Change Request Entry । ডিডিও আইডি হতে মোবাইল নম্বর পরিবর্তন করার নিয়ম ২০২৪
You can keep unchanged of your ibas++ mobile number, ibas++ mobile number or pay fixation mobile number may be different or Bank Mobile is not mandatory to be same as ibas++ or payfixation.gov.bd
হিসাবরক্ষণ অফিসে মোবাইল নম্বর পরিবর্তনের আবেদন করে খুব সহজেই পে ফিক্সেশন মোবাইল নম্বর পরিবর্তন করতে পারেন। কর্মচারীদের আইবাস++ মোবাইল নম্বর সংশ্লিষ্ট অফিসের ডিডিও আইডি হতেই পরিবর্তন করা যায়। ব্যাংক হিসাবে ব্যবহৃত মোবাইল নম্বরের সাথে আইবাস++ অথবা পে ফিক্সেশনে ব্যবহৃত মোবাইল নম্বর একই না হলেও চলবে। তবে সকল ক্ষেত্রে মোবাইল নম্বর একই বা Same হওয়াই উত্তম।
অনলাইন পে ফিক্সেশনে মোবাইল নম্বর পরিবর্তন ২০২৫ / How to change mobile number in your payfixation.gov.bd
পে- ফিক্সেশনে মোবাইল নম্বর পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে আবেদন করতে হবে আপনার ব্যবহৃত এনআইডি বা জাতীয় পরিচয়পত্র কপি সহ।
Caption: অনলাইন বেতন নির্ধারনীতে মোবাইল নম্বর পরিবর্তন প্রক্রিয়া বা পদ্ধতি বর্ণনা।
অনলাইন পে ফিক্সেশনে মোবাইল নম্বর পরিবর্তন প্রক্রিয়া ২০২৫
- আপনি সরাসরি হিসাবরক্ষণ অফিসে আবেদন করতে পারেন অথবা সংশ্লিষ্ট অফিসের মাধ্যমে ফরওয়ার্ডিং দিয়ে আবেদন করতে পারেন।
- যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছেন আবেদনে সেই নম্বরটি উল্লেখ করবে এবং নতুন নম্বরটি লিখে দিবেন।
- জাতীয় পরিচয়পত্র কপি এবং পূর্বের ফিক্সেশন কপি ভেরিফিকেশন নম্বরসহ সংযুক্ত দিতে হবে।
- প্রয়োজনে নিজে স্বশরীরে গিয়ে আবেদনপত্র জমা দিয়ে হিসাবরক্ষণ অফিসারের মাধ্যমে পরিবর্তন করে আসবেন।
- মোবাইল নম্বর পরিবর্তন হলে আপনার মোবাইলে ম্যাসেজ পাবেন।
আইবাস++ এ মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেস কি পরিবর্তন করা যাবে??
অবশ্যই যাবে। ডিডিও আইডি থেকে মাস্টার ডাটা- Employee contact information থেকে পরিবর্তন করা যাবে।ডিডিও এর মোবাইলে কোড যাবে সেটা ইনপুট করে নিতে হবে। অফিসারদের মোবাইল নম্বর পরিবর্তন অবশ্যই হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে করতে হবে।
বি:দ্র: ibas++ এ মোবাইল নম্বর পরিবর্তন করার ক্ষেত্রে যে দিন মোবাইল নম্বর এন্ট্রি দিবেন। ঐ দিন বা তারিখ অনুসারে হিসাবরক্ষণ অফিসে ফরওয়ার্ডকৃত Request খোজ করতে হবে। তাই মোবাইল নম্বর পরিবর্তন এখন দুটি পক্ষের মধ্যে জড়িত থাকবে। সংশ্লিষ্ট অফিসের ডিডিও এবং হিসাবরক্ষণ অফিসার।
প্রশ্নোত্তর পর্ব
প্রশ্ন: পে ফিক্সেশন মোবাইল নাম্বার পরিবর্তন করলেই কি আইবাস++ নম্বর বা ইএফটি মোবাইল নম্বর পরিবর্তন হবে?
উত্তর: না। পে ফিক্সেশন এবং আইবাস++ নম্বর আলাদা ভাবে পরিবর্তন করতে হবে।
প্রশ্ন: আইবাস++ নম্বর পরিবর্তন করলেই কি ব্যাংক মোবাইল নম্বরও পরিবর্তন হবে?
উত্তর: না । ব্যাংক আলাদা কর্তৃপক্ষ তাই ব্যাংকে গিয়ে পরিবর্তন করতে হবে।
https://technicalalamin.com/pay-fixation-increment-bd-2021-2/