Pension Check Online 2024 । আপনার পেনশন বন্ধ হয়েছে কিনা যেভাবে দেখবেন
পেনশন অনলাইনেই চেক করা যায় – বের করা যায় পেনশন স্টেটমেন্ট – কেন এ মাসে পেনশন আসেনি তা অনলাইনেই চেক করুন।
Pension Check online – You can check Pension Statement by online – Pension is active or inactive? Pension is blocked when you are waiting to get monthly pension. For Pension check you have to go to Accounts office but you can check it from home by online.
এ মাসে পেনশন পাননি? কোন দু:চিন্তার কিছু নেই আপনি ঘরে বসেই অনলাইনে এটি চেক করতে পারেন। আপনার মাসিক পেনশন বন্ধ হওয়ার মূল কারণ লাইফ ভেরিফিকেশন। আপনি একটু মনে করে দেখুন লাস্ট করে হিসাবরক্ষণ অফিসে গিয়েছেন? ১১ মাসে একবার আপনাকে হিসাবরক্ষণ অফিসে এনআইডি কার্ড নিয়ে যেতে হবে।
যে এনআইডি দিয়ে আপনি পেনশন ইএফটি করেছেন ঠিক সেই জাতীয় পরিচয়পত্র তা নতুন বা পুরাতন যাই হোক সেটি নিয়েই যেতে হবে। পেনশনার নিজেকেই যেতে হবে। কাউকে এনআইডি বা জাতীয় পরিচয়পত্র দিয়ে পাঠিয়ে দিলে লাইফ ভেরিফিকেশন করা যাবে না। আপনি বেচে আছেন কি মরে গেছেন তা চেক করার জন্য অন্য কাউকে এনআইডি দিয়ে পাঠাতে হবেনা। অদূর ভবিষ্যতে হয়তো আপনি ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে লাইভ ভেরিফিকেশন করতে পারবেন কিন্তু এই মুহুর্তে আপনার হাটাচলা করতে কষ্ট হলেও আপনাকেই লাইভ ভেরিফিকেশন করতে যেতে হবে হিসাব রক্ষণ অফিসে।
১১ মাসে একবার লাইফ ভেরিফিকেশন করতে হবে / আপনি কিন্তু অনলাইনে কোন মাসে বা কোন অর্থ বছরে কত টাকা পেনশন গ্রহণ করেছেন তার স্টেটমেন্টও দেখতে পারবেন।
পেনশন সম্পর্কিত তথ্য আপনি বাটন মোবাইল দিয়ে হেল্প লাইনে ফোন দিয়ে জানতে পারেন। +880 9609 000 555 নম্বরে কল দিয়েও আপনি পেনশন না পাওয়ার কারণ জানতে পারেন।
Caption: You can check Pension Statement/ You can check why you are not getting pension this month.
Pension Check Online 2024 । কিভাবে আপনি চেক করবেন আপনার পেনশন বন্ধ কেন?
- প্রথমে গুগলে গিয়ে CAFOPFM লিখে সার্চ করুন।
- প্রথম লিংক Office of the Chief Accounts Officer Pension and Fund … এই লিংকে ক্লিক করুন।
- Pension Payment Information এই কলামে গিয়ে Click Here এ ক্লিক করে এনআইডি ও মোবাইল নম্বর দিয়ে Submit করুন।
- ব্যাস পেনশনারের স্টেটমেন্ট চলে আসবে।
- পেনশন বন্ধ কেন তার কারণ উল্লেখ করা থাকবে।
- পেনশন বন্ধ না থাকলে Active লেখা থাকবে।
- বন্ধ থাকলে Blocked লেখা থাকবে।
নতুন স্মার্ট কার্ডের এনআইডি নম্বর দিয়ে কি পুরাতন এনআইডি বের করা যায়?
services.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে ভোটার তথ্য মেন্যুতে গিয়ে আপনার স্মার্ট কার্ডের নম্বর এবং জন্ম তারিখ দিয়ে ক্যাপচা এন্ট্রি করে তথ্য দেখুনে ক্লিক করলেই PIN হিসাবে পুরাতন ১৭ ডিজিটের এনআইডি দেখাবে। নিচের ভিডিও দেখেও আপনি পুরাতন এনআইডি বের করতে পারবেন। মনে রাখবেন যে এনআইডি কার্ড তা নতুন বা পুরাতন সেটি দিয়ে পেনশন ইনফর্মেশন দেখতে পারবেন। তাই নতুন আইডি দিয়ে পুরাতন আইডি নম্বর দেখে নিন।
প্রশ্ন: পেনশন আসেনি কেন?
উত্তর: পেনশন ভেরিফিকেশন ছাড়া তো পেনশন বন্ধ হয় না। অনলাইনে চেক করে দেখুন।
প্রশ্ন: পেনশনে কি সমস্যা হয়েছে তা কি অনলাইনে চেক করা যায়?
উত্তর: হ্যাঁ। চেক করা যায়।
চাকুরীরত অবস্থায় ক্যান্সারে আক্রান্ত হয়ে আমার পিতা মৃত্যুবরণ করেন ১৯৮৪ সনে, তখন আমি ছোট। আমার মা পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন।
১৯৯৬ সালে আমি জানতে পারি আমার বাবা সরকারি চাকুরী করতেন এবং আমি যদি দাবি করি তাহলে সরকারি চাকুরী সহ পেনশনের টাকা পাইব। প্রেক্ষিতে যেখানে শেষ কর্মরত ছিলেন সেখানে যোগাযোগ করি। উক্ত অফিসের চাহিদা অনুযায়ী সকল ডকুমেন্টস সরবরাহ করিলে ১৯৯৮ সালে পেনশনের আওতায় আসি। ১৯৮৪ সালে মৃত্যুর পর হইতে ১৫ বৎসর পর্যন্ত আমি পোষ্য ভাতা পাই। তবে সরকারি চাকুরী পাইনি যদিও সার্ভিস বহির ফটোকপি এখনো যত্ন করে রেখে দিয়েছি ।
আমার প্রশ্ন সরকারি চাকুরির সুবিধা কি এপর্যন্তই?
আমার সন্তান কি সার্ভিস বইয়ের রেফারেন্স দিয়ে সরকারি চাকুরির আবেদন করতে পারবে ?
জি। এ পর্যন্তই। পিতার চাকরির এখন আর পুত্রের পোষ্য কোটায় পাওয়া যায় না।