অফলাইন বা অনলাইনে রিটার্ন দাখিল করার পর আপনি অর্থ যে কোন কর্তৃপক্ষ টিআইএন নম্বর ব্যবহার করে রিটার্ন দাখিল যাচাই করতে পারবেন – Return slip check bd
দাখিল করার রিটার্ন কি চেক করা যায়? হ্যাঁ – যে কেউ এখন অনলাইন আপনার টিআইএন নম্বর দিয়ে যাচাই করতে পারবে যে, আপনি রিটার্ণ দাখিল করেছেন কিনা। এখন থেকে খুবই সহজেই আপনার রিটার্ন দাখিল হয়েছে কিনা এনবিআর’এর ওয়েব সাইট থেকে যাচাই করতে পারবে। রিটার্ন প্রদানের তথ্য যাচাই করতে ভিজিট করুনঃ verification.taxofficemanagement.gov.bd
ই রিটার্ন দাখিল করেছেন? হ্যাঁ। ই রিটার্ন দাখিল করা হলেও তা আপনি অনলাইনে অথবা যে কেউ আপনার রিটার্ন দাখিল করা সম্পন্ন হয়েছে কিনা তা চেক করতে পারবেন। E-return verify লিংকে ক্লিক করে আপনি বা অন্য যে কেউ শুধুমাত্র টিআইএন নম্বর ব্যবহার করে চলতি বা পূর্বের অর্থ বছরে রিটার্ন দাখিল করেছেন কিনা তা সহজেই যাচাই বা চেক করতে পারবে।
ভূয়া রিটার্ন রশিদ দেখালে ২ বছরের জেল? হ্যাঁ- বাংলাদেশ সরকার কিছু ক্ষেত্রে রিটার্ণ দাখিল বাধ্যতামূলক করেছে, সঞ্চয়পত্র ক্রয় সহ বেশি কিছু ক্ষেত্রে রিটার্ণ দাখিলের রশিদ অতীব জরুরি এবং ঐ সকল কাজে কোন ভাবেই রিটার্ণ দাখিল ছাড়া অগ্রগতি সম্ভব হবে না। তাই কিছু ব্যক্তি এই সুযোগে ভুয়া রিটার্ণ রশিদ দেখিয়ে কাজ সম্পন্ন করছিলেন। যেহেতু অনলাইনে রিটার্ণ দাখিল চেক করা যায় তাই কোন ভাবে এখন আর চালাকি বা সরকারকে ফাঁকি দেওয়া যাবে না। কেউ জাল দলিল করলে ২ বছর এবং মালিকানার অতিরিক্ত জমি রেজিস্ট্রি করে নিলে ৫ বছর কারাদণ্ড ভোগ করতে হবে। কারও জমি জোরপূর্বক দখল করে নিলে জেল-জরিমানা হবে ৩ বছর। জেল জরিমানার হাত থেকে বাঁচতে ভূয়া কাগজপত্র দাখিল করা থেকে বিরত থাকুন।
Tax return verification online । E Tax return verification bd
রিটার্ণ দাখিল করার পর আপনি অনলাইনে চেক করে নিন। খুব সহজেই আপনি দাখিল করা রিটার্ণ স্লিপ অনলাইনেই চেক করতে পারেন।
Caption: Return submission verification Link
Income Tax return verification 2023 । আয়কর রিটার্ন অনলাইনে সম্পন্ন বা সফল হয়েছে কিনা তা চেক করার নিয়ম
- প্রথমে আপনি etaxnbr লিখে গুগল করুন।
- সার্চ রেজাল্ট থেকে e-Return লিংকে ঢুকতে হবে।
- E-return Verify লিংকে ক্লিক করতে আপনার টিআইএন নম্বর দিন।
- কর বর্ষ সিলেক্ট করুন।
- ক্যাপচা এন্ট্রি করুন।
- Verify ক্লিক করলেই দেখাবে আপনি রিটার্ন দাখিল করেছেন কিনা বা আপনার সাবমিশন সফল হয়েছে কিনা।
- Done
রিটার্ন দিয়েছি কিনা তা ভেরিফাই করলে কি লেখা দেখাবে?
রিটার্ণ দাখিল সম্পন্ন হয়েছে – Verify ক্লিক করলে “Return has been submitted for the assessment year 2022-2023” দেখালে বুঝবেন রিটার্ণ দাখিল সম্পন্ন হয়েছে। আর দাখিল যদি না করে থাকে বা এন্ট্রি না হয়ে থাকে তবে Return has been not submitted for the assessment year 2022-2023. রিটার্ণ স্লিপ গ্রহণের সময় অবশ্যই রিটার্ণ দাখিল সঠিকভাবে অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা তা চেক করে স্লিপ নিন।
E return bd । Online tax return 2023-24 । অনলাইনে নিজ রিটার্ন নিজেই দাখিল করুন