ঈদের সরকারি ছুটি কয়দিন ২০২৫ । সরকারি কর্মচারী রোজার ঈদে কত দিন ছুটি ভোগ করবে? - Technical Alamin
Latest News

ঈদের সরকারি ছুটি কয়দিন ২০২৫ । সরকারি কর্মচারী রোজার ঈদে কত দিন ছুটি ভোগ করবে?

চলতি ঈদে ৫ দিন ছুটিতে থাকবে সরকারি কর্মচারী-পূর্বে ৩ দিন ছুটি থাকতো ঈদ উপলক্ষ্যে এবার ৫ দিন ঈদের ছুটি – ঈদের সরকারি ছুটি কয়দিন ২০২৫

২৭ তারিখে ম্যানেজ করতে পারলেই? হ্যাঁ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার টানা ছয় দিন ছুটি মিলতে পারে সরকারি চাকরিজীবীদের। আর কেউ এক দিন ছুটি ‘ম্যানেজ’ করতে পারলে তিনি টানা ৯ দিনের ছুটি ভোগ করতে পারবেন। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৩১ মার্চ সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সে হিসাব করে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।

ঈদে কি এখন ৫ দিন ছুটি? হ্যাঁঁ। উপদেষ্টা পরিষদ গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচ দিন ছুটির অনুমোদন দেয়। আগে এ ছুটি ছিল ৩ দিন। গত ২১ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনি ও রবিবার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে।

চার ধরনের ছুটি একত্রে পড়ছে? হ্যাঁ। ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি। এ হিসেবে সব মিলিয়ে টানা ৬ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। অন্যদিকে, সরকারি কোনো চাকরিজীবী যদি ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছুটি ম্যানেজ করতে পারেন তাহলে ওই ছুটির সঙ্গে আরো তিন দিন ছুটি ভোগ করতে পারবেন। কারণ বৃহস্পতিবারের পরের দুদিন সাপ্তাহিক বন্ধ শুক্র ও শনিবার। সে ক্ষেত্রে সব মিলিয়ে টানা ৯ দিন ছুটি ভোগ করতে পারবেন ওই চাকরিজীবী।

২৫ তারিখ থেকেই অঘোষিত সরকারি ছুটি শুরু হবে?/০৩ এপ্রিল ঐচ্ছিক ছুটি ভোগ করা যাবে

সরকারি ছুটি কি? সরকারি ছুটি হলো সেইসব দিন, যেদিন সরকার কর্তৃক ঘোষিত সরকারি ও বেসরকারি অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ থাকে। এই ছুটিগুলো সাধারণত বিভিন্ন জাতীয় দিবস, ধর্মীয় উৎসব বা বিশেষ কোনো ঘটনা উপলক্ষে ঘোষণা করা হয়।

Caption: Sorkari Leave Calendar Bangladesh pdf

বাংলাদেশের সরকারি ছুটির তালিকা ২০২৫ । সরকার বিশেষ কোনো কারণে অতিরিক্ত ছুটি ঘোষণা করতে পারে। এই ছুটিগুলো সাধারণত গেজেটের মাধ্যমে ঘোষণা করা হয়।

  1. শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি)
  2. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস (১৭ মার্চ)
  3. স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ)
  4. বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ)
  5. মে দিবস (১ মে)
  6. বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)
  7. জুমাতুল বিদা
  8. ঈদুল ফিতর
  9. জাতীয় শোক দিবস (১৫ আগস্ট)
  10. জন্মাষ্টমী
  11. দুর্গাপূজা (বিজয়া দশমী)
  12. ঈদুল আজহা
  13. আশুরা
  14. ঈদে মিলাদুন্নবী (সা.)
  15. বিজয় দিবস (১৬ ডিসেম্বর)
  16. যিশু খ্রিস্টের জন্মদিন (২৫ ডিসেম্বর)

কোন ছুটিগুলো এ বছর নাই?

ইউনূস সরকার ১৫ আগস্টের ছুটি বাতিল করেছে। ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ জাতির পিতার জন্মদিবস ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস এবং ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস। এসব দিবসে আর ছুটি মিলবে না।
   
   
   
BD govt calendar 2024 । সরকারি ক্যালেন্ডার কোথায় পাবেন দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *