Salary Fixation – অনলাইনে বেতন নির্ধারণ – Pay Fixation
Basic Fixation – After getting higher scale and promotion, basic salary needs to be fixed by online pay fixation. This process is now totally automatic, Before pay scale 2015 publishing salary fixation is manual process. Now There is no scope of pay fixation by manual process.
যে সকল কর্মচারী চাকুরীর শর্ত মোতাবেক দক্ষতা অর্জনের পরীক্ষায় পাশ করলে অতিরিক্ত প্রাপ্য হন (স্টেনো, স্টেনো টাইপিস্ট ইত্যাদি) তাদেঁর অতিরিক্ত ইনক্রিমেন্ট পাওয়ার জন্য প্রয়োজনীয় অফিস আদেশসহ সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসের সাথে যোগাযোগ করতে হবে। বিভিন্ন কাগজপত্রে এটি বহাল থাকলেও, দৈবচয়নে বর্তমানে এটি অকার্যকর।
Now Back date pay fixation or past dated pay fixation is critical process. First One has to cancel his increment for Past dated pay fixation. After Completed of Pay fixation, increment is being added by accounts office.
Pay Fixation after promotion or higher scale / Salary Fixation
For Salary fixation you have to login www.payfixation.gov.bd / Pay Fixation is now integrated with ibas++
Caption: Salary fixation page / First page of salary pay fixation
Steps of Salary Fixation in Bangladesh
- ওয়েবসাইটে অনলাইনে বেতন নির্ধারণের জন্য যে কোন ব্রাউজারের মাধ্যমে নির্ধারিত ওয়েব এড্রেসটি www.Payfixation.gov.bd লিখুন।
- পরবর্তী বাটনে ক্লিক করলে চলমান বেতন নির্ধার, বেতন পুন: নির্ধারণ, নতুন নিয়োগ ইত্যাদি অপশন দেখাবে।
- ৬টি ক্যাটাগরির মধ্যে আপনার জন্য প্রযোজ্য ক্যাটাগরিতে ক্লিক করুন।
- এখন ৪টি ক্যাটাগরির মধ্যে আপনার জন্য প্রযোজন্য ক্যাটাগরিতে ক্লিক করুন।
- হিসাবরক্ষণ কার্যালয় নির্বাচন করুন।
- আপনি যদি কোন উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় হতে হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় নির্বাচন করুন।
- সঠিক হলে হ্যাঁ এবং সঠিক না হলে না বাটনে ক্লিক করুন।
- পিছনে যান।
- পরবর্তী ধাপ।
- জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, ক্যাপচা এন্ট্রি করে প্রবেশ করুন।
- অনলাইনে চলমান বেতন নির্ধাণ ছকটি পূরণ করুন।
- খসড়া দেখুন।
- দাখিল করুন।
- you are done
How to log out from pay fixation website?
Logout-সিস্টেম থেকে বের হওয়ার জন্য অবশ্যই স্ক্রিনের বাম পাশের মেন্যু থেকে “লগ আউট” অপশনে ক্লিক করবেন। অন্যথায় আপনার পাসওয়ার্ড ব্যবহার করে অন্য কেউ এতদসংক্রান্ত কাজ করলে এবং কাজে ইচ্ছা বা অনিচ্ছায় কোন ভুল করলে তার দায় দায়িত্ব আপনাকেই নিতে হবে।
অনলাইনে বেতন নির্ধারণী ম্যানুয়াল ২০১৫: ডাউনলোড
2 comments