দরিদ্র পরিবারের সন্তানগণ স্কুলের বেতন ফ্রি বা হাফ করার জন্য প্রায়শই আবেদন করে থাকেন- এক্ষেত্রে পরিবারও আবেদনপত্র পেশ করে থাকেন – School Half Free Application 2024
বেতন ফ্রি আবেদন কার বরাবর লিখতে হয়? স্কুলের বেতন ফ্রি করার জন্য প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হয় – অধ্যক্ষ বা স্কুল প্রধান বরাবর আবেদন লিখতে অবশ্যই বিনয়ী হতে হবে। কোন উগ্রভাব আবেদনে থাকা যাবে না- বেতন কমানো কোন অধিকার নয় বরং স্কুলের নমনীয়তা যা স্কুল কর্তৃপক্ষ দেখিয়ে থাকে। গরীব ও মেধাবী হলেই কেবল এমন সুবিধা ভোগ করা যায়।
সেশন ফি মওকুপের জন্য কি লিখতে হয়? বিনীত নিবেদন আমি নিম্নে স্বাক্ষরকারী মোঃ জাহাঙ্গীর আলম। আমার ছেলে মোঃ শামিমুল ইসলাম (রাব্বী) আপনার স্কুলের একজন নিয়মিত ছাত্র। সে ৩য় শ্রেণী হইতে ৪র্থ শ্রেণীতে উত্তীর্ণ হইয়াছে। বর্তমানে আমার আর্থিক সমস্যার কারণে তাহাকে ৪র্থ শ্রেণীতে ভর্তি করতে পারছিনা। তাই তাহার সেশন ফি মওকুফ করে দিলে তাহার লেখাপড়া করা সম্ভব।
অর্ধেক সেশন ফি মওকুফের জন্য কি লিখতে হয়? যথা বিহীত সম্মানা প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন আমি নিম্নে স্বাক্ষরকারীনি হাসিনা। আমার কন্যা মুন্নী আপনার স্কুলের একজন নিয়মিত ছাত্রী। সে ৮ম শ্রেণী হইতে ৯ম শ্রেণীতে উত্তীর্ণ হইয়াছে। বর্তমানে আমার আর্থিক সমস্যার কারণে তাহাকে ৯ম শ্রেণীতে ভর্তি করতে পারছিনা। তাই তাহার সেশন ফি অর্ধেক মওকুফ করে দিলে তাহার লেখাপড়া করা সম্ভব হইবে। অতএব, আপনার নিকট বিনীত প্রার্থনা উপরোক্ত বিষয়ে বিবেচনা করিয়া আমার পুত্রর সেশন ফি অর্ধেক মওকুফ করে বাধিত করিবেন।
স্কুলের বেতন মওকুফের আবেদন লিখবেন যেভাবে / দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বেতন মওকুফের আবেদন লেখার নিয়ম দেখুন
শুধুমাত্র দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী এই সুবিধা পেয়ে থাকেন।
Caption: School Half Free Application 6 Sample Word copy Download
অর্ধেক বেতন মওকুফের জন্য আবেদন দরখাস্ত ২০২৪ । স্কুল ও কলেজের বেতন মওকুফের জন্য আবেদন লেখার নিয়ম
- বরাবর কর্তৃপক্ষের নাম ও প্রধান শিক্ষক/অধ্যক্ষ থাকতে হয়্
- বিনয় সূচক হিসেবে জনাব/ মহোদয় লিখতে হয়।
- অতিরিক্ত কথা লেখার থেকে বিরত থাকতে হয়।
- যেকারণে ওয়েভার বা মওকুফ চাওয়া হচ্ছে তা থাকতে হয়।
- আবেদনকারীর নাম রোল ইত্যাদি থাকতে হয়।
কখন মওকুফের আবেদন করতে হয়?
সাধারণত বছরের শুরুতেই এই আবেদন করতে হয় অথবা ফি বা অন্যান্য ফি প্রদান করতে ব্যর্থ হলে ঠিক তখন এমন আবেদন পেশ করতে হয়। ফি মওকুফের আবেদন সবাই করলে যে, সবাই ই এমন সুবিধা পাবেন ব্যাপারটি এমন নয়। কর্তৃপক্ষ যাকে যোগ্য মনে করবেন তাকে সেই সুবিধা দিবেন।