Sonali Agent Banking । সােনালী এজেন্ট ব্যাংকিং কার্যক্রম ২০২২ - Technical Alamin
ব্যাংকিং নিউজ বাংলাদেশ

Sonali Agent Banking । সােনালী এজেন্ট ব্যাংকিং কার্যক্রম ২০২২

রাষ্ট্রয়াত্ত্ব বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক সােনালী ব্যাংক লিমিটেড জনগণের দোরগােড়ায় ব্যাংকিং সেবা পৌছে দিতে বদ্ধপরিকর। ব্যাংকিং সেবাবঞ্চিত জনগােষ্ঠীর হাতের কাছে সেবা প্রদানের জন্য সােনালী ব্যাংক লিমিটেড কর্তৃক বাংলাদেশ ব্যাংক প্রণীত এজেন্ট ব্যাংকিং গাইডলাইন অনুসারে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালু করা হবে।

‘সােনালী এজেন্ট ব্যাংকিং কার্যক্রমে এজেন্টের সম্ভাব্য আয়-ব্যয় সম্ভাব্য আয়ের খাত 

১। নতুন হিসাব খােলা বাবদ প্রাপ্য কমিশন 

২। টাকা জমা ও উত্তোলনের বিপরীতে প্রাপ্য কমিশন 

৩। বৈদেশিক রেমিট্যান্স (বিদেশ থেকে প্রেরিত প্রবাসীদের টাকা পরিশােধের বিপরীতে প্রাপ্য কমিশন 

৪। বিভিন্ন ইউটিলিটি বিল (বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল, ফোন/মােবাইল বিল, ইন্টারনেট বিল ইত্যাদি) জমা গ্রহণের বিপরীতে প্রাপ্য কমিশন। 

৫। ঋণের কিস্তি আদায়ের বিপরীতে প্রাপ্য কমিশন। 

৬। এ ছাড়াও ব্যাংকের নির্দেশনা অনুযায়ী অন্যান্য কার্যক্রমের উপর প্রাপ্য কমিশন।

সম্ভাব্য ব্যয়ের খাত । এককালীন ব্যয়

১। ২,০০,০০০(দুই লক্ষ) টাকা জমা প্রদানপূর্বক সােনালী ব্যাংকের নিকটস্থ শাখায় চলতি হিসাব খুলতে হবে। 

২। আউটলেট এর জন্য কক্ষ ভাড়াগ্রহণ, কক্ষ ডেকোরেশন এবং কম্পিউটার, প্রিন্টার ও সহযােগী সামগ্রী ইত্যাদি ক্রয়। 

৩। ১টি ক্যাশ কাউন্টার, ১টি টেবিল, ৬ টি চেয়ার (২টি চেয়ার ম্যানেজার ও ক্যাশিয়ারের জন্য এবং ৪টি চেয়ার গ্রাহকদের জন্য) ক্রয়। 

৪। আউটলেট স্থাপনের পর ব্যাংক থেকে বায়ােমেট্রিক ডিভাইস এবং কিছু সহযােগী সামগ্রী সরবরাহ করা হবে। প্রয়ােজনীয় ফরম, ভাউচার, রেজিস্টার ইত্যাদি এবং সাইন বাের্ড, ফেস্টুন, লিফলেট, পােস্টার, স্টিকার ইত্যাদি ব্যাংক থেকে সরবরাহ করা হবে। এ ছাড়া আউটলেট স্থাপনের সকল খরচ এজেন্টকে বহন করতে হবে।

মাসিক ব্যয় 

১। আউটলেটের মাসিক ভাড়া (ভাড়াকৃত হলে)। 

২। আউটলেট পরিচালনায় নিয়ােজিত কমপক্ষে দুই জন কর্মীর (ম্যানেজার এবং ক্যাশিয়ার) মাসিক বেতন। 

৩। আউটলেটের মাসিক বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল ইত্যাদি।

একনজরে এজেন্টের কাজ সমূহ

১। নগদ জমা গ্রহণ এবং নগদ অর্থ প্রদান। 

২। ইউটিলিটি বিল গ্রহণ।। 

৩। বৈদেশিক রেমিটেন্সের অর্থ (বিদেশ থেকে প্রেরিত প্রবাসীদের টাকা) প্রদান 

৪। ফান্ড ট্রান্সফার (এক হিসাবের টাকা অন্য হিসাবে স্থানান্তর)। 

৫. ব্যালেন্স অনুসন্ধান। 

৬. মিনি স্টেটমেন্ট ইস্যু। 

৭. ডিপিএস, এফডিআর সেবা প্রদান। 

৮. হিসাব খােলার ফরম ও অন্যান্য রশিদের কপি সংগ্রহ ও সংরক্ষণ। 

৯. ছােট ছােট ঋণের অর্থ প্রদান এবং ঋণের কিস্তি গ্রহণ। 

১০. বেতন, অবসর ভাতা ও অন্যান্য ভাতা প্রদান (প্রয়ােজনীয় ক্ষেত্রে)। 

১১. ব্যাংকের প্রয়ােজনীয় ইমেইল ও চিঠি সংগ্রহ এবং সংরক্ষণ।

এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে সোনালী ব্যাংক নতুন দিগন্ত উদয় করল। নিজেদের আরও একধাপ এগ্রিয়ে রাখতে সোনালী ব্যাংক চালু করছে এজেন্ট ব্যাংকিং ব্যবস্থা।

সূত্র: সোনালী ব্যাংক

2 thoughts on “Sonali Agent Banking । সােনালী এজেন্ট ব্যাংকিং কার্যক্রম ২০২২

    • সোনালী ব্যাকের নিকটস্থ শাখায় যোগাযোগ করুন।

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *