Sonali E Wallet– Sonali e wallet is a smartphone apps to transact bank to Bank without cheque or cash method. Now Apps BEFTN Service is free to use. BEFTN is a wire transfer system to transfer money one to another Bank.

সোনালী ই ওয়ালেটের মাধ্যমে সোনালী ব্যাংক হতে যে কোন ব্যাংকে অর্থ ট্রান্সফার করা যায়। অর্থ লেনদেনের ক্ষেত্রে চেক, ক্যাশ ছাড়াও পে অর্ডার, ডিমান্ড ড্রাফট, ব্যাংক ড্রাফট ইত্যাদি মাধ্যমে রয়েছে। কিন্তু সোনালী ব্যাংক এর সোনালী অ্যাপ ব্যবহার করে আপনি মুহুর্তেই ঘরে বসেই এক ব্যাংক হতে অন্য ব্যাংকে অর্থ ট্রান্সফার করতে পারবেন কোন রকম চার্জ ছাড়াই। Sonali e-Wallet । যে সকল সুবিধা রয়েছে

মোবাইল রিচার্জ, ডিপিএস প্রদান, ক্রেডিট কার্ডের বিল, অ্যাপ থেকে অ্যাপ এ অর্থ ট্রান্সফার, ইউটিলিটি বিল সহ বিভিন্ন সেবা গ্রহণ করা যাবে এই Sonali e wallet এর মাধ্যমে। সোনালী ই ওয়ালেট একটি যুগান্তকারী ট্রানজেকশন পদ্ধতি যেখানে ব্যাংকে যেতে হবে না। যে কোন ব্যাংকের যে কোন শাখায় অর্থ প্রেরণ করা যায় ব্যাংকে না গিয়েই, তাছাড়া লেনেদেনের ক্ষেত্রে কোন খরচও নেই এবং ভবিষ্যতে খরচ যুক্ত করলেও সেটি ১০ টাকা নির্ধারিত হতে পারে। অন্য দিকে মোবাইল ব্যাংকিং এ প্রচুর অর্থ ব্যয় হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে টাকা প্রেরণ করতে হলে, ভবিষ্যতে এ রকম অ্যাপস এর মাধ্যমে অর্থ ট্রান্সফার সুবিধা অন্য সব ব্যাংকে চালু হতে অর্থ লেনদেন হবে আরও সহজ ও স্বল্প খরচে।

Mobile recharge by sonali e wallet / Money Transfer by BEFTN

অন্য ব্যাংকে অর্থ প্রেরণ করতে আর কোনভাবেই ব্যাংকে যেতে হবে না। লাইন ধরে আর কোন টাকা উঠাতে বা পাঠাতে হবে না।

Sonali Bank e wallet

Caption: Sonali E wallet Facilities of Digital Banking of Sonali Bank Limited Sonali e-Wallet মোবাইল অ্যাপে বাংকিং লেনদেন হব নিশ্চিন্ত ঘরে বসে

Service Facilities of sonali E wallet of Sonali Bank

  1. ফান্ড ট্রান্সফার- যে কোন ব্যাংকের একাউন্টে টাকা প্রেরণ।
  2. এড মানি- একাউন্ট হতে ওয়ালেট এ টাকা আনা।
  3. সেন্ড মানি- ওয়ালেট হতে ওয়ালেট এ টাকা প্রেরণ, ওয়ালেট হতে একাউন্ট এ টাকা প্রেরণ, একাউন্ট হতে অন্য একাউন্ট এ টাকা প্রেরণ।
  4. ডিপিএস/ঋণের কিস্তি প্রদান, ব্যাংক স্টেটমেন্ট ক্রেডিট কার্ডের বিল, পেমেন্ট মােবাইল রিচার্জ ও বিবিধ ডিজিটাল সেবা।

সোনালী ই ওয়ালেট হতে কি বিকাশে টাকা আনা যায়?

সোনালী ই ওয়ালেট টু বিকাশ – মোবাইল ব্যাংকিং এ লেনেদেন ব্যয় সাপেক্ষ, তবে সোনালী ই ওয়ালেট থেকে বিকাশ টাকা আনা যায় আবার বিকাশ হতে সোনালী ব্যাংকে অর্থ প্রেরণ করা যায়। সোনালী ব্যাংক বা ডেবিট কার্ড হতে টাকা আনা বা অ্যাড মানি ফ্রি হলেও, বিকাশ হতে সোনালী ব্যাংকে অর্থ প্রেরণের ক্ষেত্রে বিকাশের নিয়মিত চার্জ অর্থাৎ ১.৮% প্রযোজ্য হয়। ভবিষ্যতে সোনালী ই ওয়ালেটের মত ডিজিটাল সেবার বিস্তার লাভ করলে মোবাইল ব্যাংকিংগুলো থেকে মানুষ মুখ ফিরিয়ে নিবে বলে আশা করা যাচ্ছে।

Sonali E wallet ব্যবহারে যে সকল সুবিধা গ্রাহক পাবেন তা হল– কোন চেক লাগবে না, চেক বই বা চেক ছাড়াই লেনদেন করতে পারবেন। এটি ব্যবহারে কোন চার্জ নেই, একটি পয়সা খরচ ছাড়াই লেনদেন করতে পারবেন।সোনালী ব্যাংকের যে কোন ব্রাঞ্চ থেকে টাকা উত্তোলন করতে পারবেন কারণ কিউআর কোড ব্যবহার করে টাকা ক্যাশ আউট করা যায়। ২ মিনিটেই ক্যাশ হাতে পাবেন। এজেন্ট ব্যাংকিং হতে টাকা ক্যাশ করা যাবে। সিগনেচার ভেরিফিকেশন এর ঝামেলা নেই। বিকাশ বা নগদের মতই সহজেই ব্যবহার করতে পারবেন।

চেক বা ডেবিট কার্ড ছাড়াই লেনদেন করা যাবে। তবে সোনালী ই ওয়ালেট থাকতে হবে অর্থাৎ সোনালী ই-ওয়ালেট অ্যাপ্স মোবাইল এ ইন্সটল থাকতে হবে। কিভাবে টাকা উত্তোলন করবেনএবং প্রয়োজনীয় ব্যবস্থা যা থাকা লাগবে।

  • সোনালী ব্যাংকের যে কোন শাখায় QR code টানিয়ে রাখা আছে।
  • সোনালী ই-ওয়ালেট অ্যাপ্স এর মাধ্যমে আগে অ্যাড মানি ফিচার ব্যবহার ই-ওয়ালেট এ টাকা নিয়ে আসুন।
  • এখন QR code স্কান করে ক্যাশ আউট করুন।
  • ক্যাশ সেকশনে বলুন টাকার পরিমান, মোবাইল নাম্বার।
  • ক্যাশ সেকশন থেকে আপনার অর্থ গ্রহন করুন।

সােনালী ব্যাংক লিমিটেড, ও উদ্ভাবনী ব্যাংকিং এ আপনার বিশ্বস্ত সঙ্গী।

https://technicalalamin.com/sonali-e-wallet-%e0%a5%a4-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%95%e0%a6%b2-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%b0%e0%a7%9f%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87%e0%a5%a4/