যারা ঘনঘন মোবাইল ডিভাইস পরিবর্তন করেন তাদের জন্য সোনালী ই ওয়ালেট ব্যবহার ঝামেলাই বটে। মোবাইল ডিভাইস পরিবর্তন করলে পুনরায় সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে ই-ওয়ালেট একটিভ করে আনতে হবে। প্রতিটি ডিভাইসের জন্য এটি আলাদাভাবে একটিভ করার প্রয়োজন পড়বে। ই ওয়ালেটটি কঠোর সিকিউরিটি দিয়ে প্রকাশ করা হয়েছে।
১। গ্রাহক e-wallet এর PIN ভুলে গেলে তা Reset এর বিষয়ে [email protected] এ ইমেইল অথবা গ্রাহককে সরাসরি উক্ত Address এ ইমেইল করার বিষয়ে পরামর্শ প্রদান করা।
২। গ্রাহক কর্তৃক Mobile Device পরিবর্তন করা হলে, পরিবর্তিত Mobile Device -এ e-wallet ব্যবহারে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।
৩। গ্রাহকের Mobile Device নষ্ট/হারানো /চুরি হওয়া ইত্যাদি ক্ষেত্রে গ্রাহকের আবেদন সাপেক্ষে ওয়ালেট হিসাবটি বন্ধ/ স্থগিত করার জন্য [email protected] এ ইমেইল করা।
৪। গ্রাহকগণকে Sonali e-wallet ব্যবহারে উদ্ভুদ্ধকরণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান।
৫। গ্রাহকের e-wallet হিসাবটি Locked হয়ে গেলে CMS ব্যবহার করে তা Unlock/Active করার ব্যবস্থা গ্রহণ করা।
৬। Sonali e-wallet সংক্রান্ত যে কোন Support সার্ভিস এর জন্য শাখার কর্পোরেট ই-মেইল ব্যবহার করে [email protected] এ ইমেইল করা।
মেইল করে যদি ফলাফল না পান তবে আপনার ব্যাংক শাখার ব্রাঞ্চে যোগাযোগ করতে হবে। ব্রাঞ্চে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আমি সোনালি ব্যাংক লিমিটেড শেরপুর জেলার নকলা শাখার একজন গ্রাহক। আমার ই- ওয়ালেট পাসওয়ার্ডটি ভূলে গিয়েছি।আমি এ বিঢয়ে সহযোগিতা কামনা করছি।
অ্যাপে দেখুন Forget Password অপশন রয়েছে। সেখান থেকে রিকোভার করুন। যদি না হয় ব্রাঞ্চে যোগাযোগ করুন।
আমিও পাসওয়ার্ড ভুলে গেছি এখন করণীয় কি? জানতে চাই৷
forget password koren.