Sonali e wallet অ্যাপে রেজিস্ট্রেশন পদ্ধতি ২০২৫ । সোনালী ই ওয়ালেট দিয়ে কি কি করা যায়? - Technical Alamin
ব্যাংকিং নিউজ বাংলাদেশ

Sonali e wallet অ্যাপে রেজিস্ট্রেশন পদ্ধতি ২০২৫ । সোনালী ই ওয়ালেট দিয়ে কি কি করা যায়?

সোনালী ব্যাংক একটি অভিনব সেবা নিয়ে এলো। সোনালী ই ওয়ালেট আপনাকে ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদান করবেন। Sonali e wallet আপনার দৈনন্দিন জীবনের ব্যাংকিং কাজকে করবে আরও সহজ। আসুন দেখে নেই কিভাবে Sonali e wallet এ রেজিস্ট্রেশন করে।

সোনালী ই ওয়ালেট হল একটি বাংলাদেশী ডিজিটাল পেমেন্ট গেটওয়ে বা ই-ওয়ালেট। এটি মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট দুটি রূপে উপলব্ধ। এটি ব্যবহারকারীদের সহজেই বিভিন্ন সেবা প্রদান করতে সাহায্য করে, যেমন মোবাইল রিচার্জ, বিল পরিশোধ, টিকেট ক্রয় এবং অনলাইন শপিং ইত্যাদি। সোনালী ই ওয়ালেট ব্যবহার করতে ব্যবহারকারীদের প্রথমে একটি অ্যাকাউন্ট খোলতে হবে। এরপর তারা আপনার একটি মোবাইল নম্বর এবং আপনার পছন্দমত পেমেন্ট মেথড নির্বাচন করে তাদের অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারেন। এরপর তারা অ্যাপটি ব্যবহার করে বিভিন্ন সেবা পেতে পারেন।

সোনালী ই ওয়ালেট ব্যবহার করার জন্য ব্যবহারকারীদের কোন মানদণ্ড পূর্ণ করতে হয় না, সাধারণত এটি ব্যবহারকারীর একটি ব্যাংক হিসাব থাকলেই হয়।

প্রথমে আপনার মোবাইলের PlayStore এ প্রবেশ করুন Sonali e wallet লিখে সার্চ করুন। সোনালী ই ওয়ালেট লিখে সার্চ করলেই সোনালী ব্যাংকের লোগো সহ আপনি নিচের মত একটি অ্যাপের ইনস্টল লিংক দেখতে পারবেন।

sonali e wallet

উপরের ছবির মত যে অ্যাপটি দেখাবে সেটির Install লেখা সবুজ লিংকটিতে ক্লিক করলেই আপনার মোবাইলে অ্যাপটি ইন্সস্টল হতে থাকবে। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে Open লেখা দেখাবে। Open এ লিংক করার সাথে সাথেই অ্যাপটি চালু হতে শুরু করবে। চালু হওয়ার সময় বেশি কিছু Permission চাইবে, আপনি সবগুলোতে Allow করে দিন। এখানে আপনার স্টোরেজ, কন্টাক্ট ইত্যাদি বিষয়ে পারমিশন চাইবে।

sonali bank e wallet registration

আপনার নাম, মোবাইল নম্বর, ব্যাংক হিসাব নম্বর, ইত্যাদি ব্যবহার করে অ্যাপে রেজিষ্ট্রেশন করুন। সকল তথ্য প্রদানের পর আপনার মোবাইলে ভেরিফিকেশন ওটিপি আসবে সেটি অবশ্যই বসিয়ে নিন। রেজিস্ট্রেশন সম্পূন্নের পর স্থানীয় ব্যাংক বা আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন। যদিও সব তথ্য যদি আপনি ঠিকঠাক ভাবে সরবরাহ করে থাকেন তবে ব্যাংকে যোগাযোগ করতে হবে। ৭২ ঘন্টার মধ্যে আপনার আইডি অনুমোদন হয়ে যাবে। Sonali Bank e wallet । সোনালী ব্যাংক ই ওয়ালেট দিয়ে কি কি করা যায়?

অ্যাপ রেজিস্ট্রেশনের সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে

১। ব্যাংক হিসাবের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।

২। এনআইডি অবশ্যই সর্বশেষ ব্যাংকে প্রদত্তটির নম্বর দিতে হবে।

৩। পাসওয়ার্ড মনে রাখার মত দিবেন।

অ্যাপ সংগ্রহ করুন এখনই App Download Link from Google Play Store. Download Now

সোনালী ব্যাংক ই ওয়ালেট ২০২৫ । যে কারণে আপনি ই ওয়ালেট ব্যবহার করবেন

  1. ব্যালেন্স চেক– নিজ একাউন্টের ব্যালেন্স চেক করা এবং ব্যাংক স্ট্যাটমেন্ট চেক করা।
  2. ফান্ড ট্রান্সফার- যে কোন ব্যাংকের একাউন্টে টাকা প্রেরণ।
  3. এড মানি- একাউন্ট হতে ওয়ালেট এ টাকা আনা।
  4. সেন্ড মানি- ওয়ালেট হতে ওয়ালেট এ টাকা প্রেরণ, ওয়ালেট হতে একাউন্ট এ টাকা প্রেরণ, একাউন্ট হতে অন্য একাউন্ট এ টাকা প্রেরণ।
  5. ডিপিএস/ঋণের কিস্তি প্রদান-ব্যাংক স্টেটমেন্ট ক্রেডিট কার্ডের বিল, পেমেন্ট মােবাইল রিচার্জ ও বিবিধ ডিজিটাল সেবা।
  6. ডিপিএস এবং এফডিআর একাউন্ট খোলা- অনলাইনেই এখন মিলিওনিয়ার স্কিম সহ অন্য স্কিমগুলো খোলা যায় এবং এফডিআর করা যায় টাকা।

অ্যাপ ব্যবহারে যে কোন সমস্যার জন্য যোগাযোগ করুন। অ্যাপ অনুমোদন বা পাসওয়ার্ড ভুলে যাওয়া বা যে কোন সমস্যার জন্য নিচের ইমেইল আইডি বা মোবাইল নম্বরে যোগাযোগ করুন। সোনালী ই ওয়ালেট ২০২৩ । প্রবাসীরা বিদেশে বসেই ব্যাংকিং লেনদেন করতে পারবেন

Sonali eWallet এর সাপোর্ট সার্ভিস প্রাপ্তিতে Contact Point

Contact Number01906000000=>4=>4
Email Addresssblewallet@sonalibank.com.bd

https://technicalalamin.com/beftn-to-wrong-bank-account-by-mistake-%e0%a5%a4-%e0%a6%87-%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0/

11 thoughts on “Sonali e wallet অ্যাপে রেজিস্ট্রেশন পদ্ধতি ২০২৫ । সোনালী ই ওয়ালেট দিয়ে কি কি করা যায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *