উপজেলা নির্বাহী অফিসারের ক্ষমতা বৃদ্ধি ২০২৪ । উপজেলা চেয়ারম্যানের বাজেট ব্যয় করতে পারবেন?
গত ১৪.০৮.২০২৪ থেকে যে সকল উপজেলার চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান পরিষদে অনুপস্থিত থাকবে সে সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মহোদয়গণ পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেয়া হয়েছে-চেয়ারম্যানের অনুপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার ২০২৪
চেয়ারম্যানের দায়িত্বও নির্বাহী অফিসারের? হ্যাঁ। নতুন সরকার আসায় জনপ্রতিনিধি অনুপস্থিত থাকছেন তাই সরকার ভিন্ন সিদ্ধান্তে উপনীত হয়েছেন। যেহেতু সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির কারণে বিভিন্ন উপজেলা পরিষদসমূহে অনেক চেয়ারম্যান ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং যোগাযোগ করেও তাদের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না মর্মে সংশ্লিষ্ট উপজেলা পরিষদসমূহ সূত্রে জানা যায়।
এমন সিদ্ধান্ত কেন? যেহেতু উপজেলা পরিষদের অনেক প্যানেল চেয়ারম্যানগণও কর্মস্থলে ধারাবাহিকভাবে অনুপস্থিত রয়েছেন এবং তাদের সাথে। যোগাযোগ করেও উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না মর্মে সংশ্লিষ্ট উপজেলা পরিষদ সূত্রে জানা যায় এবং যেহেতু এ পরিপ্রেক্ষিতে উপজেলা পরিষদসমূহের অনেক ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং জনসেবা বিঘ্নিত হচ্ছে।
বাজেট হতে খরচও করতে পারবেন? হ্যাঁ। সেহেতু যে সকল উপজেলা পরিষদসমূহে এরূপ পরিস্থিতি উদ্ভূত হয়েছে, সে সকল উপজেলা পরিষদসমূহের সব ধরনের জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখার নির্মিত প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারগণকে পুনরাদেশ না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ আজ ১৪ আগস্ট ২০২৪ তারিখ হতে কার্যকর হবে।
উপজেলা চেয়ারম্যানগণ পালায়ন করা এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার ফলে উপজেলা নির্বাহী অফিসার দায়িত্ব পালন করে কার্যক্রম সচল রাখবে
উপজেলা চেয়ারম্যান হলেন বাংলাদেশের উপজেলা পরিষদের প্রধান নির্বাহী। পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনা করেন। পরিষদের সকল সভায় সভাপতিহ্ব করিবেন এবং উহাতে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।
Caption: Order about upazilla Chairman Works
উপজেলা পরিষদের কার্যাবলী ২০২৪। একজন উপজেলা চেয়ারম্যান কি কি কাজ সম্পন্ন করে থাকেন?
- পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনা করিবেন;
- পরিষদের সকল সভায় সভাপতিহ্ব করিবেন এবং উহাতে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবেন;
- পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের তত্বাবধান করিবেন;
- পরিষদে ন্যাস্তকৃত বা প্রেষণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারী ব্যাতীত , পরিষদের কর্মকর্তা- কর্মচারী নিয়োগ ও তাহাদের বিরুদ্ধে, প্রয়োজনে ,শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন;
- পরিষদের বিভিন্ন কার্যাবলী সংক্রান্ত প্রস্তাব এবং প্রকল্প ,পরিষদের পক্ষে, প্রস্তুত করিবার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করিবেন;
- ধারা ৩ এর অধীন ঘোষিত উপজেলা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি সংরক্ষন করিবেন;
- ধারা ৩০ এর বিধান সাপেক্ষে পরিষদেরনামে সম্পাদিত সকল চুক্তি স্বাক্ষর করিবেন এবং একই ধারার উপ-ধারা (২) এবং(৩) এর বিধান অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবেন;
- ধারা ৪৪ এবং চতুর্থ তফসিল এর ক্রমিক ৬ এর বিধান সাপেক্ষে পরিষদের আওতাধীন বিভিন্ন ব্যাবসা, বৃত্তি ও পেশার উপর পরিষদ কতৃক প্রদেয় লাইসেন্স ওপারমিট ইস্যু করিবেন;
- ধারা ৫৯ এবং পঞ্চম তফসিল এর বিধান সাপেক্ষে এই আইনের অধীন অপরাধ সংক্রান্ত কোন অভিযোগ প্রত্যাহার বা অভিযুক্ত ব্যাক্তির সহিত আপোষ নিষ্পত্তির লক্ষ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিবেন;
- ধারা ৬৫ এর বিধান সাপেক্ষে সরকার কতৃক , সময় সময় , অর্পিত বা সকল বা যে কোন কার্য সম্পাদন করিবেন;
- ধারা ৬৬ এর বিধান বাস্তবায়নের লক্ষ্যে পরিষদের পক্ষে মামলা দায়ের ও পরিচালনা করিবার লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবেন;
- আইনের দ্বিতীয় তফসিলে নির্ধারিত পরিষদের কার্যাবলী বাস্তবায়ন, বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন কার্যাদির অগ্রগতি পর্যালোচনা এবং ভাইস চেয়ারম্যানের উপর ন্যস্তকৃত দায়িত্ব তদারকি ও মনিটর করিবেন;
- এই আইনের অধীন তাঁহার উপর অর্পিত সকল বা যে কোন দায়িত্ব পালন করিবেন।
উপজেলা নির্বাহী অফিসারের কাজ কি?
উপজেলা নির্বাহী অফিসার হলেন উপজেলার মুখ্য কার্যনির্বাহী কর্মকর্তা, উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় সরকারের অন্যতম প্রতিনিধি এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস প্রশাসন ক্যাডার) এর একজন সদস্য। এটি বাংলাদেশ সিভিল সার্ভিসের ৬ষ্ঠ গ্রেডের একটি পদ। সাধারণভাবে উপজেলা নির্বাহী অফিসার বাংলাদেশের পদমর্যাদা ক্রম অনুসারে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার একটি পদ। উপজেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করা এবং উপজেলা পরিষদের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়নে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সহায়তা দান করেন। সমন্বিত উপজেলা উন্নয়ন পরিকল্পনাসহ উপজেলা পর্যায়ে সকল উন্নয়ন কর্মকাণ্ড তত্ত্বাবধানে চেয়ারম্যানকে সাহায্য করেন। ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারার অধীনে ক্ষমতা প্রয়োগ এবং সার্বিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন। প্রাকৃতিক দুর্যোগের পর জরুরি ত্রাণতৎপরতায় অংশগ্রহণ রাজস্ব ও বাজেট তত্ত্বাবধান করেন । উপজেলাতে সকল সরকারি নির্দেশাবলির অনুসরণ নিশ্চিতকরণ করেন। উপজেলা পর্যায়ে সকল প্রশিক্ষণ কর্মকাণ্ড সমন্বয়। তার অধীনস্থ কর্মকর্তা ও কর্মচারীদের বেতন গ্রহণ ও বণ্টন করেন। অধীনস্থ কর্মকর্তা ও কর্মচারীদের কার্যাদি তত্ত্বাবধান করেন। প্রটোকল সম্পর্কিত দায়িত্ব পালন করেন। সরকার অথবা উপজেলা পরিষদ চেয়ারম্যান কর্তৃক তার উপর ন্যস্ত অন্যান্য দায়িত্ব সম্পাদন করেন।