ইভ্যালি সাইক্লোন অফার ২০২১

ইভ্যালি সাইক্লোন অফার ২০২১

ইভ্যালি বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ই-কমার্স ওয়েব সাইট। আমি নিজেও ইভ্যালির একজন গ্রাহক। এই আর্টিকেল লেখা পর্যন্ত আমি ইভ্যালি থেকে প্রায় ৬৫টি প্রডাক্ট রিসিভ করেছি যা মধ্যে রয়েছে টিভি, ফ্রিজ, স্মার্ট ফোন এবং মোটর বাইক। হ্যাঁ প্রতিটি প্রডাক্ট আমি ইভ্যালি সাইক্লোন থেকেই কিনেছি। কিছু প্রডাক্ট রয়েছে যা ইভ্যালি ফ্লাশ আওয়ার থেকেও কেনা। আজ আমি ইভ্যালি নিয়ে আমার প্রকৃত অভিজ্ঞতা শেয়ার করবো এবং ইভ্যালি সাইক্লোন অফার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

ইভ্যালি সাইক্লোন অফার

ইভ্যালি বর্তমানে বিভিন্ন অফারের মাধ্যমে পন্য বিক্রি করে থাকে। এই ই-কমার্স সাইটে রেগুলার প্রাইজেও প্রডাক্ট ক্রয় করা যায়। তবে আপনি যদি ইভ্যালি সাইক্লোন অফারের মাধ্যমে পন্য ক্রয় করেন তবে আপনি প্রতিটি পন্যে ৩০-৭০% পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। প্রডাক্ট ৪৫ দিনের মধ্যে ডেলিভারির কথা থাকলেও কোন কোন প্রডাক্টের ক্ষেত্রে ৯০-১২০ দিনও লেগে যায়। টিভি, ফ্রিজ ও মোটর বাইকে ৬০ দিনের নিচে কোন প্রডাক্টই পাইনি আমি। অন্যান্য পন্য ১৫-৬০ দিনের মধ্যেই পাওয়া যায়। কিছু কিছু পন্য অর্ডার করার ১৫-২০ দিনের মধ্যেই পাওয়া যায়। ইভ্যালি সাইক্লোন অফারের প্রডাক্ট কিনতে হলে আপনাকে সম্পূর্ণ অর্থ প্রডাক্ট অর্ডার করার পরই পেমেন্ট করতে হবে। প্রডাক্ট এর পেমেন্ট না করলে কনফার্ম হবে না। তবে ক্যাশঅন ডেলিভারীতেও কিছু পন্য পাওয়া যায়।

ইভ্যালি সাইক্লোন কবে হয়?

ইভ্যালি সাইক্লোন পূর্বে ১ মাসে দু একবার হলেও। বর্তমানে প্রতি শুক্রবার রাত ১০ টায় অনলাইনে আঘাত হানে। যদিও রাত ১০ টায় শুরু হওয়া নির্ধারিত থাকে তবুও রাত ৯.৩০ ঘটিকায়ই শুরু হয়ে যায় ইভ্যালি সাইক্লোন অফার। অর্ধেক মূল্যে বিভিন্ন পন্য অনলাইন থেকে কিনতে হলে আপনাকে অবশ্যই ইভ্যালি হতে কিনতে হবে। বিদেশী বিভিন্ন অনলাইন প্লাটফর্মের মধ্যে অ্যামাজন এবং আলীবাবা অন্যতম। অ্যামাজন, আলিবাবা এবং ফ্লীপকার্ড হতে ইভ্যালির মতই কম মূল্যে বা অর্ধেক ডিসকাউন্টে পন্য ক্রয় করা যায়। তাই ইভ্যালি সাইক্লোন থেকে কোন পন্য কিনতে রাত ১০ টায় আপনার মোবাইলের Evaly App ডাউনলোড করে Campaign এ চোখ রাখতে হবে। মোবাইল ছাড়াও কম্পিউটার হতেও আপনি ইভ্যালি’র ওয়েব সাইট ভিজিট করে সাইক্লোন অফার গ্রহণ করতে পারেন। ডেক্সটপ বা ল্যাপটপ হতে আপনি শুক্রবার রাত ১০ টায় ইভ্যালি সাইক্লোন অফার পেতে চান হতে এই লিংকটি ভিজিট করুন Evaly.com.bd/campaign.

ইভ্যালি সাইক্লোন এ কিভাবে অর্ডার করে?

আপনি ইভ্যালি সাইক্লোনে অংশ গ্রহণ করলে দেখাবেন পন্যের রেগুলার দাম এবং ডিসকাউন্ট প্রাইজ দুটোই শো করে। আপনি Buy Now দিতে ক্লিক করে Order ক্লিক করলেই পন্য অর্ডার হয়ে যাবে। অনেকেই Add to Cart করে মনে করেন যে, মনে হয় অর্ডার করা হয়ে গেছে। কিন্তু Add to cart কার্ড করলে অর্ডার প্লেস হয় না। আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে এবং অ্যাপ হতে অর্ডার এ ঢুকে দেখবেন যে সেটি পেন্ডিং অবস্থায় আছে। যদি অর্ডারে গিয়ে Pending অবস্থায় না পান তবে বুঝবেন যে অর্ডার সম্পন্ন হয় নি। Pending দেখায় ঐ পর্যন্ত যে পর্যন্ত আপনি পেমেন্ট করবেন না, পেমেন্ট করার পর Pending এর স্থালে Processing লেখা আসবে এবং পেন্ডিং হতে Processing এ চলে যাবে।

ইভ্যালি সাইক্লোন প্রডাক্ট কিভাবে পেমেন্ট করে?

ইভ্যালিতে সব ধরনের পেমেন্ট গেটওয়ে রয়েছে। আপনি বিকাশ, নগদ বা যে কোন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। Mobile Banking, Visa Card, Master Card ব্যবহার করে আপনি পেমেন্ট করতে পারেন। চাইলে আপনি ব্যাংক ডিপোজিটের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন। ইভ্যালিতে পেমেন্ট করা খুব সহজ। আপনার অর্ডার করা প্রডাক্ট দেখতে Order এ ঢুকুন এবং প্রডাক্ট এ ক্লিক করতে Make Payment এ ক্লিক করে গেইটওয়ে সিলেক্ট করে ধাপগুলো অনুসরণ করে পেমেন্ট করে ফেলুন।

ইভ্যালি সাইক্লোন অর্ডার কত দিনে পেমেন্ট করা যায়?

পন্য অর্ডার করার পর আপনাকে ৭ দিনের মধ্যে পেমেন্ট করতে হবে। ৭ দিনের মধ্যে পেমেন্ট না করলে অর্ডারটি Cancel হয়ে যাবে। অর্ডার ক্যানসেল হয়ে গেলে আর পেমেন্ট করার সুযোগ নেই। তবে Partial পেমেন্ট করে রাখতে বাকী পেমেন্টের জন্য আরও তিন দিন সময় পাবেন। অর্থাৎ কোন প্রডাক্টের মোট মূল্যে আংশিক বা ১ টাকাও যদি পেমেন্ট করে রাখেন তবে আপনি বাকী টাকা ১০ দিনের মধ্যে পেমেন্ট করতে পারবেন। এক সাইক্লোন থেকে অন্য সাইক্লোন শুরু আগ পর্যন্ত Pending অর্ডার গুলোর পেমেন্ট করা যায়।

বি:দ্র: আমি ইভ্যালি কর্তৃপক্ষের কেউ নই। ইভ্যালি হতে পন্য অর্ডার করে যদি কেউ প্রতারণার স্বীকার হন তবে পোস্ট কারী দায়ী নয়। আমি এই পোস্টের মাধ্যমে কোনভাবে ইভ্যালি হতে পন্য ক্রয়ে উৎসাহ দিচ্ছি না। যদি আপনি কোন পন্য ইভ্যালি সাইক্লোন হতে অর্ডার করেন তবে তার পুরো দায়িত্ব আপনার উপরই বর্তাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *