উৎসে আয়কর হার ২০২৩ । বিল পরিশোধে কত টাকা পর্যন্ত আয়কর ৫% কাটতে হয়?

উৎসে আয়কর হার ২০২৩ । বিল পরিশোধে কত টাকা পর্যন্ত আয়কর ৫% কাটতে হয়?

উৎসে কর্তিত আয়কর ঠিকাদারী প্রতিষ্ঠান পরিশোধিত কর হিসেবে রিটার্নে দেখাতে পারে এবং উপযুক্ত কর্তৃপক্ষ ছাড়া উৎসে আয়কর কর্তন করতে পারবে না – উৎসে আয়কর হার ২০২৩

ব্যক্তি আয়করের সীমা কত? – আয়ের প্রথম সাড়ে ৩ লাখ টাকার ওপর কোনো কর দিতে হবে না। পরবর্তী ১ লাখ টাকার ওপর ৫ শতাংশ, পরবর্তী ৩ লাখ টাকায় ১০ শতাংশ, পরবর্তী ৪ লাখ টাকায় ১৫ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকার ওপর ২০ শতাংশ ও বাকি আয়ের ওপর ২৫ শতাংশ আয়কর দিতে হবে।

সকল ক্ষেত্রে কি আয়কর ৩% কাটতে হয়? না। ঠিকাদার, ইত্যাদির পরিশোধের বিপরীতে উৎসে আয়কর কর্তনের দফা (খ) এর সাপেক্ষে, ধারা ৮৯ এর অধীন আয়কর কর্তন করে বিল পরিশোধ করতে হয়। যেইক্ষেত্রে ভিত্তি মূল্যের পরিমাণ ৫০ লক্ষ টাকার অধিক নহে ৩% উৎসে কর কর্তন করিতে হইবে। যেইক্ষেত্রে ৫০ লক্ষ টাকার অধিক কিন্তু ২ কোটি টাকার অধিক নহে সেই ক্ষেত্রে ৫% কর কাটিতে হইবে। যে ক্ষেত্রে ২ কোটি টাকার বেশি ৭% উৎসে কর কাটিতে হইবে।

তবে শর্ত থাকে যে, সিগারেট, বিড়ি জর্দা, তামাক পাতা গুলসহ যে কোন ধরনের তামাকজাত পন্য সরবরাহের ক্ষেত্রে উৎসে কর ১০% কর্তন করিতে হইবে। এছাড়াও পেট্রোলিয়াম তেল এবং লুব্রিকেন্ট বিপণনে নিযুক্ত তেল বিপণন কোম্পানি কর্তৃক তেল সরবরাহের ক্ষেত্রে ০.৬% আয়কর কর্তন করিতে হইবে।

উৎসে আয়কর কর্তনের হার ২০২৩-২০২৪ । উৎসে আয়কর কর্তনের তালিকা

বাজেট ২০২৩-২০২৪ : করমুক্ত আয়সীমা বেড়ে সাড়ে ৩ লাখ (পুরুষ)

উৎসে আয়কর হার ২০২৩ । বিল পরিশোধে কত টাকা পর্যন্ত আয়কর ৫% কাটতে হয়?

উৎসে কর বিধিমালা ২০২৩ pdf ডাউনলোড

উৎসে আয়কর হার ২০২৩ । বিল পরিশোধে কত টাকা পর্যন্ত আয়কর ৫% কাটতে হয়?

  • প্রশ্ন: ১৫ লক্ষ টাকা পর্যন্ত ২% ছিল এটি কি বৃদ্ধি করা হয়েছে?
  • উত্তর: জি। এখন ০- ৫০ লক্ষ টাকা পর্যন্ত ৩% করা হয়েছে।
  • প্রশ্ন: ৫০ লক্ষ টাকা থেকে ১ কোটি পর্যন্ত পর্যন্ত ৩% ছিল এটি কি বৃদ্ধি করা হয়েছে?
  • উত্তর: জি। এখন ৫০ লক্ষ- ১ কোটি টাকা পর্যন্ত ৫% করা হয়েছে।

নির্ধারিত সময়ে আয়কর রিটার্ন জমা না দিলে কী ধরণের ব্যবস্থা গৃহীত হবে?

নির্ধারিত সময়ে আয়কর রিটার্ন দাখিল না করিলে, সংশ্লিষ্ট করদাতাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়ার লক্ষ্যে আবশ্যিকভাবে ধারা-১৩০ মোতাবেক নোটিশ প্রদান সাপেক্ষে খেলাপী করদাতার সর্বশেষ আরোপিত আয়করের ১০% অথবা কমপক্ষে ১,০০০.০০ টাকা ও পরবর্তী প্রতি খেলাপী দিবসের জন্য ৫০.০০ টাকা, এ দু’টি মধ্যে যেটি বেশী, উপ-কর কমিশনার কর্তৃক তাহা জরিমানা আরোপ করিতে পারিবেন। শর্ত থাকে যে- (১) উপ ধারা-124(1) অনুযায়ী কোন নতুন ব্যক্তি-করদাতা, যাহার আয়ের উপর ইতোপূর্বে কখনো করারোপিত হয় নাই, তাঁহার ক্ষেত্রে আরোপযোগ্য মোট জরিমানা পরিমান ৫,০০০/- টকার বেশি হইবে না। (২) উপ ধারা -124(1) অনুযায়ী কোন নতুন ব্যক্তি-করদাতা, যাহার আয়ের উপর ইতোপূর্বে করারোপিত হইয়াছে এমন কোন পুরোনো ব্যক্তি-করদাতার ক্ষেত্রে এইরূপ জরিমানার পরিমাণ তাঁহার সর্বশেষ নিরূপিত আয়ের উপর ধার্যকৃত করের ৫০% বা ১,০০০/- টাকা, দু’টির মধ্যে যেটি বেশি, তাহা জরিমানার আরোপযোগ্য হইবে

উৎসে আয়কর কর্তনের হার ২০২৩-২৪ । ৩% উৎসে আয়কর কর্তন পরিপত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *