এলপিসি গ্রহণ ও প্রেরণ পদ্ধতি

ibas++ : LPC প্রেরণ ও গ্রহণ সংক্রান্ত নির্দেশনা।

iBAS” সফটওয়্যারের মাধ্যমে LPC প্রেরণ ও গ্রহণ কার্যক্রম অনলাইনে সম্পাদন করা হচ্ছে। একই সাথে এসে সীলযুক্ত LPC এর Hard Copy প্রেরণের ব্যবস্থা চালু আছে। কোনাে কোনাে ক্ষেত্রে অনলাইনে LPC প্রেরণ এবং Hard Copy প্রেরণের সময় উল্লেখযােগ্য সময়ের ব্যবধান লক্ষ্য করা যায় এবং এতে করে কর্মকর্তা/কর্মচারীদের বদলীকুত কর্মস্থলে বেতন/ভাতা প্রাপ্যতার ক্ষেত্রে বিলম্ব হয়। LPC প্রেরণ ও প্রহণ কার্যক্রমকে আরও গতিশীল এবং উক্ত কার্যক্রমকে সেবাগ্রহীতাদের জন্য।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়

হিসাব ভবন

সেগুনবাগিচা, ঢাকা-১০০০

www.cga.gov.bd

নং: ০৭.০৩.০০০০.০০৩.০৪,৩২৮(খন্ড-৫).১৮ — ৪৬৬; তারিখঃ ২১/১১/২০১৯খ্রিঃ

পরিপত্র

বিষয়ঃ LPC প্রেরণ ও গ্রহণ সংক্রান্ত নির্দেশনা।

উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, iBAS” সফটওয়্যারের মাধ্যমে LPC প্রেরণ ও গ্রহণ কার্যক্রম অনলাইনে সম্পাদন করা হচ্ছে। একই সাথে এসে সীলযুক্ত LPC এর Hard Copy প্রেরণের ব্যবস্থা চালু আছে। কোনাে কোনাে ক্ষেত্রে অনলাইনে LPC প্রেরণ এবং Hard Copy প্রেরণের সময় উল্লেখযােগ্য সময়ের ব্যবধান লক্ষ্য করা যায় এবং এতে করে কর্মকর্তা/কর্মচারীদের বদলীকুত কর্মস্থলে বেতন/ভাতা প্রাপ্যতার ক্ষেত্রে বিলম্ব হয়। LPC প্রেরণ ও প্রহণ কার্যক্রমকে আরও গতিশীল এবং উক্ত কার্যক্রমকে সেবাগ্রহীতাদের জন্য। আরও ফলপ্রস করার লক্ষ্যে LPC প্রেরণের জন্য নিম্নোক্ত প্রক্রিয়া অবলম্বন করতে হবেঃ

ধাপ-১: LPC প্রেরণের সময় LPC এর হার্ড কপি তৈরী করতে হবে।

ধাপ-২: হার্ড কপি LPC স্ক্যান করে iBAS++ এ © LPC Approval” অপশন এর ড্রপ ডাউন তালিকা হতে এলপিসি ইস্যু মেনুতে স্ক্যানকৃত LPc আপলােড করতে হবে।

ধাপ-৩: বদলি আদেশ আপলােভ করতে হবে।

ধাপ-৪: আইবাস” সিস্টেমে বদলীকৃত কর্মস্থলে অনলাইনে এলপিসি প্রেরণ করতে হবে।

ধাপ-৫: আইবাস সিস্টেমে এলপিসি প্রেরণের পর একটি সিস্টেম জেনারেট ট্র্যাকিং নম্বর জেনারেট হবে (নমুনা ট্র্যাকিং নং-৩৯০০-৫৭)।

ধাপ-৬: ট্র্যাকিং নম্বরটি হার্ড কপির উপরে লাল কালিতে লিখে এম্বােস হার্ডকপি বদলিকৃত অফিসে প্রেরণ করতে হবে।

উল্লেখ যে, LPc ইস্যুর সাথে সাথে সংশ্লিষ্ট ব্যক্তির নিজ মােবাইলে একটি SMS প্রেরণের অপশন চালু করা হয়েছে। SMS টির নমুনা নিম্নরূপঃ ” আপনার LPC টি সিএও/শিক্ষা মন্ত্রণালয় হতে ডিসিএ/রাজশাহীতে প্রেরণ করা হয়েছে যার ট্র্যাকিং নম্বর- ০৯০০-৫৭”। অনুরুপভাবে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিPay Point) LPC গ্রহণের সাথে সাথে সংশ্লিষ্ট ব্যক্তির মােবাইলে আরও একটি SMS যাবে। SMS টির নমুনা নিম্নরূপঃ “সিএও/শিক্ষা মন্ত্রণালয় হতে আগত আপনার LPC টি ডিসি/রাজশাহী কর্তৃক গৃহীত হয়েছে। আপনি ডিসিএ/রাজশাহীতে আপনার বেতন বিল দাখিল করতে পারেন।

সকল হিসাবরক্ষণ অফিসসমূহকে এলপিসি প্রেরণের বর্ণিত নতুন পদ্ধতি অবিলম্বে অনুসরণের জন্য অনুরােধ করা হলাে।

মোহাম্মদ মমিনুল হক ভূঁইয়া

অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (হিসাব ও পদ্ধতি)

ফোন: ৯৩৬০৮৫৯

Email: [email protected]

ibas++ : LPC প্রেরণ ও গ্রহণ সংক্রান্ত নির্দেশনা (ম্যানুয়াল সংযুক্ত): ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *