সরকারি বরাদ্দ হতে সরাসরি গ্রাহক বা উপকারভোগীদের ব্যাংক হিসাব বা মোবাইল একাউন্টে ভাতা পৌছে যায় – সমাজসেবা অধিদফতর ও ইউপি বিষয়টি নিশ্চিত করে থাকে – প্রতিবন্ধী ব্যক্তির ভাতা ২০২৩
প্রতিবন্ধী ব্যক্তির ভাতা ২০২২ – ২০২২-২০২৩ অর্থবছরে প্রতিবন্ধী ভাতা প্রদান কর্মসূচীর আওতায় অতিরিক্ত ৩,৫৭,০০০ (তিন লক্ষ সাতান্ন হাজার) জনের বরাদ্দ পাওয়া গিয়েছে। সে মােতাবেক ইউনিয়ন/ পৌরসভা/ ওয়ার্ড ভিত্তিক অতিরিক্ত উপকারভােগীর বিভাজন অনুযায়ী যথানিয়মে বিতরণের নির্দেশনা প্রদান করা হয়েছে।
২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে প্রতিবন্ধী ব্যক্তিরা মাসিক ৭৫০ টাকা হারে ভাতা পান। এই ভাতা ১০০ টাকা বাড়িয়ে মাসিক ৮৫০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে প্রতিবন্ধী ভাতার উপকারভোগীর সংখ্যা সাড়ে তিন লাখ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
বর্তমান সরকারের সময় প্রতিবন্ধী ভাতা কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সর্বমহলে গ্রহণযোগ্য করে তোলার লক্ষ্যে বিদ্যমান বাস্তবায়ন নীতিমালা সংশোধন করে যুগোপযোগীকরণ, উপকারভোগী নির্বাচনে স্থানীয় মাননীয় সংসদ সদস্যসহ অন্যান্য জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরণ, ডাটাবেইজ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ভাতা বিতরণ কার্যক্রম সহজিকরণের লক্ষ্যে ২০২২-২০২৩ অর্থবছর হতে জিটুপি পদ্ধতিতে ভাতার অর্থ পরিশোধ করা হচ্ছে।
প্রতিবছরই বরাদ্দকৃত অর্থ ছাড় করা হয় / ২০২২-২৩ অর্থ বছরে উপকারভোগীর ইউনিয়ন বরাদ্দ প্রদান করা হয়েছে
২০২২-২৩ অর্থবছরে বর্ধিত কোটায় প্রতিবন্ধী ভাতার অর্থ G2P পদ্ধতিতে পরিশোধের নিমিত্ত অনলাইনে আবেদন গ্রহণ, উপকারভোগী নির্বাচন ও ভাতা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ
প্রতিবন্ধী ব্যক্তির ভাতা ২০২২ : ডাউনলোড
প্রতিবন্ধী ভাতা প্রাপকের যোগ্যতা ও শর্তাবলী ২০২৩
- সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে;
- প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ অনুযায়ী সমাজসেবা কার্যালয় হতে নিবন্ধন ও পরিচয়পত্র গ্রহণ করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তি যে জেলার স্থায়ী বাসিন্দা সে জেলা হতে নিবন্ধন ও পরিচয়পত্র গ্রহণ করবেন;
- আবেদনকারীকে অবশ্যই প্রতিবন্ধী হতে হবে;
- বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে।
কাদের এ ভাতা প্রদান করা যাবে না?
প্রতিবন্ধী ভাতা প্রাপ্তির অযোগ্যতা- সরকারি কর্মচারী হলে কিংবা সরকারি কর্মচারী হিসেবে পেনশনভোগী হলে প্রাপ্য হবে না। অন্য কোনভাবে নিয়মিত সরকারি অনুদানপ্রাপ্ত হলে প্রাপ্য হবে না। কোন বেসরকারি সংস্থা/সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান হতে নিয়মিতভাবে আর্থিক অনুদানপ্রাপ্ত হলে প্রাপ্য হবে না।
প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন ২০২২ । ১০-৯-২০২২ পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে