হোটেলে কোয়ারেন্টাইন

সৌদি আরব প্রবাসী বাংলাদেশে নিজ খরচে কোয়ারেন্টিনকারী পাবেন ২৫ হাজার টাকা!

সৌদি আরব সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনা অনুযায়ী ২০ মে ২০২১ হতে ৩০ জুন ২০২১ তারিখ পর্যন্ত যে সব সৌদি আরব প্রবাসী বাংলাদেশী কর্মী বাংলাদেশে ছুটি শেষে নিজ খরচে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন পালন করেছেন বা করবেন, তাদেরকে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড হতে কর্মী প্রতি পঁচিশ হাজার টাকা করে ভর্তুকি প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই ভর্তূকি সংশ্লিষ্ট কর্মী বা তার মনোনীত প্রতিনিধির ব্যাংক একাউন্টে প্রেরণ করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

ওয়েব আর্নার্স কল্যান বোর্ড

প্রবাসী কল্যাণ ভবন

৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০

www.wewb.gov.bd

বিজ্ঞপ্তি

মহামারী কোভিড-১৯ বিস্তার রোধকল্পে সৌদি আরব সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনা অনুযায়ী ২০ মে ২০২১ হতে ৩০ জুন ২০২১ তারিখ পর্যন্ত যে সব সৌদি আরব প্রবাসী বাংলাদেশী কর্মী বাংলাদেশে ছুটি শেষে নিজ খরচে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন পালন করেছেন বা করবেন, তাদেরকে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড হতে কর্মী প্রতি পঁচিশ হাজার টাকা করে ভর্তুকি প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই ভর্তূকি সংশ্লিষ্ট কর্মী বা তার মনোনীত প্রতিনিধির ব্যাংক একাউন্টে প্রেরণ করা হবে।

সংশ্লিষ্ট কর্মীগণ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েব সাইট www.probashi.gov.bd অথবা ওয়েব আনার্স কল্যাণ বোর্ডের ওয়েব সাইট www.wewb.gov.bd অথবা জনশক্তি কর্মস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ওয়েব সাইট www.bmet.gov.bd হতে আবেদনপত্র ডাউনলোড করে কিংবা দেশের ০৩টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত প্রবাসী কল্যাণ ডেস্ক হতে সংগ্রহ করে তা পূরণপূর্বক নিম্নলিখিত কাগজপত্রসহ আগামী ৭/০৬/২০২১ তারিখ হতে ফ্লাইটের দিন বর্হিগমনের পূর্বে বিমানবন্দেরে প্রবাসী কল্যাণ ডেস্কে জমা পদ্রান করার জন্য অনুরোধ করা হচ্ছে:

ক) জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কর্তৃ প্রদত্ত স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডের ফটোকপি,

খ) পাসপের্টের প্রথম চার পৃষ্ঠার ফটোকপি,

গ) পাসপোর্টের সাথে সংযুক্ত ভিসার ফটোকপি;

ঘ) টিকেটের ফটোকপি ও

ঙ) হোটেল বুকিংয়ের ডকুমেন্ট এর ফটোকপি;

সৌদি আরব প্রবাসী যেসব কর্মী ইতোমধ্যে সৌদি আরব চলে গিয়েছেন এবং নিজ ব্যয়ে কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন বা করছেন তারা একই নিয়মে সংশ্লিষ্ট আবেদনপত্র পূরণপূর্বক ৩০ জুন, ২০২১ তারিখের মধ্যে সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস, রিয়াদ অথবা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দায় ডাক মারফত জমা প্রদান করবেন।

মো: হামিদুর রহমান

মহাপরিচালক (অতিরিক্ত সচিব)

ফোন: ০২-৪৮৩১৮২০৪

সৌদি আরব প্রবাসী বাংলাদেশে নিজ খরচে কোয়ারেন্টিনকারী পাবেন ২৫ হাজার টাকা: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *