০৪ সেপ্টেম্বর ২০২১ তারিখ শনিবার বিভিন্ন এলাকায় নির্বাচন সংক্রান্ত বিশেষ নির্দেশনা।
একাদশ জাতীয় সংসদের ২৩১ সিলেট-৩এর শুন্য আসনে নির্বাচন অনুষ্ঠান উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন ০৪ সেপ্টেম্বর ২০২১ তারিখ শনিবার সাধারণ ছুটি ব্যতীত নির্বাচনী এলাকাধীন যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে, সেগুলো বন্ধ ঘোষণা করা হলো।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয়
বিধি-৪ শাখা
www.mopa.gov.bd
নম্বর: ০৫.০০.০০০০.১৭৩.০৮.০০২.২১.১৪৯; তারিখ: ১ সেপ্টেম্বর ২০২১
প্রজ্ঞাপন
Allocation of Business Among the different Ministries and divisions (Schedule I of The rules of Business 1996) (Revised up to April 2017) এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ নির্বাচন সচিবালয়ের চাহিদা মোতাবেক একাদশ জাতীয় সংসদের ২৩১ সিলেট-৩এর শুন্য আসনে নির্বাচন অনুষ্ঠান উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন ০৪ সেপ্টেম্বর ২০২১ তারিখ শনিবার সাধারণ ছুটি ব্যতীত নির্বাচনী এলাকাধীন যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে, সেগুলো বন্ধ ঘোষণা করা হলো। তাছাড়া সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন স্বাস্থ্য সেবা ও শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস/সংস্থা/ প্রতিষ্ঠানে কর্মরতদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে
(মো: মশিউর রহমান তালূকদার)
উপসচিব
ফোন: ০২-৯৫১৪৪৯২
০৪ সেপ্টেম্বর ২০২১ তারিখ শনিবার বিভিন্ন এলাকায় নির্বাচন সংক্রান্ত বিশেষ নির্দেশনা: ডাউনলোড