ঘরে বসেই চেক করুন ড্রাইভিং লাইসেন্স: ২০২৫ সালের নতুন লিংক ও পদ্ধতি প্রকাশ
বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ এবং এর বর্তমান অবস্থা (Status) যাচাইয়ের প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। ২০২৫ সালে লাইসেন্সপ্রত্যাশীদের জন্য বিআরটিএ নতুন অনলাইন পোর্টাল এবং মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্যাদি যাচাইয়ের সুযোগ করে দিয়েছে। এখন আর লাইসেন্সের অবস্থা জানতে বিআরটিএ অফিসে সশরীরে যাওয়ার প্রয়োজন নেই।
ড্রাইভিং লাইসেন্স চেক করার নতুন লিংক (২০২৫)
বিআরটিএ তাদের সেবা পোর্টালকে আধুনিকায়ন করেছে। এখন সরাসরি নিচের লিংকের মাধ্যমে লাইসেন্স চেক করা যাচ্ছে:
বিআরটিএ সার্ভিস পোর্টাল (BSP): https://bsp.brta.gov.bd/dl-checker
এই লিংকে গিয়ে আবেদনকারী তার রেফারেন্স নম্বর (Reference Number) অথবা সরাসরি ড্রাইভিং লাইসেন্স নম্বর ব্যবহার করে স্মার্ট কার্ডের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।
মোবাইল অ্যাপের মাধ্যমে যাচাই (BRTA DL Checker)
স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিআরটিএ নিয়ে এসেছে “BRTA DL Checker” নামক অফিসিয়াল অ্যাপ। গুগল প্লে-স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে এনআইডি নম্বর এবং জন্ম তারিখ অথবা রেফারেন্স নম্বর দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই লাইসেন্সের ডিজিটাল কপি দেখা এবং প্রিন্ট করা সম্ভব। ২০২৫ সালের নতুন আপডেটে অ্যাপটিতে কিউআর কোড (QR Code) স্ক্যান করার সুবিধাও যোগ করা হয়েছে।
এসএমএস-এর মাধ্যমে চেক করার নিয়ম
ইন্টারনেট সুবিধা না থাকলেও সাধারণ মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়ে লাইসেন্সের আপডেট জানা যাবে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:
BRTA <space> DL <space> [Reference Number] > এরপর পাঠিয়ে দিতে হবে ২৬৯৬৯ নম্বরে।
ই-ড্রাইভিং লাইসেন্স ও ডিজিটাল সিস্টেম
বিআরটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে লাইসেন্স অনুমোদনের পর গ্রাহকরা তাদের বিএসপি (BSP) অ্যাকাউন্ট থেকে একটি কিউআর কোড সংবলিত ‘ই-ড্রাইভিং লাইসেন্স’ বা সাময়িক অনুমতিপত্র ডাউনলোড করতে পারছেন। এই ই-লাইসেন্সটি প্রিন্ট করে লেমিনেটিং করে নিলেই তা স্মার্ট কার্ড না পাওয়া পর্যন্ত বৈধ চালক হিসেবে গণ্য হবে। ২০২৫ সালে এই ডিজিটাল সিস্টেমের মাধ্যমে কয়েক লাখ স্মার্ট কার্ড বিতরণের কাজ দ্রুতগতিতে চলছে।
সতর্কতা
বিআরটিএ গ্রাহকদের দালাল বা তৃতীয় পক্ষের মাধ্যমে লাইসেন্স চেক না করার পরামর্শ দিয়েছে। সরকারি অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপ ব্যবহার করে নিজের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।

এখন ডাকযোগেও ট্র্যাক করা যাবে ড্রাইভিং লাইসেন্স: বিআরটিএ-র নতুন অ্যাপ আপডেট
আইটি ডেস্ক | ২০ ডিসেম্বর, ২০২৫ স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স বিতরণে স্বচ্ছতা আনতে এবং গ্রাহকদের ভোগান্তি কমাতে “BRTA DL Checker” অ্যাপের নতুন সংস্করণ V3.0.3 অবমুক্ত করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। এই নতুন আপডেটের ফলে এখন থেকে লাইসেন্স ডাকযোগে পাঠানোর পর তার অবস্থান ঘরে বসেই জানা যাবে।
নতুন ভার্সনে যা থাকছে (v3.0.3):
বিআরটিএ জানায়, স্মার্ট কার্ড প্রিন্ট হওয়ার পর যখন তা ডাক অধিদপ্তরের (BPO) কাছে হস্তাস্তর করা হয়, তখন একটি নির্দিষ্ট ট্র্যাকিং আইডি (BPO Tracking ID) জেনারেট হয়। নতুন এই অ্যাপে সেই ট্র্যাকিং আইডি সরাসরি দেখার ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহক জানতে পারবেন তার লাইসেন্সটি বর্তমানে ডাক বিভাগের কোন শাখায় বা কোন অবস্থানে আছে।
কিভাবে ট্রাক করবেন? (ধাপসমূহ):
১. প্রথমে গুগল প্লে-স্টোর থেকে BRTA DL Checker অ্যাপটি আপডেট বা ডাউনলোড করুন। ২. অ্যাপে আপনার লাইসেন্স তথ্য দিয়ে লগ-ইন করার পর নিচের দিকে “BPO Tracking ID” অপশনটি দেখতে পাবেন। ৩. এই আইডির পাশে থাকা ‘Copy’ বাটনে ক্লিক করে আইডিটি কপি করে নিন। ৪. এরপর নিচে থাকা “Please click here for Postal Delivery Status” লিংকে ক্লিক করুন। ৫. বাংলাদেশ পোস্ট অফিসের ট্র্যাকিং পেজ ওপেন হলে কপি করা আইডিটি পেস্ট করে ‘ট্র্যাকিং করুন’ বাটনে চাপ দিলেই আপনার কার্ডের বর্তমান অবস্থান চলে আসবে।
কেন এই উদ্যোগ?
অনেক সময় স্মার্ট কার্ড প্রিন্ট হওয়ার পরও তা গ্রাহকের ঠিকানায় পৌঁছাতে দেরি হয় অথবা কোথায় আটকে আছে তা জানা সম্ভব হয় না। বিআরটিএ এবং ডাক অধিদপ্তরের এই সমন্বিত ডিজিটাল সিস্টেমের ফলে এখন গ্রাহকের কার্ড হারানোর ভয় থাকবে না এবং বিতরণে গতি আসবে।
বিআরটিএ-র বিশেষ অনুরোধ: সঠিক তথ্য এবং বিপিও ট্র্যাকিং সুবিধার জন্য পুরনো অ্যাপ ব্যবহার না করে অতি দ্রুত গুগল প্লে-স্টোর থেকে অফিসিয়াল অ্যাপটি আপডেট করে নিন।
অ্যাপ ডাউনলোড লিংক: BRTA DL Checker – Google Play Store


