নামজারি ও জমাভাগ/জমা একত্রিকরণ তথ্য ও সেবা প্রদান পদ্ধতি। - Technical Alamin

Kazançlı bahis deneyimi arayan herkes için Bettilt doğru seçimdir.

Canlı rulet oyunları, Bettilt bonus kodu stüdyolarında gerçek masalarda oynanır.

Modern tasarımı ve sade yapısıyla Bettilt kolay kullanım sağlar.

Yüksek oranlı maç kuponlarıyla kazanç fırsatı sunan Bettilt giris ilgi odağı.

Canlı destek hizmetiyle kullanıcı sorunlarını hızla çözen bahis siteleri profesyonel bir ekibe sahiptir.

ভূমি সেবা অনলাইন

নামজারি ও জমাভাগ/জমা একত্রিকরণ তথ্য ও সেবা প্রদান পদ্ধতি।

সহকারী কমিশনার (ভূমি) ভূমি মালিকের আবেদন অথবা সাব-রেজিস্ট্রার অফিসের ল্যান্ড ট্রান্সফার (LT) নােটিশ প্রাপ্তির পর সংশ্লিষ্ট রেজিস্টারে এন্ট্রি দিয়ে ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করা হয়। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সরজমিন তদন্ত ও রেকর্ডপত্র যাচাই অন্তে প্রস্তাব/প্রতিবেদন। উপজেলা ভূমি অফিসে প্রেরণ করেন। উক্ত প্রতিবেদন প্রাপ্তির পর বা আবেদন প্রাপ্তির পরই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ করার পাশাপাশি সহকারী কমিশনার (ভূমি) শুনানির তারিখ/দিন ধার্য করে আবেদনকারী/রেকর্ডীয় মালিক এবং স্বার্থসংশ্লিষ্টদের নােটিশ প্রদান করেন। ধার্য তারিখে শুনানি ও কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে নামজারি মঞ্জুর/না-মঞ্জুর করে আদেশ দেওয়া হয়। 

আবেদন মঞ্জুর হলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কর্তৃক প্রস্তুতকৃত ০৫ (পাঁচ) কপি খতিয়ানে স্বাক্ষর অন্তে প্রয়ােজনীয় ফি আদায় সাপেক্ষে আবেদনকারীকে ১ (এক) কপি, মূল নথিতে ১ (এক), মূল খতিয়ান ভলিউমের সঙ্গে ১ (এক) কপি, জেলা রেকর্ড রুমে ১ (এক) কপি। এবং ইউনিয়ন ভূমি অফিসের মূল ভলিউমে ১ (এক) কপি সংরক্ষণের জন্য প্রেরণ করা হয়। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেজিস্টার-২ হালনাগাদ করে প্রতিবেদন দাখিল করার মাধ্যমে নামজারি প্রক্রিয়া সম্পন্ন হয়।

সেবা প্রাপ্তি সময়

১। ব্যাক্তি আবেদনে বা LT নােটিশ প্রাপ্তির পর সর্বোচ্চ ২৮ দিন; 

২। প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য মহানগরীর ক্ষেত্রে ০৯ কার্যদিবস অন্যান্য ক্ষেত্রে ১২ কার্যদিবস। 

৩। বিনিয়ােগবান্ধব রপ্তানিমূখি শিল্প ও বানিজ্যিক প্রতিষ্ঠান (ঢাকা, নারায়নগঞ্জ, গাজিপুর ও চট্টগ্রাম এলাকার ক্ষেত্রে) ০৭ দিন।

প্রয়ােজনীয় ফি 

১। আবেদনের সঙ্গে কোর্ট ফি- ২০ টাকা; 

২। নােটিশ জারি ফি- ৫০ টাকা; এবং

নামজারি জমাভাগজমাএকত্রিকরণ আবেদন মঞ্জুর হবার পর

১। রেকর্ড সংশােধন বা হালকরণ ফি- ১০০০ টাকা; 

২। খতিয়ান ফি (প্রতিকপি)- ১০০ টাকা

সেবা প্রাপ্তির স্থান

১। উপজেলা/রাজস্ব সার্কেল ভূমি অফিস; 

২। ইউনিয়ন ভূমি অফিস।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী 

১। সহকারী কমিশনার (ভূমি); 

২। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা। 

প্রয়ােজনীয় কাগজপত্র- (আবেদনের সঙ্গে) 

১। সর্বশেষ নামজারি ও জমাভাগ/জমা একত্রিকরণের খতিয়ান (প্রযােজ্য ক্ষেত্রে); 

২। সর্বশেষ গেজেটে প্রকাশিত খতিয়ানের কপি; 

৩। ওয়ারিশ সনদপত্র (প্রযােজ্য ক্ষেত্রে) (অনধিক ০৩ মাসের মধ্যে ইস্যুকৃত); 

৪। মূল দলিলের ফটোকপি/সার্টিফাইড কপি; 

৫। সর্বশেষ জরিপের পর থেকে আবেদনকারীর আবেদন পর্যন্ত সময় পর্যন্ত হস্তান্তরের বায়া/পিট দলিল; 

৬। হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিশােধের দাখিলা; 

৭। আদালতের রায়/আদেশ/ডিক্রি থাকলে আদেশ ও আরজির সার্টিফাইড কপি; 

৮। জমির চৌহদ্দিসহ কলমি নক্সা (আবেদনকারির নিজের মতাে); 

৯। আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। 

১০। আবেদনের সঙ্গে আবেদনকারীর সদ্য তােলা এক কপি পাসপাের্ট সাইজের ছবি; 

১১। আবেদনকারীরি পক্ষে মনােনীত কোনাে ব্যাক্তি শুনানীতে থাকতে চাইলে ছবিসহ হলফনামার কপি; 

১২। শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিডা কর্তৃক নির্ধারিত কাগজপত্র।

সেবা প্রাপ্তির শর্তাবলি 

১। নির্ধারিত ফরমে আবেদন করতে হবে; 

২। হালনাগাদ জমির মালিকানার কাগজ ও দখল থাকতে হবে।

সংশ্লিষ্ট আইন ও বিধি 

১। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ 

২। ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল, ১৯৯০ 

৩। ভূমি মন্ত্রণালয়ের ৩০ জুন ২০১৫ তারিখের ৩১.০০.০০০০.০৪২.০৪.০১৯.০৮-৫৯৮ নম্বর পরিপত্র। 

৪। ভূমি মন্ত্রণালয়ের ১১ ফেব্রুয়ারি ২০৯ তারিখের ৩১.০০.০০০০.০৪৬.৬৮.০১৭.১৬.১০৮ নম্বর পরিপত্র। 

৫। ভূমি মন্ত্রণালয়ের ১১ সেপ্টেম্বর ২০১৯ তারিখের ৩১.০০.০০০০.০৪২.৬৮.০০৬.১৯-৭১৪ নম্বর পরিপত্র।

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা

জেলা প্রশাসক | অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।

নামজারি ও জমাভাগ/জমা একত্রিকরণ তথ্য ও সেবা প্রদান পদ্ধতি: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *