Sonali E wallet New Invention of Sonali Bank । সোনালী ই ওয়ালেট ব্যবহারের নিয়ম ২০২৩ - Technical Alamin
ব্যাংকিং নিউজ বাংলাদেশ

Sonali E wallet New Invention of Sonali Bank । সোনালী ই ওয়ালেট ব্যবহারের নিয়ম ২০২৩

সোনালী ব্যাংকে যে ডিপিএস আপনি যত ইন্টারেষ্ট রেইটে খুলেছেন, তা মেয়াদপুর্তী পর্যন্ত বহাল রাখবে. আপনার সাথে ব্যাংক যে চুক্তি করেছিল, তা সবসময় বহাল রাখে এবং রাখবে। পরপর ৩ বার ভুল পাসওয়ার্ড দিলে Sonali eWallet Apps লক হয়ে যায়। এই সমস্যা সমাধানের জন্য, আপনাকে শাখায় যোগাযোগ করতে হবে।

সোনালী ই ওয়ালেট অ্যাপ চালু করলেই ১০০০ টাকা চার্জ কাটে নাকি?

সোনালী ই ওয়ালেট মোবাইলে চালু করে অনুমোদন করিয়ে নিলে কোন চার্জ কাটে না। সোনালী ই ওয়ালেটে ব্যান্সে ১০০০ টাকা কম দেখাচ্ছে তো? এটি নিয়ে চিন্তার কিছু নাই। আপনি যেহেতু ১০০০ টাকা ডিপোজিট রাখতে চান বা না চান হিসাব ক্লোজ না করলে তুলতে পারবেন না তাই ব্যালেন্স ১০০০ টাকা কম দেখাচ্ছে। ১০০০ টাকা কম দেখালেও প্রকৃত ব্যালেন্স অ্যাপে দেখানো ব্যালেন্স থেকে বেশি আছে। যখন আপনার মোবাইলে কোন ট্রানজেকশন ম্যঅসেন আসে তখন দেখে নিবেন যে, ১০০০ টাকা বেশি দেখাচ্ছে। এখান থেকে অ্যাপ ডাউনলোড করুন।

আসুন আজ সোনালী ই ওয়ালেট নিয়ে কিছু তথ্য জেনে নিই

১। Sonali eWallet এর পিন নম্বর যদি ভুলে যান, তবে আরও কয়েকবার ভুল পিন নাম্বার দিলে , তবে লক হয়ে
যাবে। তারপর, শাখায় যোগাযোগ করবেন।

২। Sonali eWallet apps রেজিস্ট্রেশন করার সময়, ৬ ডিজিটের PIN নাম্বার দিবেন। তা না হলে, Invalid PIn কথাটা লেখা আসবে।

৩।Sonali eWallet এ হিসাব নম্বর সংযুক্ত করতে গেলে, বার বার NID wrong দেখালে, আপনাকে NID এর কপি
নিয়ে শাখায় যোগাযোগ করতে হবে।

৪। Sonali Bank এর অনলাইন চার্জ ২৪.০৩.২০২২ পর্যন্ত সম্পুর্ন ফ্রি।

৫। চেকে যে তারিখটা দিয়েছেন, তা ৬ মাস পর্যন্ত বহাল থাকে। তাই, চেকের তারিখ কাটাকাটি করার দরকার নেই। চেক কখনও আগে থাকতে সাইন দিয়ে রাখবেন না।

৬। পার্সোনাল লোন এখন ২০ লক্ষ টাকা. ইন্টারেস্ট রেইট ৯% ।  MICR চেক বই ১০ পাতার জন্য ৪০ টাকা
Non MICR চেক বই ১০ পাতার জন্য ২৫ টাকা কাটবে।

৭।  Sonali eWallet এর Password কখনও google এ Save করবেন না।

৮। আপনার ডিপিএস এর Statement , আপনি বছরে ১ বার ব্যাংক থেকে ফ্রী পাবেন।

মোবাইল পরিবর্তন করলে লগিন হয় না কেন?

মোবাইল পরিবর্তন করলে প্রতিবার আপনাকে ডিভাইস অনুমোদন করিয়ে নিতে হবে। নিরাপত্তার সাথে যখনই আপনি আপনার মোবাইল পরিবর্তন বা নতুন মোবাইল নিবেন তখনই আপনার ব্রাঞ্চে গিয়ে অ্যাপ Approve করে আনতে হবে এবং অত:পর আপনি ব্যবহার করতে পারবেন।

ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় সোনালী ব্যাংকের ,সাথে থাকুন। পোস্ট কার্টেসী: Anjan Khastagir

 

Sonali Bank e wallet । সোনালী ব্যাংক ই ওয়ালেট দিয়ে কি কি করা যায়?

6 thoughts on “Sonali E wallet New Invention of Sonali Bank । সোনালী ই ওয়ালেট ব্যবহারের নিয়ম ২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *