সরকারি লোন ব্যক্তিগত ঋণ, সহজ লোন, ব্যাংক লোন পাওয়ার উপায়, অনলাইন লোন কোনটিকে ব্যক্তিগত ঋণ বলা হয়, অনলাইন লোন, বাংলাদেশ কম সুদে ব্যাংক লোন,

ব্যাংক লোন ২০২৪ । সোনালী ব্যাংক পার্সোনাল লোন গ্রহণের প্রয়োজনীয় কাগজপত্রাদি যা লাগবে

সোনালী ব্যাংক ব্যক্তিগত লোনের কাগজপত্র – Documents for sonali Bank Personal Loan – লোন কাগজপত্র ২০২৪

পার্সোনাল লোনের আবেদন ফরম – পার্সোনাল ঋণ প্রকল্পের আওতায় ঋণের আবেদন ফরম সোনালী ব্যাংকের শাখা হতে সংগ্রহ করতে হবে। যেখানে নাম ঠিকানা, বর্তমান ও স্থায়ী ঠিকানা, চাকুজীবীদের ক্ষেত্রে চাকুরী সংক্রান্ত তথ্যাদি, ব্যবসায়ী ও অন্যান্যদের ক্ষেত্রে পেশার বিবরণ ও মাসিক আয় ইত্যাদি উল্লেখ করতে হয়। সোনালী ব্যাংকের প্রতি আবেদন পত্র

যে কোন ব্যক্তিগত ঋণ গ্রহণের ক্ষেত্রে ক্রয় করতে ইচ্ছুক সাগ্রীর বিবরণ দিতে হয়। যেমন কি জিনিস কিনতে চান তার নাম, ব্র্যান্ড, সাইজ, প্রস্তুতকারী ও মূল্য ইত্যাদি উল্লেখ করতে হয়। আপনার ক্রয়তব্য জিনিসের ক্রয়ে নিজস্ব জমার পরিমান, শতকরা হার ইত্যাদি উল্লেখ করতে হয়।

ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে গ্যারান্টরের তথ্য প্রদান বাধ্যতামূলক। এক্ষেত্রে যিনি গ্যারান্টর হবেন তার বিস্তারিত তথ্য যেমন, নাম , পরিচিতি , ঠিকানা ইত্যাদি উল্লেখ করতে হয় এবং প্রয়োজনীয় প্রমানক উপস্থাপন করতে হয়।

ব্যক্তিগত লোন বা ঋণ গ্রহণের ক্ষেত্রে যে সকল কাগজপত্র লাগে / ঋণ গ্রহনে প্রয়োজনীয় কাগজপত্রাদি ২০২৪

প্রতিটি ডুকমেন্ট আবশ্যিকভাবে জমা দিতে হবে। গ্যারান্টরকে প্রয়োজনে স্বশরীরে উপস্থিত হতে হইবে।

sonali bank personal Loan Documents

Caption: Documents list for Sonali Bank Personal Loan 2024

Sonali Bank Personal Loan Documents Details 2024 । ব্যক্তিগত ঋণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

  1. সোনালী ব্যাংকের নির্ধারিত আবেদন ফরম ও আবেদন পত্র পূরণ করতে হবে।
  2. কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হলে ব্যাংকে বেতন ভাতা হতে কিস্তি গ্রহণের ক্ষমতা অর্পন পত্র পূরণ করতে হবে।
  3. গ্র্যাচুইিটি/ প্রভিডেন্ট ফান্ডের লিয়েন দিতে হবে অঙ্গীকারনামা পূরণ করে।
  4. অন্য কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ করা হয়নি মর্মে ঘোষণাপত্র পূরণ করে দিতে হবে।
  5. জামিনদাতা সম্পর্কিত তথ্যাবলীর ফরম পূরণ করে জমা দিতে হবে। কিস্তি পরিশোধে ব্যর্থ হলে গ্র্যারান্টর তা পরিশোধ করবে মর্মে ফর্মে স্বাক্ষর করতে হবে।
  6. জামিন নামা ঘোষণাপত্র পূরণ করে জাম দিতে হবে এবং এতে কর্তৃপক্ষের স্বাক্ষর নিতে হবে।
  7. লিয়েন মার্ক প্রত্যয়ন পত্র তৈরি করে অফিস প্রধানের স্বাক্ষর গ্রহণ করতে হবে।
  8. বেতন ভাতাদি’র প্রত্যয়ন পত্র জমা দিতে হবে। (কর্তৃপক্ষের স্বাক্ষর সহ)
  9. জাল জালিয়াতি ও বিভাগীয় মামলা নাই মর্মে প্রত্যয়ন পত্র নিতে হবে।

বেতনভূক্ত কর্মচরীর ব্যক্তিগত ঋণ গ্রহণের কোন ডেমো পাওয়া যাবে?

ডেমো ডকুমেন্ট– জি। সোনালী ব্যাংক হতে ব্যক্তিগত লোন বা পার্সোনাল গ্রহণ গ্রহণ করেছেন এমন একটি ডকুমেন্ট ডেমো বা সম্পূর্ণ কাগজপত্রাদির নমুনা যুক্ত করে দেওয়া হলো। এখানে যে সকল ডকুমেন্ট আছে সেগুলো অবশ্যই ব্যাংকে সরবরাহ করতে হবে। নমুনা ডকুমেন্ট বা ডেমো: ডাউনলোড

সোনালী ব্যাংক পার্সোনাল লোন গ্রহণের প্রয়োজনীয় কাগজপত্রাদি ২০২৪ : ডাউনলোড

বি:দ্র: লোন পাওয়ার জন্য কোথায় যোগাযোগ করবেন? নিকটস্থ সোনালী ব্যাংকের ব্রাঞ্চে যোগাযোগ করুন।

বিস্তারিত ভিডিওতে দেখুন

সোনালী ব্যাংক ২০ লক্ষ টাকা ৮ বছর মেয়াদ পার্সোনাল লোন পরিপত্র ২০২২

43 comments

  1. That is really interesting, You are an excessively skilled blogger.
    I have joined your rss feed and sit up for in quest of more of your excellent post.
    Additionally, I have shared your site in my social networks

    1. ইনকাম সোর্স প্রমানক দেখাতে পারলে ঋণ পাবেন। অনুগ্রহ করে ব্যাংকে যোগাযোগ করুন।

  2. আমি শামসুন্নাহার আমি একজন চাকুরিজিবি, মাসে ১৫০০০ হাজার টাকা ইনকাম আমি কি ৩০০০০০ লাখটাকা ঋন নিতে পারবো

    1. আয়ের অর্ধেক কিস্তি ধরে মেয়াদ অনুসারে পাবেন। সোনালী ব্যাংক দিতে পারে।

  3. আমি সরকারি চাকরিজীবী এবং অএ ব্যাংকের হিসাবধারী। আমার স্বামীর ব্যবসার জন্য জরুরী লোন দরকার,আমি কিভাবে 10,00,000/=শোন পাব জানাবেন দয়া করে।

    1. যে টাকা আপনার ব্যাংকি হিসাবে ঢুকে। তার অর্ধেক হারে মাসিক কিস্তি হিসেব করে লোন বরাদ্দ করা হয়। আপনি ব্যাংক যোগাযোগ করুন। আপনি ইনকাম সোর্স পর্যাপ্ত দেখাতে পারলে ১০ লক্ষ টাকা লোন পাবেন।

      1. আমি একজন প্রবাসী আর আমি একটা ব্যবসা করতে চাই
        কিন্তু আমার টাকা শর্ট আমি কি লোন নিতে পারব দয়া করে একটু জানাবেন

  4. আমি ইউসুফ আমার মাসিক ইনাাম ১৮,০০০ টাকা।
    আমি কি ৩,০০০০০টাকা লোন পাবো ৮ বছর মেয়াদি?

      1. আমি বাড়ী দিতে চাই ভাল করে আমি 6,00000 টাকা লোন নীচে চাই আমাকে কি দিবে

        1. হোম লোন নিন। হোম লোনের জন্য বেসরকারি ব্যাংকগুলো ভাল হবে।

  5. আমি বেসরকারি একটা এন.জি.ও তে চাকরি করি। মাসিক বেতন ২৩০০০+। আমি কি সোনালি ব্যাংক হতে কোন লোনের জন্য আবেদন করতে পারবো??

    1. অবশ্যই পারবেন। তবে সোনালী ব্যাংক হিসাবে বেতন ঢুকতে হবে।

  6. I’m a members off bangladesh police total 26000 taka manthy income Ami lone nita chay 10.00000 LK so Home destick narayangonj ami kothay jogajog karbo r ami ki lone ta pabo akto jana Ben R kay den ar vitor pabo

    1. নিকটস্থ Sonali Bank branch এ কথা বলুন। সরকারি কর্মচারীদের জন্য লোন সুবিধা রয়েছে। তারা দ্রুতই মঞ্জুর করে থাকে।

  7. অভিনন্দন জানাই।
    জনাব,
    বিনিত নিবেদন আমি মোঃ সেলিম হাওলাদার (সাইদুর রহমান পিরোজপুর ভাডারিয়া শাখা সোনালী ব্যাংক লিমিটেড মাধ্যমে ২ একর ৪২ শতাংশ সমপত্তি মর্রগেজ দিয়া বিপরিতে লোন নিয়া শাড়িপ্রিনটিং কারখানা পরিচালনা করেছিলাম। আমি উক্ত ব্যাংকের সমস্ত টাকা পরিষোধ করে দিয়াছি। কিন্তু ব্যাংক আমার উক্ত মর্রগেজ প্রপারটির দলিলটি ফেরত দেয় নাই।আমিকি পুন সমরপন দলিল দিয়া আমার সমপত্তি রক্ষার বেবস্থা নিতে বরদিত করিবেন। নচেৎ উক্ত মরগেজ প্রপারটি ভিত্তিতে আমাকে ২০ লক্ষ টাকা লোন দিয়া আমার প্রিনস ইনডাসট্রইজ ( কাপড় ছাপা খানা ) পরিচালনা করিতে পারি ইহার বেবস্থা নিতে হুজুরে মরজি হয়।
    নিবেদক
    মোঃ সেলিম হাওলাদার
    (সাইদুর রহমান )
    মোবাইল 01707206600
    উপজেলা ভান্ডারিয়া জেলা পিরোজপুর।

    1. আপনাকে প্রোপার্টি দলিল অবশ্যই ফেরত দিবে এবং তা না দিলে আপনি আইনি ব্যবস্থা নিবেন।

  8. আমি মুদি দোকানের জন্যে ২ লাখ টাকা লোন নিতে চাই। পাওয়া যাবে কি?

  9. টেক অভার পার্শোনাল লোন ৮ বছর মেয়াদি নেওয়া যাবে কী আমি নিতে চাই।
    পেশায় একজন কলেজ শিক্ষক।

    1. এখন এটি ৫ বছর করা হয়েছে। লোন টেকওভার করা যাবে। অনুগ্রহ করে স্থানীয় সোনালী ব্যাংকে যোগাযোগ করুন।

  10. আমি একটা ব্যবসায়ি আমার একটা পারছোনাল লোন লাগবে তা কিভাবে লোনটা পেতে পারি আমার সব ধরনের ডুগমেন্ট আছে

    1. ব্যবসায়িক লেনদেনগুলো ব্যাংকে করতে হবে। যে কোন ব্যাংক হতে তবেই লোন পাবেন।

  11. আমি একজন ছাএ,,, পড়াশোনা পাশাপাশি একটা চাকরি করছি,,,,বেসরকারী,,, বেতন,,,১৬৫০০ টাকা আমি একটি ১ লাখ টাকা লোন নিতে চাই ২ বছর মেয়াদি ওপর আমি কি লোন টি পাব আবেদন করলে

    1. যদি ব্যাংকে বেতন যায় আপনি যে কোন ব্যাংক হতে লোন পাবেন। ক্যাশে বেতন হলে পাবেন না।

  12. আমি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি করছি। আমি মাসে ২৪ টাকা বেতন পাই। আমি কি লোন নিতে পারবো????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *