নতুন ভোটারগণ আইডি কার্ড কবে পাবেন? এ যারা ভোটার হিসাবে নিবন্ধিত হয়ে NID কার্ড পাচ্ছেন, তাদের ভিতর যাদের জন্মতারিখ ০২-০১-২০০৫ পর্যন্ত, তাদের খসড়া ভোটার তালিকা ২০২৩ সালের ১৫ জানুয়ারি অর্থাৎ গতকাল প্রকাশিত হয়েছে। খসড়া ভোটার তালিকায় নাম আছে এমন কারো কোনো তথ্যে ভুল থাকলে তিনি ২০২৩ সালের জানুয়ারি মাসে বিনা খরচে ফ্রি ফ্রি তার তথ্য সংশোধন করে তার NID কার্ডের তথ্যের ভুল সংশোধন করে নিতে পারবেন। তবে অনলাইন হতে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। খুব তারাতারিই স্মার্ট পাবেন না, চলমান ভোটাদের পূর্বের ভোটারদেরই স্মার্ট কার্ড বিতরণ বাকী রয়েছে। নতুন ভোটার তালিকা হালনাগাদ ২০২২ । আপনার এলাকায় ভোটার হালনাগাদ কবে হবে?

নতুন ভোটার কারা মোবাইলে মেসেজ পাবেন না? ২০২২ সালের হালনাগাদের নিবন্ধিত নতুন যে সব ভোটারগন এখনো NID নম্বর পাননি, তারা যাতে তাদের NID নম্বর দ্রুততম সময়ে পেতে পারে সেজন্য দেশের সকল উপজেলা/থানা নির্বাচন অফিসারগণ একযোগে কাজ শেষ করেছে। ইতোমধ্যে সবার AFIS (ফিংগার প্রিন্ট) যাচাই সম্পন্ন হয়েছে। তাই অনলাইনে আপনার ফরম নং বা এনআইডি নম্বর দিয়ে আপনার জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করে চেক করুন কোন ভুল রয়েছে কিনা।

স্মার্ট কার্ড চেক করার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশন থেকে টাইপ করুন PC < স্পেস>ভোটার স্লিপ নম্বর বা আইডি কার্ড নাম্বার । তারপর পাঠিয়ে দিতে হবে ১০৫ নম্বরে। ফিরতি মেসেজে আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস জানানো হবে

Smart Card Distribution Status Check 2022– স্মার্ট কার্ড এর তথ্য জানতে চাইলে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর এবং জন্ম তারিখ দিন। স্মার্ট কার্ড বিতরনের তারিখ ঘোষণা করার পর আপনি অনলাইন থেকে services.nidw.gov.bd/nid-pub/card-status এই লিংকে প্রবেশ করে আপনার এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দিয়ে ক্যাপচা এন্ট্রি করে খুব সহজেই বক্স আইডি এবং ক্যাম্প আইডি বের করা যাবে।

২০০৮ থেকে ২০১৫ ভোটার হওয়া নাগরিকের স্মার্ট কার্ড বিতরণ হচ্ছে / আপনার নিকটস্থ ইউপিতে আপনিও খোজ রাখুন।

যে সকল নাগরিক ওয়ার্ড ভিত্তিক স্মার্ট এনআইডি কার্ড বিতরণ এর সময় স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহ করতে পারেননি আপনারা নিজ ইউনিয়ন ভিত্তিক বার দেখে নির্দিষ্ট সময়ে উপজেলা নির্বাচন অফিস, বেলাবো, নরসিংদী কার্যালয় থেকে আপনার স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহ করতে পারবেন।

স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহ করতে আপনার পূর্বের প্লাস্টিক আইডি কার্ডটি অবশ্যই সাথে নিয়ে আসতে হবে এবং একজনের কার্ড অন্য কেউ সংগ্রহ করতে পারবেন না।

How to get Smart Card Status from services.nidw.gov.bd/nid-pub/card-status

  1. Just google by nidw.gov.bd
  2. Select from 1st Link: Election Commission Bangladesh
  3. Click Menu Smart Card Status from left side of This website
  4. You will be redirected to https://services.nidw.gov.bd/nid-pub/card-status
  5. Fillup the form: স্মার্ট কার্ড স্ট্যাটাস
  6. Input জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম নম্বর
  7. Input জন্ম তারিখ
  8. Captcha Entry করুন ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান।
  9. সাবমিট বাটনে ক্লিক করুন।
  10. উপরের চিত্রের মত তথ্য দেখতে পাবেন।
  11. CTRL P দিয়ে প্রিন্ট করে নিন।

মোবাইল মেসেজ দিয়ে কি চেক করা যায় কবে স্মার্ট কার্ড পাবো?

হ্যাঁ চেক করা যায়। আপনি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SC লিখে স্পেস দিয়ে NID লিখে স্পেস দিয়ে ১৭ ডিজিটের এনআইডি নম্বর লিখতে হবে। আপনার এনআইডি নম্বর যদি ১৩ ডিজিটের হয়, তাহলে এনআইডি নম্বরের শুরুতে জন্ম সাল যুক্ত করে নিবেন। আপনার টাইপ করা SC 19889319959577777 মেসেজটি ১০৫ নম্বরে যে কোন সিম অপারেটর থেকে পাঠালেই ফিরতি মেসেজে আপনার স্মার্টকার্ড বিতরণের তথ্য পাবেন।

যদি এরকম উত্তর আসে “Your card distribution date is not scheduled yet, please try later” তাহলে বুঝতে হবে আপনার স্মার্টকার্ড বিতরণের তারিখ ও স্থান এখনও নির্ধারিত হয়নি। সুতরাং কিছুদিন পর পর এভাবে ট্রাই করতে থাকুন এবং অপেক্ষা করতে থাকুন।

যারা জাতীয় পরিচয়পত্র পেয়েছেন তারা সংশোধন / ডুপ্লিকেট কপির জন্য আবেদন করতে পারবেন, যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা নতুন নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। যারা ইতিমধ্যে নিবন্ধন করেছেন কিন্তু জাতীয় পরিচয়পত্রের কপি পান নি, তারা অ্যাকাউন্ট রেজিস্টার করে ডাউনলোড অপশন থেকে জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ করতে পারবেন।

https://technicalalamin.com/smart-card-status-checking-system-%E0%A5%A4-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%AF/