এটিএম কার্ড VS চেক বই ২০২৪ । ব্যাংক ATM কার্ড নাকি চেক বই ব্যবহারে সুবিধা বেশি?
এটিএম কার্ড ব্যবহারের বেশ কিছু নিয়ম রয়েছে – অতিরিক্ত সুবিধার জন্য শুধু এটিএম কার্ড নিলেই হবে না – ATM কার্ড ব্যবহারের সুবিধা ২০২৪
ATM Visa Card – এটিএম কার্ড হল সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক নির্ধারিত একটি প্লাস্টিকের কার্ড যাকে ভার্চুয়াল কার্ড বলা যেতে পারে যেটির সাহায্যে এটিএম মেশিন থেকে টাকা তুলা, টাকা জমা করা , অনলাইনে কেনাকাটা বা অনলাইনে মানি টান্সফার করতে পারবেন। Sonali Banking Service । সোনালী ব্যাংক ডেবিট কার্ড চার্জ, ডিপোজিট ও ঋণ সুবিধা ২০২৪
এটিএম কার্ড কিভাবে ব্যবহার করবেন ? প্রথমে এটিএম কার্ড দিয়ে এটিএম মেশিন নিয়ে প্রবেশ করান বা swipe করুন। তারপর আপনারা “Please Select Language” এই অপশনটি দেখতে পাবেন তো আপনার সুবিধামতো ভাষা সিলেক্ট করবেন। তারপর আপনাকে ATM card এর পিন কোড দিতে হবে তো আপনারা সঠিক ভবে এটিএম কার্ডের পিন কোড টি দিয়ে দিবেন। আপনারা যদি তিনবার ভুল পিন কোড দিন তাহলে সেইদিন আপনারা এটিএম কার্ড থেকে টাকা তুলতে পারবেন না। Payoneer টু Bkash রেমিটেন্স আনুন মুহুর্তেই।
সুতরাং আপনারা সঠিকভাবে এটিএম এর পিন কোড টি দিবেন। আপনাদেরকে এটিএম থেকে টাকা তোলার প্রসেস টি দেখাচ্ছি তো সেজন্য আপনারা Withdraw অপশন এ ক্লিক করবেন। তারপর আপনারা “please Aelect Account Type” এই লেখা টি দেখতে পাবেন। তো আপনার ব্যাংক একাউন্ট Savings না Current সেটি সিলেক্ট করবেন (আমাদের বেশির ভাগই সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট)। তারপর আপনারা Enter Amount অর্থাৎ কত টাকা তুলতে চান সেটা টাইপ করবেন তারপর আপনারা Yes বা Correct অপশন দেখতে পাবেন তো আপনার আশে অপশনটিতে ক্লিক করবেন। তারপর যত টাকা টাকা টাইপ করেছেন সেই টাকার এমাউন্ট টি এটিএম থেকে বেরিয়ে আসবে। ATM মেশিন ভেদে পদ্ধতি বা প্রসেসটা কিছুটা ভিন্ন হয়ে থাকে। Sonali Bank Student Savings Account । স্টুডেন্ট সেভিংস একাউন্ট এ ব্যয় অর্ধেক
Visa Card usess / How to use ATM Card in Machine
You have to follow machine language । চেক বই থাকলে খরচ কমে যা এটিএম কার্ডের ক্ষেত্রে সম্ভব নয়। খরচ কমে বলতে আপনার ব্যক্তিগত খরচ কমবে যেমন অনলাইন শপিং বা মন চাইলেই টাকা উত্তোলন করা যাবে না চেক দিয়ে কিন্তু এটিএম দিয়ে সম্ভব। আবার ব্যাংক থেকে চেক দিয়ে টাকা তুলতেও খরচ বাড়ে যদি আপনার ব্যাংকটি দুরবর্তী স্থানে অবস্থিত হয়।
Caption: Uses of ATM Card
ভিসা কার্ড বা এটিএম কার্ড ব্যবহারের সুবিধা কি?
- যে কোন ATM হতে দিন-রাত ২৪ ঘন্টা অর্থ উত্তোলন ও Point of Sale (POS) এর মাধ্যমে কেনাকাটার বিল পরিশােধ করা যায়।
- Dual Currency Credit Card দ্বারা বিদেশে ATM হতে বৈদেশিক মুদ্রা উত্তোলন এবং POS থেকে কেনাকাটার বিল পরিশােধ করা যায়।
- Internet এর মাধ্যমে E-commerce, National Board of Revenue (NBR) 45 Tax, E-Chalan 3 VAT aftcente (e-Payment) করা যায়।
কেন এটিএম কার্ড মেশিনে আটকে যায়?
এটিম কার্ড মেশিনে আটকে যাওয়ার দুটি কারণ হচ্ছে মেশিন যখন কোন নির্দেশনা দেয় সেটি অনুসরণ না করা যেমন- যদি টাকা গ্রহণ করতে বলে এবং আপনি সেটি গ্রহণ করতে দেরি করেন এবং যদি কার্ড বের করে দেয় সেটি গ্রহণ করতে দেরি করেন তবে এটিএম কার্ড আটকে যেতে পারে। এছাড়া মেশিন ল্যানগুয়েজ আপনাকে বুঝে এটিএম কার্ড ব্যবহার করতে হবে। তবে মেশিনের ত্রুটির কারণেও কার্ড আটকে যেতে পারে। Sonali Bank VISA Card এর ব্যবহার ও চার্জ বিষয়ক আলোচনা।
চেক নাকি এটিএম কার্ড ব্যবহার সুবিধাজনক? চেক এবং এটিএম কার্ড, দুটিই আর্থিক লেনদেনের জনপ্রিয় মাধ্যম। কোনটি ব্যবহার করা সুবিধাজনক, তা পরিস্থিতি, ব্যক্তিগত পছন্দ এবং নিরাপত্তা চিন্তার উপর নির্ভর করে। আসুন দুটির পার্থক্য এবং সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করে দেখি:
চেকের সুবিধা: নিরাপত্তা: চেকের জন্য ব্যক্তিগত স্বাক্ষরের প্রয়োজন হয়, যা জালিয়াতি রোধে সহায়ক। চেকের মাধ্যমে লেনদেনের একটি শারীরিক রেকর্ড থাকে, যা পরবর্তীতে পর্যালোচনা করা যায়। বড় পরিমাণের লেনদেনের জন্য চেককে অনেক সময় নিরাপদ বলে মনে করা হয়।
চেকের অসুবিধা: সময়সাপেক্ষ: চেক ক্লিয়ার হতে সময় লাগে। অসুবিধাজনক: চেক বই বহন করা এবং চেক লিখতে সময় লাগে। সীমিত ব্যবহার: সব জায়গায় চেক গ্রহণ করা হয় না।
এটিএম কার্ডের সুবিধা: যেকোনো সময়, যেকোনো জায়গায় টাকা তুলতে এবং লেনদেন করতে পারা যায়।লেনদেন তাৎক্ষণিক হয়। প্রায় সব জায়গায় এটিএম কার্ড গ্রহণ করা হয়।
এটিএম কার্ডের অসুবিধা: কার্ড হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে জালিয়াতির সম্ভাবনা থাকে। একবারে সীমিত পরিমাণ টাকা উত্তোলন করা যায়।
কোনটি ব্যবহার করা উচিত? এটিএম কার্ড বেশি সুবিধাজনক। চেক ব্যবহার করা ভালো। দুটি পদ্ধতি একসাথে ব্যবহার করে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত পদ্ধতি নির্বাচন করতে পারেন। চেক এবং এটিএম কার্ড, দুটিরই নিজস্ব সুবিধা ও অসুবিধা রয়েছে। কোনটি ব্যবহার করা উচিত, তা আপনার ব্যক্তিগত চাহিদা এবং পছন্দের উপর নির্ভর করে। আধুনিক যুগে, এটিএম কার্ড বেশি জনপ্রিয় হলেও, চেকের ব্যবহার এখনও অনেক ক্ষেত্রে প্রচলিত।