ANIMATION COURSE এর প্রশিক্ষণ 2023 । ১০০% ফ্রিতে সরকারি ভাবে এনিমেশন কোর্সটি করা যাবে
এনিমেশনের চাহিদা বিশ্বজুড়ে-অন্যান্য কোর্স হতে একটু জটিল ও সময় সাপেক্ষ হওয়ার কারণে এ ফিল্ডে প্রতিযোগিতা কম – তাই মার্কেটপ্লেসে কাজ পাওয়াও সহজ– ANIMATION COURSE এর প্রশিক্ষণ 2023
ফ্রিতে এনিমেশন কোর্স ২০২৩– ১০০ % সম্পূর্ণ বিনামূল্যে আগামী এপ্রিল থেকে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের আওতায় বেসিস এর তত্ত্বাবধানে ঢাকায় আবারো শুরু হতে যাচ্ছে Skills for Employment Investment Program (SEIP) এর BASIS-SEIP Tranche – 3 প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে তথ্য প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য সংখ্যক দক্ষ জনবল তৈরির লক্ষ্য নিয়ে বেসিস – এসইআইপি প্রকল্পের 2D & 3D ANIMATION COURSE এর প্রশিক্ষণ কার্যক্রম।
অ্যানিমেশন কোর্সের সুবিধা কি কি? ১০০% বিনা মূল্যে কোর্স করার সুযোগ রয়েছে। প্রশিক্ষণ শেষে ভাতা প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে। যোগ্য প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ শেষে চাকুরি প্রদানে সহায়তা করা হবে। নারী, আদিবাসী, দরিদ্র জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিশেষ অগ্রাধিকার।
এনিমেশন কোর্সের বিশ্বজুড়ে চাহিদা রয়েছে। তাছাড়া বিখ্যাত সব মুভিতে বাংলাদেশী অ্যানিমেটরগণ কাজ করছেন। আপনিও ট্রেনিং গ্রহণ করে প্রফেশনার একজন এনিমেটর হয়ে উঠতে পারেন। বাংলাদেশ সহ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হতে অসংখ্যা কাজ পেতে পারেন। এ ফিল্ডে প্রতিযোগিতা কম থাকায় কাজ পাওয়া সহজ হয়।
সরকারি অর্থায়নে ২ডি ও ৩ডি অ্যানিমেশন কোর্স করুন / এপ্রিল/২৩ হতেই কোর্স শুরু হবে
আগ্রহী প্রার্থীরা দ্রুত রেজিস্ট্রেশন করুনঃ https://forms.gle/aZuKxDiqqmHpip9F9
অথবা
https://seip.basis.org.bd/seip/registration/dhaka
Caption: Check details
অ্যানিমেশন কোর্সের টার্মস এন্ড কন্ডিশনস ২০২৩ । কোর্স সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয়
- শুধুমাত্র অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়নরত/অনার্স অথবা ডিপ্লোমা কমপ্লিট প্রার্থীরাই এ কোর্স টি করার সুযোগ পাবেন।
- যারা ইতিপূর্বে এসইআইপি কোর্স করেছেন তারা এই কোর্স করতে পারবেন না।
- এই পোস্টটি শুধুমাত্র ঢাকার জন্য, কোর্সটি করতে হলে আগ্রহী প্রার্থীকে অবশ্যই ঢাকাতে থাকতে হবে (অফলাইন কোর্স) কোর্স করতে হলে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র(NID) থাকতে হবে।
- সপ্তাহে ৫দিন ৪ঘন্টা করে ক্লাস করার সময় থাকতে হবে।
- কোর্সের রেজিস্ট্রেশন, উপরে উল্লেখিত লিংকের মাধ্যেম সম্পুর্নভাবে অনলাইনের নেওয়া হচ্ছে, রেজিষ্ট্রেশন সম্পন্ন করার পরে ৬ সংখ্যার SEID সংরক্ষণ করে রাখুন, কিছু দিনের মধ্যেই আপনাদের সাথে ইমেইল এবং এসএমএস এর মাধ্যমে যোগাযোগ করা হবে।
কোর্স করতে কোথায় যোগাযোগ করতে হবে?
সবাই ভর্তি হতে পারবে না – কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে ইনবক্স করুনঃ https://www.facebook.com/BASIS.SEIP অফিসঃ Dhaka Division: PIU, BASIS_SEIP Project, Tranche-3, BDBL Bhaban (3rd Floor – West), 12 Kawran Bazar, Dhaka -1215. Contact Number: +8809612342486 Ext: 301 (from 9:30am – 5:00 pm) Email address: piu.basis.seip@gmail.com.