আগামীকাল ব্যাংক কি বন্ধ? – ব্যাংক ছুটির তালিকা থেকে মিলিয়ে দেখুন আজ বন্ধ কিনা – ২০২৬ সালের অনুমোদিত স্কুল ছুটির তালিকায় মোট ২৭ দিন ছুটি রাখা হয়েছে। স্কুল কলেজ ছুটির সাথে ব্যাংক ছুটির কোন মিল নেই।

সরকারি ছুটির তালিকা ২০২৬–ঈদ, পূজা, বিভিন্ন দিবস আসলেই সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের চেক করার প্রয়োজন হয় যে, ঠিক কত তারিখে সরকারি ছুটি পড়েছে। সরকারি ছুটির সাথে মিলিয়ে নৈমিত্তিক ছুটি নেয়া হয়। এছাড়াও সাপ্তাহিক ছুটির সাথে মিল করে সিএল বা অর্জিত ছুটিগুলো গ্রহন করা হয়। ঠিক তখনই প্রয়োজন পড়ে এই সরকারি ক্যালেন্ডারের। সরকারি ছুটির তালিকা – উৎসবের আগে সরকারি ছুটিগুলো দেখে নিন– সরকারি ক্যালেন্ডার ২০২৫

সরকারি ক্যালেন্ডার ২০২৬– যদি সরকারি ছুটির ক্যালেন্ডারটি আপনার মোবাইল ফোনের গ্যালারিতে থাকে তবে আপনি খুব সহজেই নৈমিত্তিক বা অর্জিত ছুটি নেয়ার সময় একটু মিলিয়ে দেখে শুনে অফিস ছুটির দরখাস্ত দিতে পারেন। অন্যদিকে যদি আপনার ব্যক্তিগত বা পারিবারিক ছুটির প্রয়োজন হয় তবে আপনি সরকারি ছুটির সাথে মিলিয়ে ছুটি নিতে হলেও ক্যালেন্ডার প্রয়োজন পড়বে। Government holidays Calendar । ছুটির ক্যালেন্ডার ২০২৫

সরকারি ছুটির তালিকা ২০২৬ / সকল সরকারি ছুটিতেই কি ব্যাংক বন্ধ থাকে?

না। যেমন- আখেরি চাহার সোম্বা- নবী কারীম সা: দীর্ঘ অসুস্থতা থাকার পর বুধবার সুস্থ্য হওয়ার কারণে মুসলমানগণ এই দিনটিকে ঈদের মত উদযাপন করে থাকেন কিন্তু আজ ব্যাংক খোলা থাকবে।

Caption: Bank Close day 2025

বাংলাদেশের তফসিলি ব্যাংকের ছুটির তালিকা ২০২৬ । যে সকল দিন দেশে ব্যাংক বন্ধ থাকবে

  • শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
  • শব-ই-বরাত
  • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস
  • স্বাধীনতা ও জাতীয় দিবস
  • জুমাতুল বিদা
  • শব-ই-কদর
  • ঈদ-উল-ফিতর
  • নববর্ষ
  • মে দিবস
  • বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)
  • ঈদ-উল-আযহা
  • ব্যাংক হলিডে
  • আশুরা
  • জাতীয় শোক দিবস
  • জন্মাষ্টমী
  • ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ)
  • দুর্গাপূজা (বিজয়া দশমী)
  • বিজয় দিবস
  • যিশু খ্রিষ্টের জন্মদিন (বড় দিন)
  • ব্যাংক হলিডে

আজ কি ব্যাংক বন্ধ থাকবে?

স্কুল কলেজ বন্ধের সাথে ব্যাংক বন্ধ থাকার কোন সম্পর্ক নেই – ২০২৬ খ্রিষ্টাব্দে বাংলাদেশের সকল সরকারি ও আধা-সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থাসমূহে নিম্নবর্ণিত ছুটি পালন করে থাকে। যে সকল অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যে সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক হিসেবে ঘােষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করে থাকে। ব্যাংক গুলো শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়ম নীতি অনুসরণ করে থাকে।