সরকারি কর্মচারীদের মূল বেতন বের করার নিয়ম ২০২৪ । Basic Salary by Online Pay Fixation পদ্ধতি দেখুন
অনলাইনেই আপনার মূল বেতন চেক করে নিতে পারেন – Check your basic from payfixation – বার্ষিক ইনক্রিমেন্ট চেক করার নিয়ম ২০২৪
মূল বেতন চেক করুন – মূল বেতন মনে নাই থাকতে পারেন। আপনি যে কোন সময় চাইলেই অনলাইনে বেসিক বা মূল বেতন চেক করে নিতে পারেন। পে ফিক্সেশন ওয়েবসাইটে গিয়ে চলমান বেতন বা ইনক্রিমেন্ট কপি চেক করলেই মূল বেতন দেখতে পারবেন। এখনও পর্যন্ত অনলাইনে সার্ভার মেইনটেইন্স চলছে, তাই দু-একদিন পর বার্ষিক বেতন বৃদ্ধি বের করার চেষ্টা করুন।
Go to Pay Fixation > পরবর্তী ধাপ> আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি তে টিক দিতে হবে > পরবর্তী> ইনক্রিমেন্ট > হ্যাঁ> বেসামরিক> NID Number, Verification No. , Capcha Entry> Login> OK > Verification Code> 5352> Validate> ইনক্রিমেন্ট তারিখ সিলেক্ট > Click GO> Increment Sheet> Go bellow to See Basic (মূল বেতন দেখুন)। Pay Fixation 2024
ভেরিফিকেশন নম্বর – সর্বপ্রথম পে ফিক্সেশনেই ভেরিফিকেশন নম্বর প্রদান করা হয় যা হিসাবরক্ষণ অফিস আপনার প্রদত্ত ডাটা ভেরিভাই করে ভেরিফিকেশন নম্বর প্রদান করেন। এটি সাধারণত হাতে লেখা হয়। ভেরিফিকেশন নম্বর হারিয়ে ফেললেও তা আপনি রিকোভার করে ফেলতে পারেন। পে ফিক্সেশন ভেরিফিকেশন নম্বর কোথায় পাওয়া যাবে? ভেরিফিকেশন নম্বর বের করার নিয়ম ২০২৪
মূল বেতন দেখার উপায় । Pay Fixation Verification No । পে ফিক্সেশন ভেরিফিকেশন নম্বর
You can Find your verification No on Your Pay Fixation Sheet. Open your service book and go through pay fixation 2015 sheet which was sent to Accounts office. Pay Fixation Verification Number is issued by hand writing.
Caption: NID Number, Mobile Number and Verification No. প্রয়োজন পড়বে।
Increment check । বার্ষিক বেতন বৃদ্ধির কপি বের করার নিয়ম ২০২৪
- http://www.payfixation.gov.bd
- Next পবরর্তী
- টিক দিন Next পরবর্তী করুন
- ইনক্রিমেন্ট ক্লিক Increment Click
- বেসামরিক Civilian
- পেছনে যান
- NID Number জাতীয় পরিচয়পত্র নম্বর দিন
- Verification Number (এটি ২০১৫ সালে পে ফিক্সেশন ভেরিফিকেশন নম্বর, সার্ভিস বুক বা পূর্ববর্তী ইনক্রিমেন্ট কপিতে আছে)।
- Captch Entry
- Login
- Verification Code (মোবাইলে যাওয়া ওটিপি দিন)
- ওটিপি দিয়ে Validate করুন
- Select Year of increment
- Go Click করলেই সব তথ্য দেখাবে।
- প্রিন্ট আইকনে চাপ দিয়ে প্রিন্ট করুন।
ভেরিফিকেশন নম্বর হারিয়ে গেলে কিভাবে খুজে পাব?
ভেরিফিকেশন নম্বর বের করার নিয়ম – Just Go to Payfixation.gov.bd>Click Next>Accept the terms and conditions by Tick>Click Next>Click Increment>Click Yes>Civilian> Click Forgot VerificationNo?>Type NID>Enter Captcha>Send Verification No>Check your mobile you got your verification what you want>Now Input NID and your Verification from mobile phone>Complete Captcha Entry>Click Login>Check Your mobile and input OTP from mobile Number>Click OK>You are done to get Increment sheet.
ডিডিও আইডি ব্যতীত কিভাবে বেতন সিট দেখব
ডিডিও আইডি ব্যতীত বেতন শীট দেখতে পারবেন না।