সরকারি কর্মচারীদের যানবাহন ঋণ বৈষম্য ২০২৪ । কর্মকর্তাদের জন্য ৩০ লাখ টাকা সুদবিহীন অন্যদিকে কর্মচারীদের ৩৫ হাজার টাকা সুদযুক্ত ঋন

সরকারি কর্মচারীদের যানবাহন ঋণ বৈষম্য ২০২৪ । কর্মকর্তাদের জন্য ৩০ লাখ টাকা সুদবিহীন অন্যদিকে কর্মচারীদের ৩৫ হাজার টাকা সুদযুক্ত ঋন?

সূচীপত্র

সরকারি কর্মচারীদের যানবাহন বা গাড়ি ক্রয়ের জন্য ঋণ প্রদান করা হয়-কর্মকর্তাদের ৩০ লক্ষ টাকা সুদমুক্ত ঋণ অন্যদিকে কর্মচারীদের ৩০ হাজার টাকা মোটর সাইকেল ক্রয়ের জন্য ১১% সুদযুক্ত  ঋণ প্রদান করা হয়-সরকারি কর্মচারীদের যানবাহন ঋণ বৈষম্য ২০২৪

সরকারি কর্মচারীদের মধ্যে দুটি বিভাজন করা হয়েছে? হ্যাঁ। কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য ৩০ লক্ষ এবং বাড়ি করার জন্য ৭৫ লক্ষ টাকা অন্যদিকে কর্মচারীদের গাড়ি (বাইক) কেনার জন্য ৩৫ হাজার টাকা এবং বাড়ি করার জন্য ১৯৮২ সালে জারিকৃত আদেশ অনুসারে ১ লক্ষ ২০ হাজার টাকা ১১% সুদে ঋণ দেয়া হয়। বৈষম্যযুক্ত এমন আদেশ বা সিদ্ধান্ত তারা কিভাবে নেয় তা বোঝা মুশকিল। যদিও ২০-৭৫ লক্ষ টাকার ঋণের ক্ষেত্রে ২/৪ জন কর্মচারীকে ঋণ দেয়া হচ্ছে কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে কর্মচারীগণ আবেদন করে তা পায় না।

সরকারি কর্মচারীদের ঋণ প্রদানের জন্য বরাদ্দ বিতরণ হয়েছে? হ্যাঁ। সরকারি কর্মচারীদের অনুকূলে বিভিন্ন ধরনের ঋণ (যেমন কম্পিউটার, মোটরগাড়ি, মোটরসাইকেল, বাইসাইকেল, গৃহনির্মাণ ইত্যাদি) প্রদানের জন্য প্রতি অর্থবছরেই মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য প্রতিষ্ঠানের অনুকূলে বাজেট বরাদ্দ প্রদান করা হয়, যা সরকারি কর্মচারীদের আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদনপূর্বক প্রদান করা হয়ে থাকে। ঋণ হিসেবে সরকার কর্তৃক প্রদত্ত এ অর্থ প্রকৃতপক্ষে সরকারের আর্থিক সম্পদ (Financial Asset) হওয়ায় তা সরকারকে পুনরায় সুদসহ ফেরত প্রদান করতে হয়। চলমান সরকারি আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতির সংস্কারের অংশ হিসেবে এ ঋণের হিসাবায়ন ও রিপোর্টিং-এর সুবিধার্থে ২০২৪-২৫ অর্থবছর হতে সরকারি কর্মচারীদের জন্য ঋণ খাতের বরাদ্দ সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য প্রতিষ্ঠানের পরিবর্তে অর্থ বিভাগের বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে, মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কাজের সুবিধার্থে সংশ্লিষ্ট বাজেট বইয়ের শেষ অংশে ঐ মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য ঋণ খাতে নির্ধারিত বরাদ্দ পৃথকভাবে প্রদর্শন করা হয়েছে, যা সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য প্রতিষ্ঠানের মোট বাজেট বরাদ্দের অন্তর্ভুক্ত নয়।

গৃহ নির্মাণ ঋণ এখনও ১ লক্ষ ২০ হাজার টাকা? হ্যাঁ। নতুন এ পদ্ধতিতে কর্মচারীদের ঋণ আবেদন প্রাপ্তির পর তা অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য প্রতিষ্ঠান ইত:পূর্বে যে পদ্ধতি অনুসরণ করে আসছে তা অপরিবর্তিত থাকবে। তবে ঋণ আবেদন মঞ্জুর হলে এতদ্‌সংক্রান্ত মঞ্জুরি আদেশ সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তা বরাবর জারীর ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য প্রতিষ্ঠানের কোড ব্যবহার না করে অর্থ বিভাগ সংশ্লিষ্ট কোড [১০৯০১০১-১২০০১৫০** (সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য প্রতিষ্ঠানের ২ ডিজিটের কোড)-১১০০১০০০-৭২১৫১** (অর্থনৈতিক কোড)] উল্লেখ করতে হবে। উদাহরণস্বরূপ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ‘কম্পিউটার ঋণ’-এর ক্ষেত্রে কোড হবে ‘১০৯০১০১-১২০০১5007-11001000-72১৫১০২’ (নমুনা ও কোডের তালিকা সংযুক্ত)]।

সরকারি কর্মচারীগণ ৩৫ হাজার টাকার জন্য পূর্বের ন্যায় আবেদন করবেন এবং কর্মকর্তাগণ অনলাইনেই ৩০ লক্ষ টাকা এবং গৃহ নির্মাণের জন্য ৭৫ লক্ষ টাকার জন্য নিজ আইবাস++ আইডি হতেই আবেদন করতে পারবেন

সরকারি কর্মকর্তা বা আমলাদের গাড়ি কেনার জন্য ৩০ লাখ টাকা সুদবিহীন দেয়া হয় এবং কর্মকর্তাদের গাড়ি কেনার ঋণের অর্থ সর্বোচ্চ ১২০টি সমান কিস্তিতে অর্থাৎ ১০ বছরের মধ্যে পরিশোধ করতে পারে। অন্যদিকে ৩৫ হাজার টাকা বাইক কেনার জন্য এবং ১ লক্ষ ২০ হাজার টাকা ১২০ কিস্তিতে ১১% চক্রবৃদ্ধি হারে সুদ সহ পরিশোধ করতে হয়। ১ লক্ষ ২০ হাজার টাকার জন্য ৭২৫০০ টাকা সুদ বাবদ পরিশোধ করতে হয়।

Caption: Computer Motor Car, Motor Cycle, By Cycle, House Advance New Order

সরকারি কর্মচারীদের গৃহ নির্মাণ লোন ২০২০ । বাইক বা গৃহ নির্মাণ অগ্রিম নিতে সংশ্লিষ্ট দপ্তরে বাজেট থাকতে হবে

  1. গৃহ নির্মাণ অগ্রিম- ৩৬ মাসের বেতন অথবা ১২০০০০ টাকা ১২০ কিস্তিতে।
  2. গৃহ মেরামত অগ্রিম- ১৮ মাসের বেতন অথবা ৬০০০০ টাকা ৬০ কিস্তিতে।
  3. মোটর গাড়ী অগ্রিম- ১২ মাসের বেতন অথবা ৬০০০০ টাকা ৬০ কিস্তিতে।
  4. মোটর সাইকেল অগ্রিম- ৩৫০০০ টাকা ৬০ কিস্তিতে।
  5. মোটর সাইকেল অগ্রিম- ৩০০০০ টাকা ৩০ কিস্তিতে।
  6. কম্পিউটার অগ্রিম- ৩৬০০০ টাকা ৬০ কিস্তিতে।

এখন অনলাইন হতেই তারা আবেদন করতে পারবেন?

হ্যাঁ। বিল দাখিলের সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য প্রতিষ্ঠানের অনুকূলে বাজেট স্বয়ংক্রিয়ভাবে iBAS++ সিস্টেমে পাওয়া যাবে। ফলে প্রধান হিসাবরক্ষণ ও অর্থ কর্মকর্তা, অর্থ বিভাগ হতে পৃথক কোন অথরাইজেশনের প্রয়োজন হবে না। উল্লেখ্য, প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ এবং গাড়িসেবা নগদায়ন নীতিমালা, ২০২০ (সংশোধিত) অনুসারে সুদমুক্ত অগ্রিমের (অর্থনৈতিক কোড-৭২১৫১০৩) অর্থ উত্তোলন প্রক্রিয়া পূর্বের ন্যায় বহাল থাকবে।

   
   
   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *