Departmental Punishment Monitoring Report 2024 । বিভাগীয় মামলায় দণ্ডপ্রাপ্ত কর্মচারীর প্রতিবেদন iBAS++ এ সংযোজনের নির্দেশনা - Technical Alamin
ibas++ আইবাস++

Departmental Punishment Monitoring Report 2024 । বিভাগীয় মামলায় দণ্ডপ্রাপ্ত কর্মচারীর প্রতিবেদন iBAS++ এ সংযোজনের নির্দেশনা

সরকারী শৃঙ্খলা ভঙ্গ করলে বিভাগীয় মামলা হয়-চাকরির বিধানাবলী অমান্য করিলে বিভাগীয় মামলা দায়ের হতে পারে – Departmental Punishment Monitoring Report 2024

বিভাগীয় মামলা কি? – বিভাগীয় মামলা হচ্ছে যে দপ্তরে বা অফিসে চাকরি করেন সেই অফিসের প্রধান অফিস বা বিভাগ কর্তৃক যদি ঐ কর্মচারীর বিরূদ্ধে কোন মামলা রুজু করেন এবং তদন্ত কমিটি গঠন করে সেই মামলা নিষ্পত্তি করে শাস্তি বা মামলা হতে অব্যাহতি প্রদান করা হয়। মূলত এই মামলাটি কোন থানায় রুজু হয় না, এটি সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ নিজের এখতিয়ারে রুজু করেন এবং নিষ্পত্তি করে থাকেন।

বিভাগীয় মামলায় দন্ড সংক্রান্ত তথ্য মনিটরিং করার লক্ষ্যে iBAS++ এ প্রয়োজনীয় রিপোর্ট অপশন সংযোজন করা হয়েছে এবং তা মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য প্রতিষ্ঠান/অধিদপ্তরসহ সকল কার্যালয়ের ভিডিও এবং হিসাবরক্ষণ কার্যালয়ের সংশ্লিষ্ট ইউজারের আইডিতে উন্মুক্ত করা হয়েছে। এছাড়াও ইউজার রেজিস্ট্রেশন ফরম পূরণপূর্বক আবেদন করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উক্ত রিপোর্ট অবলোকনের সুযোগ পাবেন।

রিপোর্ট অবলোকনের ক্ষেত্রে BAS++ এ লগ-ইন করে ডিডিওগণ Budget Execution এবং হিসাবরক্ষণ অফিস Accounting সিলেক্ট করার পর [reports Management Reports- Monitoring> Monitoring Report Punishment Detail (for Individual) / Punishment (ministry wise)] অনুসরণ করতে হবে। বর্ণিত প্রেক্ষাপটে, বিভাগীয় মামলায় দন্ডপ্রাপ্ত কর্মচারীর প্রতিবেদন অর্থ বিভাগের Integrated Budget and Accounting System (iBAS++ )-এ সংযোজনের বিষয়টি নির্দেশক্রমে অবহিত করা হয়েছে।

আইবাস++ এর মাধ্যমে বিভাগীয় মামলা নিষ্পত্তি বা অবলোপন করা যাবে / বিভাগীয় মামলার তথ্যাদি বা রিপোর্ট এখন অনলাইনে দাখিল করতে হবে

মামলা চলাকালীন উক্ত কর্মচারী খোরপোষ ভাতা হিসেবে মূল বেতনের অর্ধেক প্রতিমাসে পান এবং বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য সকল ভাতাদি পেয়ে থাকেন।

Caption: Source of information

সাময়িক বরখাস্তের ক্ষেত্রসমূহ । যে সকল কারণে সাময়িক বরখাস্ত করা যায়

  1. উর্ধ্বতন কর্মকর্তার আইনসংগত আদেশ অমান্যকরণ;
  2. কর্তব্যে অবহেলা প্রদর্শন;
  3. আইনসংগত কারণ ব্যতিরেকে সরকারের কোনো আদেশ, পরিপত্র এবং নির্দেশ অবজ্ঞাকরণ;
  4. কোনো কতৃপক্ষের নিকট কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে অসংগত, ভিত্তিহীন, হয়রানিমূলক, মিথ্যা অথবা তুচ্ছ অভিযোগ সংবলিত দরখাস্ত দাখিল;
  5. অন্য কোনো আইন বা বিধি বিধানে যে সমস্ত কার্য অসদাচারণ হিসেবে গণ্য হইবে ঐরূপ কোন কার্য সম্পাদন;
  6. পালায়ন করিলে;
  7. দূর্নীতির দায়ে অভিযুক্ত হলে;
  8. ফৌজদারী মামলায় কারাগারে গেলে;
  9. নাশকতামূলক কর্মে লিপ্ত হলে;
  10. দপ্তরের অর্থ কেলেংকারী বা নারী কেলেংকারীর কারণে;

বিভাগীয় মামলা নিষ্পত্তি হতে কত দিন লাগে?

কোন কর্মচারী সাময়িক বরখাস্ত হলে বা বিভাগীয় মামলার আওতায় থাকলে তা বিভাগ বা নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত কার্যক্রম চলতে থাকে। বিধি বা নিয়ম অনুসারে তদন্ত কার্যক্রম শেষে প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদনে যদি সত্যতা মেলে তবে কর্মচারীদের বিভিন্ন ধরনের লঘুদন্ড বা গুরুদন্ড প্রদান করা হয়। যদি সত্যতা না মেলে তবে চাকরিতে পুন:বহাল করা হয় এবং বকেয়া হিসেবে সমস্ত প্রকার বেতন ও ভাতাদি পান। এটি নিষ্পত্তির ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা নেই। তবে অবসর উত্তর ছুটি সন্নিকটে আসলে ০৬ মাসের মধ্যে নিষ্পত্তির সরকারি নির্দেশনা রয়েছে।

https://bdservicerules.info/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%97%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-2/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *