GPF Slip 2023-2024 – Now GPF Accounts Slip and GPF Sub ledger can be collected from ibas++ DDO ID – After Approval of GPF Balance and Profit from Accounts office, Every Staff’s GPF Slip and SDO GPF Slip can be collected from ibas++ DDO ID.

ডিডিও আইডি হতে এ বছর ২০২৩-২০২৪ অর্থ বছরের জিপিএফ জুলাই মাস হতেই পাওয়া যাবে। যদিও আমরা CAFOPFM ওয়েবসাইট হতেও সংগ্রহ করতে পারবো কিন্তু জিপিএফ অগ্রিম গ্রহনের ক্ষেত্রে আইবাস++ হতে যে জিপিএফ একাউন্টস স্লিপ পাওয়া যায় সেটি সংগ্রহ করতে পারবেন। আইবাস++ হতে ডাউনলোড বা প্রিন্ট করা কপি হিসাবরক্ষণ অফিসের স্বাক্ষর প্রয়োজন পড়বে না।

এবার জিপিএফ প্রভিট বা মুনাফা স্ল্যাবভিত্তিক হবে। ১৫ লক্ষ টাকা পর্যন্ত ১৩% হারে, পরবর্তী ১৫-৩০ লক্ষ টাকা র্পযন্ত ১২% এবং ৩০-উপরে পর্যন্ত ১১% হারে প্রযোজ্য হবে। তাই মুনাফা হিসাব হবে সূত্র ভিত্তিক যা আইবাস++ নিজেই ক্যালকুলেট করবে। স্ল্যাব ভিত্তিক জিপিএফ মুনাফার নির্ণয় করার নিয়ম ২০২২

GPF Accounts Slip / Profit will be shown after Approval of Accounts office step by step

অর্থ বচর শেষ না হওয়া পর্যন্ত হিসাবরক্ষণ অফিস জিপিএফ একাউন্টস স্লিপ অনুমোদন করবে না। তাই মুনাফা ০ (শুন্য) দেখাচ্ছে।

Caption: Profit for the year will be zero before approval of gpf account

How to get gpf account slip from online process 2024

  1. এ বছর তিনভাবে জিপিএফ স্লিপ সংগ্রহ করা যাবে।
  2. প্রথমত অনলাইনে cafopfm সাইটে গিয়ে জিপিএফ স্লিপ গ্রহণ করা যাবে। জিপিএফ ব্যালেন্স চেক । GPF Online Checking System 2022
  3. ডিডিও আইডি ব্যবহারে আইবাস++ হতে জিপিএফ স্লিপ নেয়া যাবে। GPF Slip from DDO ID । আইবাস++ ডিডিও আইডি থেকে জিপিএফ স্লিপ
  4. হিসাবরক্ষণ অফিসে গিয়ে আইবাস++ হতে জিপিএফ স্লিপ নেয়া যাবে।
  5. জিপিএফ স্লিপ লেজারও অনলাইনে দেখা যাবে।

২০২৩-২৪ অর্থ বছরে জিপিএফ মুনাফা কিভাবে হিসাব করা হবে?

সঞ্চয়পত্রে মুনাফার হার স্লাবভিত্তির করার পরই সরকারি কর্মচারীদের জিপিএফ এর উপর স্ল্যাবভিত্তিক মুনাফা প্রয়োগ করা হয়। ফলে অধিক জেরধারীর মুনাফার হার কমে আসছে। অনেকেই প্রজ্ঞাপনটি নিয়ে ধুম্রজাল সৃষ্টি করছে। প্রজ্ঞাপনে স্পষ্ট করেই বলা আছে প্রারম্ভিক জেরের ক্ষেত্রে ১৫লক্ষ টাকা পর্যন্ত ১৩% মুনাফা এবং ১৫-৩০ লক্ষ পর্যন্ত ১২% মুনাফা এবং ৩০ লক্ষের উপরে হলে ১১% প্রযোজ্য এবং ঠিক একইভাবে যদি আপনার প্রারম্ভিক জের ৩১ লক্ষ টাকা হয় তবে আপনার ক্রমপুঞ্জিভূত অর্থের উপর অর্থাৎ জমাকৃত চাঁদার উপর ১১% হারে মুনাফা প্রযোজ্য হইবে।

https://bdservicerules.info/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%AB-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BE/