নতুন বাজেট পেয়েছেন কিনা চেক করার নিয়ম দেখুন

ibas++ Budget Check Bangladesh । নতুন বাজেট পেয়েছেন কিনা চেক করার নিয়ম দেখুন

এখন জুলাই মাসের ১০-২৫ তারিখের মধ্যেই বাজেট পাওয়া যায় – ibas++ budget distribution process – How to check budget ibas++ 2024

New Budget Check – you can check budget distribution by online process. Budget letter can be received by email but you can check budget from ibas++ DDO ID. SDO Can’t check budget disbursement process by own Ibas++ ID.

ibas++ এ ডিডিও আইডি থেকে একাউন্টিং মডিউলে ঢুকে আপনি খুব সহজেই বাজেট বরাদ্দ চেক করতে পারেন। বাজেট ছাড়াই মাইনাস বা নেগেটিভ দেখিয়ে গত মাসের বেতন বিল পরিশোধ করা হয়েছে। প্রতি বছর জুন মাসের বেতন এভাবে পরিশোধ করা হয়। জুন মাসের বেতন বিল সাধারণত পরবর্তী অর্থ বছরের বাজেট হতে পরিশোধ করা হয়। অর্থ বছরের শেষ সময়ে বাজেট বরাদ্দ পর্যাপ্ত আছে কিনা বা রিকনসাইল করতে বাজেট চেক করতে হয়।

জুন মাসের বরাদ্দ নেগেটিভ দেখিয়ে পরিশোধ করা হলেও জুলাই মাসের বেতন বিল দাখিলের ক্ষেত্রে অবশ্যই বাজেট বরাদ্দ পেতে হবে। ইতোমধ্যে বাজেট বিভিন্ন দপ্তর অধিদপ্তর গুলোতে ডিস্ট্রিবিউশন করা হয়েছে। সদর দপ্তরগুলো শাখা বা কেন্দ্র গুলো বাজেট ডিস্ট্রিবিউশন করছে। ২৫ তারিখের মধ্যে সকল দপ্তর বাজেট পেয়ে যাবে বলে আশা করা যায়।

নতুন বাজেট কি পেয়েছেন?/ ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট বরাদ্দ পেয়েছেন কিনা তা আইবাস++ ডিডিও আইডি হতে চেক করা যায়।

বাজেট বরাদ্দ বা বিতরণে দেখুন ০০০ দেখাচ্ছে কিন্তু প্রকৃত ব্যয়ে মাইনাস দেখিয়ে জুন মাসের বেতন পরিশোধ করা হয়েছে।

New Budget check

Caption: Check your new budget from ibas++ / Check your budget every month and reconcile with Accounts office.

Check your budget from ibas++ । Budget 2024-25

  1. Login to ibas++ by DDO user ID and Password
  2. Click Accounting
  3. Click Report
  4. Click Progress Report (Budget vs Actual Accounting)
  5. Click Gerneral Activity
  6. Select Fiscal year and other steps
  7. Select Field office
  8. Click Run Report
  9. done

অবশিষ্ট বরাদ্দ কি প্রতিমাসে মাসে চেক করা যায়?

জি, আপনি চাইলেই এখন আইবাস++ এ আপনার বাজেট বরাদ্দ চেক করে নিতে পারেন। অনলাইনে মোট ব্যয় এবং অব্যয়িত অর্থে পরিমাণ আইবাস++ হতে যে কোন সময় বের করা যায়। তাই কোন খাতে যদি নতুন বরাদ্দ আনেন অথবা বরাদ্দ সংশোধন করে কমিয়ে দেয়া হয় তবে তা আপনি অনলাইনে চেক করে দেখতে পারেন। অনলাইনে নিজেই দেখুন নিজ অফিসের বাজেট!

উপরের নির্দেশনা না বুঝলে ভিডিও দেখে নিন।

বকেয়া বিলের বরাদ্দ কি আইবাস++ এ দেখার কোনো সুযোগ আছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *