New Internet Package 2023 । সরকারি চাপে অপারেটরগুলো ইন্টারনেট প্যাকেজে কি কি পরিবর্তন আনলো? - Technical Alamin
টিপস এন্ড ট্রিকস

New Internet Package 2023 । সরকারি চাপে অপারেটরগুলো ইন্টারনেট প্যাকেজে কি কি পরিবর্তন আনলো?

পূর্বের ৩ দিন মেয়াদের প্যাকেজের ইন্টারনেটগুলো এখন ৭ দিন মেয়াদে পাওয়া যাচ্ছে- সবগুলো প্যাকেজ না হলেও কিছু প্যাকেজ চালু করা হয়েছে – Grameenphone and Banglalink Internet New Package 2023

কোন প্যাকেজটি দাম কমানো হলো?– বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্যাকেজ কমানোর নির্দেশে অপারেটরগুলো গত ১৫ অক্টোবর ৩ ও ১৫ দিনের মেয়াদের ইন্টারনেট প্যাকেজ বাদ দেয়। ফলে রয়ে যায় শুধু ৭ দিন, ৩০ দিন ও অনির্দিষ্ট মেয়াদের ইন্টারনেট প্যাকেজ। এরপর অপারেটরগুলো সেসব প্যাকেজের দাম বাড়িয়ে দেয়। এতে মানুষের ব্যয় বেড়ে গেছে। যেমন সেখানে একটি অপারেটরের ১ জিবি ৭ দিন মেয়াদি প্যাকেজের দাম হয় ৬৯ টাকা। দাম কমানোর জন্য বিটিআরসির সর্বশেষ নির্দেশনায় এই প্যাকেজের দাম এখন ৪৮ টাকা হয়েছে।

জিপি ২জিবি প্যাকেজের দাম কি কমেছে? গ্রামীণফোন ৭ দিন মেয়াদে এক জিবির প্যাকেজের দাম কিছুটা কমিয়ে ৪৮ টাকা করেছে। যদিও এ প্যাকেজে ডাটা ভলিউম মাত্র ২০০ এমবি। সঙ্গে ৮২৪ এমবি বোনাস দিয়ে এক জিবির প্যাকেজ অফার করছে অপারেটরটি। সাতদিন মেয়াদে ২ জিবির প্যাকেজের দাম ঠিক করেছে ৬৯ টাকা। এখানেও এক জিবি মূল ভলিউম ও এক জিবি বোনাস। এছাড়া ২ জিবি মূল ভলিউম ও এক জিবি বোনাসহ ৩ জিবির ৭ দিন মেয়াদি প্যাকেজ ৯৮ টাকায় পাচ্ছেন গ্রামীণফোন গ্রাহকরা।

বড় প্যাকেজে কি দাম কমেছে? না। শুধুমাত্র ১ জিবি ২ জিবি ও ৩ জিবি প্যাকে দামের পরিবর্তন আসলেও ৩০ দিন মেয়াদের কোন প্যাকেজে দাম কমেনি। ইন্টারনেট প্যাকেজের দাম কমেছে ব্যাপারটি এমন নয়, বরং ৩ দিন মেয়াদের কিছু প্যাকেজ ৭ দিন করা হয়েছে। এতে আসলে ইন্টানেটের দাম কমেনি বরং একই রয়ে গেছে।

অপারেটরগুলো কি ইন্টারনেটের দাম কমিয়েছে/ না / শুধুমাত্র ৩ দিন মেয়াদের কিছু প্যাকেজের মেয়াদ ৭ দিন করা হয়েছে, এতে স্বল্প টাকায় নেট ব্যবহারকারীদের কিছুটা স্বস্তি এসেছে

ইন্টারনেট প্যাকেজে বড় কোন পরিবর্তন আসেনি। বরং সরকারি নির্দেশনা মানতে অপারেটরগুলো কৌশলের আশ্রয় নিয়েছেন মাত্র।

Caption: New Internet package rate 2023

ইন্টানেট নতুন প্যাকেট ২০২৩ । কোন কোন অপারেটরগুলো ইন্টারনেট প্যাকেজে কি পরিবর্তন আনলো দেখুন?

  1. ১৫ অক্টোবরের আগে রবির তিন দিন মেয়াদের এক জিবি ডেটা প্যাকের দাম ছিল ৪৮ টাকা। ১৫ অক্টোবর থেকে ৭ দিন মেয়াদে একই পরিমাণ ডেটা কিনতে খরচ হচ্ছিল ৬৮ টাকা। এখন থেকে আবার ৪৮ টাকায় এক জিবি পাওয়া যাবে এক সপ্তাহের জন্য।
  2. পুরোপুরি আগের দরে নামেনি গ্রামীণফোন। এই অপারেটরটির তিন দিনের এক জিবির ডেটা প্যাকের দাম ছিল ৪৬ টাকা। ১৫ অক্টোবর থেকে একই ডেটার সাত দিনের প্যাক কিনতে খরচ হচ্ছিল ৬৯ টাকা। শুক্রবার থেকে সেটা আবার ৪৮ টাকায় নামিয়েছে জিপি।
  3. বাংলালিংকের তিন দিনের দেড় জিবি ডেটা প্যাকের দাম ছিল ৪২ টাকা, ১৫ অক্টোবর থেকে সাত দিনের জন্য ডেটা প্যাক ৬৯ টাকায় বিক্রি করছিল কোম্পানিটি।
  4. সেই দাম না কমিয়ে থেকে দেড় জিবির সঙ্গে প্রায় ৫০ শতাংশ বোনাস ঘোষণা করেছে কোম্পানিটি। অর্থাৎ ৬৯ টাকায় ২ জিবি ইন্টারনেট দিচ্ছে তারা।
  5. একই পথে হাঁটছে এয়ারটেলও। আগে ৩ দিনের জন্য ৪২ টাকায় এক জিবি এবং ৪৯ টাকায় দেড় জিবি ডেটা পাওয়া যেত। ১৫ অক্টোবর থেকে কোম্পানিটি ৬৮ টাকায় দেড় জিবি ডেটা প্যাক অফার করে ৭ দিনের জন্য। শুক্রবার থেকে একই টাকায় তারা দুই জিবি ইন্টারনেট দেওয়ার ঘোষণা দিয়েছে।

১৫ দিন মেয়াদের কোন ইন্টারনেট প্যাকেজ কি নাই?

না। প্যাকেজ (রেগুলার প্যাকেজ), বিশেষ প্যাকেজ (সিসিএসপি), রিসার্চ ও ডেভেলমেন্ট (আরঅ্যান্ডডি), সব ধরনের ব্র্যান্ড মিলিয়ে (ফ্লেক্সিবল প্ল্যান অনুযায়ী) প্যাকেজের সংখ্যা হবে ৪০টি, যা আগে ছিল ৮৫টি। প্যাকেজের সময়সীমা হবে ৭ দিন, ৩০ দিন এবং আনলিমিটেড; যা আগে ছিল ৩ দিন, ৭ দিন, ১৫ দিন এবং ৩০ দিন। এখন ৩ দিনের মেয়াদী প্যাকেজের কিছু প্যাকেজ ৭ দিন করা হয়েছে। অপারেটরগুলো কৌশলে এ কাজটি করেছে তাতে দাম খুব একটা কমেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *