Online MPO Application

Online MPO Application অনলাইনে এমপিওভূক্তির আবেদনপত্র

MPO means Monthly Pay Order – Bangladesh government pay MPO’s teacher staff a portion to continue – MPO Registration

MPO Application – Online MPO Application process or link will be active after 10 October 2021, A institution can be register under MPO by online Application only. No other option to apply for registering your organization for MPO.

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা বাবদ যে অর্থ সরকার দিয়ে থাকে তাকে ইংরেজিতে বলা হয় মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিও। শিক্ষা প্রতিষ্ঠানের জনবল অনুযায়ী এই সহায়তা দেয় সরকার। 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.shed.gov.bd), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dshe.gov.bd) এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর ওয়েবসাইট (www.banbeis.gov.bd) এ Online MPO Application www.banbeis.gov.bd শিরোনামে প্রদর্শিত লিংক এর মাধ্যমে আবেদন করা যাবে।

Monthly Pay Order / What is the facility of MPO’s in Bangladesh

29 thousand basic for Head Teacher and 16 Thousand for General Teacher / 1000 Taka House rent, 500 hundred taka medical allowance that’s it for MPO’s teachers.

Online MPO Application

Caption: Organization MPO’s date announcement / Only online application can be accepted.

What is the Facilities for MPO’s in Bangladesh

  1. শিক্ষকদের সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ: শাহজাহান আলম সাজু বলছিলেন,
  2. সরকারি স্কেল অনুযায়ী বেতন পান একটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা।
  3. তাতে প্রধান শিক্ষকের বেতন দাড়ায় ২৯ হাজার টাকা।
  4. একজন সাধারণ শিক্ষকের বেতন ১৬ হাজারের মতো।
  5. এর বাইরে রয়েছে বাড়িভাড়া হিসেবে এক হাজার টাকা,
  6. ৫০০ টাকা চিকিৎসা ভাতা।
  7. ঈদ উৎসব ভাতা শিক্ষকদের জন্য বেতনের ২৫ শতাংশ আর কর্মচারীদের জন্য বেতনের ৫০ শতাংশ।
  8. পহেলা বৈশাখেও একই পরিমাণে উৎসব ভাতা দেয়া হয়ে থাকে।

IS the only way to register institute by offline letter or email?

No, No way to get register for MPO, Your organization or institution can be registered by online application only – অনলাইনে ছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভূক্তির আবেদন সরাসরি, ই-মেইল বা পত্রের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ অথবা এর অধীনস্থ কোন দপ্তরে গ্রহণ করা যাবে. MPO is going on from 10th October 2021.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *