সরকারি চাকরির বেতনে অসন্তুষ্ট ২০২৪ । প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষকরা আবার চাকরি খোঁজে কেন? - Technical Alamin
সরকারি আদেশ ও তথ্য

সরকারি চাকরির বেতনে অসন্তুষ্ট ২০২৪ । প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষকরা আবার চাকরি খোঁজে কেন?

প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষকদের বেতন বৃদ্ধির জন্য অনলাইনে পোস্ট করলে সাধারণ শিক্ষার্থী বা জনতা বিরুপ কমেন্ট করে থাকে যা পড়লে বুঝা যায় যে, সহকারী শিক্ষকদের বেতন বৃদ্ধির কোন দরকারই নেই–সরকারি চাকরির বেতনে অসন্তুষ্ট ২০২৪

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পাওয়ার পরও শিক্ষকগণ চাকরি সুইচ করতে কেন আবার চাকরির পড়াশুনা করছেন? এমন প্রশ্নে একজন শিক্ষক বলেন মাস্টার্স পাশ করেছি দুই বছর আগে এবং কেমিস্ট্রি ( Chemistry ) এর মত রয়্যাল সাবজেক্ট নিয়ে, উইথ সিজিপিএ ৩.৪৬। আমি ২০২৩ সালে বাংলাদেশের ইতিহাসে প্রাথমিক বিদ্যালয়ের ৩৭০০০ হাজার শিক্ষক টোটাল স্বচ্ছতার সাথে নিয়োগপ্রাপ্ত হয়েছে। আমি সেই নিয়োগের একজন নিয়োগপ্রাপ্ত শিক্ষিক।আমি আবারো পড়াশুনা করছি বিসিএস এর জন্য। আমার সাথে ২০২৩-এ নিয়োগপ্রাপ্ত বেশিরভাগ শিক্ষক শিক্ষিকারা ঢাকা ভার্সিটি,রাজশাহী ভার্সিটি,খুলন ভার্সিটি,এমনকি বুয়েটের শিক্ষার্থীরাও আছে যারা এমন সব জায়গা থেকে এসেছে। তারা সবাই চেষ্টা করবে চলে যাওয়ার কারণ একটাই যে, সহকারী শিক্ষকদের যে বেতন তা দিয়ে সাদামাটা জীবন যাপনও করা যাচ্ছে না।

সহকারী শিক্ষকদের বেতন কত? বর্তমানে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন পান। এ গ্রেড অনুযায়ী তাদের মূল বেতন ১১ হাজার টাকা এবং বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতাসহ সর্বসাকল্যে পান সাড়ে ১৯ হাজার টাকার মতো হয়ে থাকে। ২৪,০০০ থেকে বেতন টা ৩০,০০০ হলেও হয়তো প্রত্যেকে থেকে যাওয়ার ভাবনা ভাবতো। সবাই তো চাই বেটার অপরচুনিটি তাইনা? তাহলে তাদের বেতন বাড়ানো নিয়ে আপনাদের এত আপত্তিকর মন্তব্য, এত খারাপ ভাষা প্রয়োগ, এগুলো কেন?

এখন যারা এ পেশায় আসছে নিঃসন্দেহে প্রত্যেকে ভাল, তারা ভাল ভাবেই এই জেনারেশনকে ঠিক করতে পারবে পড়াশুনা,মানবিকতার দিক থেকে।তাদের বেতন বাড়া অন্যায় কেন? তাদের মাসে টিফিন ভাতা ২০০। এটা অপমানজনক। হ্যাঁ এস এস সি, এইচএসসি পাশ করা শিক্ষকরা আছেন তবে খুব কম এবং মেধায় চাকরি পাওয়া একজন শিক্ষক বলেন, আমি কোনো কোটায় চাকরি পায়নি, মেধাতালিকার প্রথম ১০ জনের মধ্যেই আমি, না কোনো টাকা দিয়ে পেয়েছি।আমার মত আরো বহু শিক্ষক আছেন যারা কোটা বা টাকা ছাড়াই নিজ পরিশ্রমে এখানে এসেছেন। তাই ভাল সুযোগ সুবিধা না পেলে মেধাবীরা সহকারী শিক্ষক পেশায় থাকবেন না।

জাতি গড়ার কারিগর-কে যদি সংসার চালানোর টাকা নিয়ে ভাবতে হয় তবে মানুষ গড়া নিয়ে চিন্তার সময় তিনি কখন পাবেন / দক্ষিন এশিয়ায় সর্বনিম্ন বেতন

ভারতে ২৮৪*১২০ = ৩৪০৮০ টাকা অন্য দিকে বাংলাদেশে ১৭০*১২০ = ২০৪০০ টাকা। কেন এত অবহেলার এদের বেলায়?

Caption: Pay Structure of Primary Teacher Salary

১৩ গ্রেডের সাকুল্য বেতন কত ২০২৪ । সর্বমোট কত টাকা বেতন পায় সহকারী শিক্ষক?

  1. মূল বেতন ১১০০০ টাকা।
  2. বাড়ি ভাড়া ৪৯৫০ টাকা (উপজেলা)
  3. চিকিৎসা ভাতা ১৫০০ টাকা।
  4. টিফিন ভাতা ২০০ টাকা।
  5. শিক্ষা ভাতা ৫০০/১০০০ টাকা (যদি সন্তান থাকে)
  6. সর্বমোট ১১০০০+৪৯৫০+১৫০০+২০০ = ১৭,৬৫০/- (নতুন চাকরি পাওয়া শিক্ষকগণের বেতন)

প্রধান শিক্ষক কত টাকা পেনশন পান?

সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক ৩০৯৯০ টাকা বেসিক ৩৫ বছর চাকুরী করে পেনসন -এ গেলে ল্যামগ্রান্ড এবং পি আর এল কালীন বেতন কত হবে? কোন চিকিৎসা ছুটি ভোগ করে নাই। ৩২,০৭,৪৬৫ টাকা এককালিন পেনশন এবং ১৩৯৪৬ প্রতি মাসে+১৫০০ মেডিকেল যত দিন বেচে থাকবেন (৬৫ বছর বয়সের পরে ২৫০০) মেডিকেল। ছুটি বিক্রির টাকা = ৫৫৭৮২০ পাবেন।

 
সরকারি পেনশন ও আনুতোষিক এমাউন্ট ২০২৪ । একজন প্রাইমারী সহকারী শিক্ষক কত টাকা পেনশন পায়?এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা ২০২৪ । একজন বেসরকারি সহকারী শিক্ষক কত টাকা বেতন পান?Govt. Primary Teacher House Building Loan 2024 । সহকারী শিক্ষক ৩৫ লক্ষ টাকা লোন নিলে কিস্তি কত টাকা আসবে?
   
   
https://bdservicerules.info/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *