২০২৬ সালে ব্যাংকের ছুটি ২৮ দিন: তালিকা প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক
দেশের সকল তফসিলি ব্যাংকের জন্য ২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে প্রকাশিত এক সার্কুলারে জানানো হয়েছে, আগামী ২০২৬ সালে উৎসব, জাতীয় দিবস ও বিশেষ দিন মিলিয়ে ব্যাংক মোট ২৮ দিন বন্ধ থাকবে।
গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখে জারি করা এই সার্কুলার অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছুটি শুরু হবে ৪ ফেব্রুয়ারি (বুধবার) শবে-বরাতের মাধ্যমে। তালিকা অনুযায়ী দীর্ঘতম ছুটি থাকছে পবিত্র ঈদুল আযহা ও ঈদুল ফিতরে।
ঈদে লম্বা ছুটি: ২০২৬ সালের ছুটির তালিকায় দেখা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৫ দিন ব্যাংক বন্ধ থাকবে। একইভাবে ঈদুল আযহা উপলক্ষে ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৬ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। দুই ঈদেই ঈদের আগের দুই দিন, ঈদের দিন এবং পরের তিন দিন (ঈদুল আযহার ক্ষেত্রে) ছুটি অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখযোগ্য অন্যান্য ছুটি: তালিকায় থাকা অন্যান্য প্রধান ছুটির মধ্যে রয়েছে:
২১ ফেব্রুয়ারি: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (শনিবার) – ১ দিন।
১৭ মার্চ: শবে-কদর (মঙ্গলবার) – ১ দিন।
২৬ মার্চ: স্বাধীনতা ও জাতীয় দিবস (বৃহস্পতিবার) – ১ দিন।
১৪ এপ্রিল: বাংলা নববর্ষ (মঙ্গলবার) – ১ দিন।
১ মে: মে দিবস ও বুদ্ধ পূর্ণিমা (শুক্রবার) – ১ দিন।
৫ আগস্ট: জুলাই গণঅভ্যুত্থান দিবস (বুধবার) – ১ দিন।
১৬ ডিসেম্বর: বিজয় দিবস (বুধবার) – ১ দিন।
২৫ ডিসেম্বর: যিশু খ্রিস্টের জন্মদিন/বড় দিন (শুক্রবার) – ১ দিন।
ব্যাংক হলিডে: প্রথা অনুযায়ী বছরে দুই দিন ব্যাংক হলিডে থাকবে। প্রথমটি ১ জুলাই (বুধবার) এবং দ্বিতীয়টি ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার)। এই দুই দিন ব্যাংকে লেনদেন বন্ধ থাকলেও দাপ্তরিক কাজ চলমান থাকে।
বিশেষ নির্দেশনা: বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে উল্লেখ করা হয়েছে, ধর্মীয় উৎসবের ছুটিগুলো চাঁদ দেখার ওপর নির্ভরশীল। এছাড়া রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলাগুলোর জন্য ১৩ এপ্রিল সোমবার ‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষে ১ দিনের বিশেষ ছুটি কার্যকর হবে।
কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (ডিওএস) গাজী মো. মাহফুজুল ইসলাম স্বাক্ষরিত এই নির্দেশনাটি দেশের সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে যাতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন।

ব্যাংক হলিডে কবে?
বাংলাদেশ ব্যাংকের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, ব্যাংক হলিডে বা ব্যাংক ছুটি নির্ধারিত হয়েছে বছরের মাঝখানে এবং শেষে নিচের দুটি দিনে:
১. ১ জুলাই, ২০২৬ (বুধবার) – অর্ধ-বার্ষিক ব্যাংক হলিডে। ২. ৩১ ডিসেম্বর, ২০২৬ (বৃহস্পতিবার) – বার্ষিক ব্যাংক হলিডে। উল্লেখ্য, এই দুই দিন ব্যাংকে জনসাধারণের জন্য কোনো ধরনের লেনদেন হবে না। তবে ব্যাংকের অভ্যন্তরীণ দাপ্তরিক কাজ এবং হিসাব মেলানোর কাজ চলমান থাকে।

