জন্ম নিবন্ধন সংশোধন ফি । জন্ম সনদ কারেকশন বা সংশোধন ফি জেনে নিন

জন্ম নিবন্ধন সংশোধন ফি ২০২৩। জন্ম সনদ কারেকশন বা সংশোধন ফি জেনে নিন

জন্ম নিবন্ধন সংশোধন ফি কত? – জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন কালে ফি মাত্র ৫০-১০০ টাকা – Birth Certificate Correct Fee at 100 Taka only.

Birth Certificate Correction Fee – জাতীয় পরিচয়পত্রের মত জন্ম নিবন্ধনেও ভুলের সংখ্যা কোন ভাবেই কম নয়। জন্ম নিবন্ধন আপনার বা আপনার সন্তানের বেশির ভাগ ক্ষেত্রে কোন কোন কোন ভুল বিদ্যমান রয়েছে। কারও জন্ম তারিখ, কারও পিতার বা মাতার নাম। কারও বাংলা নাম ঠিক থাকলেও ইংরেজী নামে ভুল ইত্যাদি ইত্যাদি। এসব ভুলের মধ্যে জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা দেশে এবং ২ মার্কিন ডলার বিদেশে।  .

জন্ম তারিখ ব্যতীত যদি অন্য কোন তথ্য যেমন নিজের নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা ইত্যাদি অন্যান্য তথ্য সংশোধনের প্রয়োজন পড়ে তবে আপনাকে ফি হিসাবে গুণতে হবে ৫০ টাকা দেশে এবং বিদেশে ১ মার্কিন ডলার। আমি আপনাদের পরামর্শ দিব আপনি নিজেই জন্ম নিবন্ধন আবেদন করুন ফলে ভুলভ্রান্তি কম হওয়ার সুযোগ থাকে।

বিনামূল্যে বা বিনা পয়সা একটিমাত্র সংশোধন সেটি হচ্ছে সংশোধনের পর যদি কপি সরবরাহ চান। যেমন বাংলা ও ইংরেজী উভয় ভাষায় মূল সনদ বা তথ্য সংশোধনের পর সনদের কপি সরবরাহ করবে বিনা মূল্যে বা বিনা ফিসে।

জন্ম নিবন্ধন সংশোধন ফি  / জন্ম নিবন্ধন সংশোধন আবেদন ফি

জন্ম নিবন্ধন প্রথম বার তৈরির ক্ষেত্রে ফি-সংশোধনের ক্ষেত্রে যে ফি বাংলাদেশী নাগরিকদের গুনতে হবে

জন্ম নিবন্ধন সংশোধন ফি ২০২২

Caption: Application Fee for the birth Registration Correction Fee at 50-100 taka only

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি সংক্ষেপে জেনে নিই-Birth and Death Certificate Correction Fee

  1. Free Birth or Death certificate at 45 days of Event. (No Fees or Charges)
  2. 25 taka or 1 Dollar for 46 Days to 5 Years for Birth or death registration.
  3. After 5 Year Fees will be 50 taka or 1 Dollar for Birth or death Certificate.
  4. Date of Birth Correction Fees at only 100 taka or Two Dollars
  5. Self Name or parents name or address Correction fees 50 taka or 1 dollar for Death or birth Registration.
  6. English or Bangla Version Copy at Free of Costs after Correction of Information
  7. English or Bangla Version Copy at 50 Taka or 1 Dollar.

নির্ধারিত হারের চেয়ে যদি বেশি দাবী করে?

কোন কর্তৃপক্ষ বা ইউনিয়ন পরিষদ উক্ত হারের বেশি দাবী করতে আপনি ৩৩৩ নম্বরে কল করে পুলিশে খবর দিবেন অথবা ১৬১৫২ নম্বরে কল করে বিস্তারিত অভিযোগ দাখিল করবেন। সাধারণ নাগরিক হিসেবে যে কোন দুর্নীতি বা নিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকা আপনার নাগরিক দায়িত্ব।

জন্ম নিবন্ধন ফি কত টাকা ২০২৩ । পিতা মাতার জন্ম নিবন্ধন ও এনআইডি ছাড়াই সন্তানের জন্ম নিবন্ধন করা যায়

জন্ম নিবন্ধন ফি কত টাকা ২০২৩ । পিতা মাতার জন্ম নিবন্ধন ও এনআইডি ছাড়াই সন্তানের জন্ম নিবন্ধন করা যায়