ভূমি উন্নয়ন কর ব্যবহারকারী নির্দেশিকা ২০২১

ভূমি উন্নয়ন কর ব্যবহারকারী নির্দেশিকা ২০২৩

ভূমি অফিসে দালালের দৌরাত্ন অবশ্যই কমে যাবে যদি অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান ব্যবস্থা সঠিকভাবে প্রবর্তন করা যায়। ভূমি অফিসগুলো বলছে এ রকম স্টেপ সরকার অনেকবার নিয়েছে কিন্তু বাস্তবায়িত হয়নি।

তারা অবশ্য অনলাইন পরিপত্র ও ভূমি উন্নয়ন কর ব্যবহারকারী নির্দেশিকা বা নীতিমালাকে অবজ্ঞার চোখেই দেখছে। তবে যদি সরকার যদি ভূমি সংক্রান্ত কার্যক্রম অনলাইনে সম্পন্নের সর্বোচ্চ তাগিদ দেয় তবে জনসাধারণ অবশ্যই অর্থ বানিজ্যে হতে রক্ষা পাবেন। অনলাইনে যদি আপনি নিজের ভূমি কর নিজে দিতে চান তবে ব্যবহারকারীর নির্দেশিকাটির PDF কপি অবশ্যই ডাউনলোড করুন।

সূচীপত্র

১। নাগরিক নিবন্ধন প্রক্রিয়া ও OTP ভেরিফিকেশন।

২। লগইন প্রক্রিয়া ও নাগরিক প্যানেল।

৩। জমির খতিয়ানের তথ্য এন্ট্রি ও হোল্ডিং তালিকা

৪। হোল্ডিং এর বিস্তারিত ও আপত্তি দাখিল

৫। অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান

৬। পেমেন্ট মাধ্যম (সোনালী পে)

৭। পেমেন্ট মাধ্যমে (উপায়)

৮। দাখিলা গ্রহণ।

৯। যোগাযোগ।

 

কিভাবে নিবন্ধন করবেন এবং কিভাবে পাসওয়ার্ড রিকোভার করবেন এ সংক্রান্ত সমস্ত তথ্য আপনি নিচের সংযুক্তি থেকে পেতে পারেন।

 

ভূমি উন্নয়ন কর ব্যবহারকারী নির্দেশিকা ২০২৩ PDF : ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *