3 month Sanchayapatra Interest Rate

3 month Sanchayapatra Interest Rate । পুরুষদের জন্য ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র

3 month Sanchayapatra Interest Rate – ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র – যে সঞ্চয়পত্র পুরুষ মহিলা উভয়ই বিনিয়োগ করতে পারবেন।

তিন মাস অন্তর মূনাফা ভিত্তিক সঞ্চয়পত্র- ৩-মাস অন্তর অন্তর মুনাফা পাওয়া যায়। এ সঞ্চয়পত্র চালু হয়েছে ১৯৯৮ সালে। মাত্র ১,০০,০০০ টাকা হাতে থাকলেও এতে বিনিয়োগ করা যায়। এটি আরও তিনটি প্যাকেজে বিভক্ত যেমন: ১। ২,০০,০০০ টাকা; ১। ৫,০০,০০০ টাকা এবং  ৩। ১০,০০,০০০ টাকা।

জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংকসহ তফসিলী ব্যাংক এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যায়। দেশের যে কোন জেলা সঞ্চয় ব্যুরো হতে বা সরকারি বেসরকারি ব্যাংক হতে এটি ক্রয় করা যায়।

ক্রয় পদ্ধতি ২০২২-নির্ধারিত ফরম (এস.সি-১) যথাযথভাবে পূরণপূর্বক ক্রেতা ও নমিনী (যদি থাকে) প্রত্যেকের ০২ (দুই) কপি ছবি, ক্রেতার জাতীয় পরিচয় পত্র অথবা পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন সনদের ফটোকপিসহ আবেদন করতে হবে। চেক অথবা নগদে সমপরিমাণ অর্থ পরিশোধ করতে হবে। তবে চেকের মাধ্যমে সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে চেক নগদায়নের তারিখে সঞ্চয়পত্র ইস্যু করা হবে।

টীকা।- সঞ্চয়পত্র ক্রয় ফরমে জাতীয় পরিচয়পত্রের নম্বর অন্তর্ভূক্তি এবং কর্তৃপক্ষকে উহা প্রদর্শন বাধ্যতামূলক। ক্রেতা জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করিতে অপারগ হইলে সেই ক্ষেত্রে পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন সনদের নম্বর অন্তর্ভূক্তি এবং কর্তৃপক্ষকে উহা প্রদর্শন বাধ্যতামূলক হইবে। একক নামে সর্বোচ্চ ৩০ লক্ষ অথবা যুগ্ম-নামে ৬০ লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করা যাবে।

প্রতি লাখে কত টাকা মুনাফা পাওয়া যাবে / এক লক্ষ টাকায় ৩ মাস পর পর কত টাকা ব্যাংকে ঢুকবে?

মুনাফার হার কমবে যদি বিনিয়োগ বৃদ্ধি করা হয়

৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র

Caption: 3 month Sanchayapatra Interest Rate 11.04% until your investment less than 15 Lacs.

সবাই কি এটি কিনতে পারেন?-নিম্নে বর্ণিত যে কেউ এই সঞ্চয়পত্র বা সার্টিফিকেট ক্রয় করতে পারবেন, যথা-

(১) একজন প্রাপ্তবয়স্ক;

(২) একজন নাবালক;

(৩) দুইজন প্রাপ্তবয়স্ক তাহাদের যৌথ নামে-

(ক) গ্রাহকদের যৌথভাবে প্রদেয় অথবা যে কোনো একজনের লিখিত সম্মতিতে অন্যজনকে প্রদেয়;

(খ) যে কোনো একজনকে প্রদেয়।

(৪) একজন প্রাপ্তবয়স্ক-

(ক) একজন অপ্রাপ্তবয়স্কের পক্ষে, অথবা

(খ) যুগ্ম-নামে দুইজন অপ্রাপ্তবয়স্কের পক্ষে,

(গ) তিনি স্বয়ং একজন অপ্রাপ্তবয়স্কের সঙ্গে যুগ্ম-নামে,

(ঘ) যথাযথ আদালত কর্তৃক কোনো উন্মাদ ব্যক্তির অভিভাবক বা ম্যানেজার নিযুক্ত হইয়া

মেয়াদের পূর্বে নগদায়ন করলে প্রাপ্য টাকার পরিমাণ?

সময়মুনাফার হারপ্রতি ১ (এক) লক্ষ টাকায় মূলসহ মুনাফার পরিমাণ
১ম বছরান্তে১০.০০%১,১০,০০০.০০
২য় বছরান্তে১০.৫০%১,২১,০০০.০০
৩য় বছরান্তে১১.০৪%১,৩৩,১২০.০০
১ (এক) লক্ষ টাকায় তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের প্রতি তিন মাস অন্তর মুনাফার কিস্তি সর্বোচ্চ ১১.০৪% হারে টাকা ২,৭৬০.০০ (দুই হাজার সাতশত ষাট) টাকা মাত্র প্রদেয় হবে। প্রযোজ্য ক্ষেত্রে লেভি/মুনাফা কর্তন হবে। কিন্তু যে সকল ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে বিনিয়োগকৃত টাকা উত্তোলন করা হবে, সে ক্ষেত্রে টেবিল-১ প্রদর্শিত হারে মুনাফা প্রদেয় হবে, এবং অতিরিক্ত অর্থ পরিশোধিত হয়ে থাকলে তা মূল টাকা হতে কর্তন করে সমন্বয়পূর্বক অবশিষ্ট মূল টাকা পরিশোধ করতে হবে।
১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে মুনাফার হার মেয়াদ শেষে ১১.০৪, ৩০ লক্ষ পর্যন্ত মেয়াদ শেষে ১০% এবং ৩০ লক্ষ টাকার উপরে মোট বিনিয়োগ হলে ৯% মুনাফা পাওয়া যাবে।

৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের পরিবর্তিত মুনাফার হার

অভিহিত মূল্য অনুযায়ী ৩-মাস অন্তর মুনাফার পরিমাণ

বিনিয়োগকৃত টাকার পরিমাণপ্রতি ১ (এক) লক্ষ টাকায় ৩-মাস অন্তর মুনাফার পরিমাণ (টাকায়)
১,০০,০০০/=২,৭৬০.০০
২,০০,০০০/=৫,৫২০.০০
৫,০০,০০০/=১৩,৮০০.০০
১০,০০,০০০/=২৭,৬০০.০০
এ সঞ্চয়পত্র ক্রয়ে আরও বেশি কিছু সুবিধা রয়েছে তা হলো: এ সঞ্চয়পত্র বাংলাদেশের যে কেউ ক্রয় করতে পারবে। নমিনী নিয়োগ করা যায়। ক্রেতা মৃত্যুবরণ করলে নমিনী যে কোন সময় সঞ্চয়পত্র নগদায়ন করতে পারবে। নমিনীর ইচ্ছানুযায়ী মেয়াদপূর্তির পূর্বে বা পরে সঞ্চয়পত্র নগদায়ন করিতে পারিবে। সঞ্চয়পত্র হারিয়ে গেলে, পুড়িয়া গেলে বা নষ্ট হইলে ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু করা যায়। সঞ্চয়পত্র এক অফিস হইতে অন্য অফিসে স্থানান্তর করা যায় (সঞ্চয় ব্যুরো হইতে সঞ্চয় ব্যুরো, ব্যাংক হইতে ব্যাংক এবং ডাকঘর হইতে ডাকঘর)।সঞ্চয়পত্র ক্রয়ের সময় জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন সনদপত্রের ফটোকপি এবং ক্রেতা ও নমিনী (যদি থাকে) প্রত্যেকের ০২ (দুই) কপি করিয়া পাসপোর্ট সাইজের ছবি দাখিল করিতে হইবে। ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ফরম ২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *