জন্ম সনদের জন্ম তারিখ ভুল থাকলে করনীয় – যদি আপনার শিশুর জন্ম নিবন্ধনের সময় টিকা কার্ড ব্যবহার করে থাকেন এবং দেখা গেল যে, সন্তানের জন্ম নিবন্ধন করার পরই ভুল ধরা পড়ল তবে আপনি অনলাইনে বা ফরম পূরণকরে টিকা কার্ড পুনরায় জমা দিয়েই জন্ম নিবন্ধন সংশোধন করতে পারেন।

আবার ধরি আমার জন্ম তারিখ ১৯৮৭ এর স্থলে ১৯৭৮ হয়ে গেছে তবে আপনি আপনার জন্ম তারিখ পরিবর্তনের ক্ষেত্রে আপনার এস.এস.সি বা সমমান সনদ বা যে কোন শিক্ষা বোর্ড পরীক্ষার সনদ প্রদর্শন করে বা আপনার যদি এনআইডি কার্ড থাকে সেটিতে যদি সঠিক জন্ম তারিখ থাকে সেটি প্রর্দশন করে বা যুক্ত করে অনলাইনে জন্ম সনদ সংশোধনের আবেদন করতে পারেন।

যদি আপনার নিজের এনআইডি বা জাতীয় পরিচয়পত্র বা জে.এস.সি., এস.এসসি, এইচ.এসসি বা যে কোন বোর্ড পরীক্ষার সনদের সঠিক জন্ম তারিখ থাকে তা দিয়ে আপনি জন্ম নিবন্ধন নম্বর সংশোধন করতে পারেন। জন্ম তারিখ সংশোধনের স্বপক্ষে কোন কোন প্রমানক আপনাকে উপস্থাপন করতে হবে।

অনলাইন ফর্মে কিভাবে সংশোধিত জন্ম তারিখ লিখতে হবে

জন্ম নিবন্ধনে জন্ম তারিখ সংশোধন ২০২২

ক্যাপশন: চাহিত সংশোধিত তথ্য ঘরে আপনার সঠিক জন্ম তারিখটি ইনপুট দিতে হবে। সংশোধনের কারণ হিসাবে ভুল লিপিবদ্ধ করা হয়েছে সিলেক্ট করতে হবে। আরো তথ্য সংযোজন করুন সিলেক্ট করে একাধিক তথ্য ভুল থাকলে তা সংশোধন করতে পারেন।

জন্ম নিবন্ধনের জন্ম তারিখ সংশোধন পদ্ধতি / অনলানেই কি আবেদন করতে হবে?

জন্ম নিবন্ধন সংশোধনের জন্য নিচের লিংক থেকে অনলাইন বা ফরম সংগ্রহ করে অফলাইনে আবেদন সম্পন্ন করতে পারেন। অনলাইনে সংশোধন করতে এখানে ক্লিক করুন: জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন

জন্ম সনদে জন্ম তারিখ সংশোধন ২০২২

Caption: To Correction date of birth you can submit Seen Document from above picture.

জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে যে প্রমানক গুলো যুক্ত করতে হবে

  1. ই পি আই কার্ড(শিশুর টিকা কার্ড)।
  2. নিবন্ধনাধীন ব্যক্তির এস এস সি বা শিক্ষা কর্তৃক প্রদত্ত যে কোন সনদ বা সার্টিফিকেটের স্ক্যান করা কপি।
  3. নিবন্ধনাধীন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র।
  4. পিতার জাতীয় পরিচয়পত্র বা মাতার জাতীয় পরিচয়পত্র (যদি অস্বাভাবিক জন্ম তারিখ দেওয়া থাকে এবং অন্য কোন প্রমানক না থাকে।
  5. ইস্যু সম্পর্কিত ফাইল (যদি পুরাতন জন্ম নিবন্ধন ডিজিটাল করেন)।
  6. চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা চিকিৎসা প্রতিষ্ঠান প্রদত্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত কপি বা পুরণকৃত আবেদনপত্রে বার্থ এটেডেন্সের এর প্রত্যয়ন বা ইপিআই (টিকা কাড) কার্ডের সত্যায়িত আনুলিপি।

অস্বাভাবিক জন্ম তারিখের ক্ষেত্রে যদি কোন প্রমানকই না থাকে?

আপনার যদি কোন প্রমানকই না থাকে এবং জন্ম তারিখ অস্বাভাবিক হয় যেমন ধরুন, আপনার বয়স ৪০ বছর কিন্তু জন্ম সনদ অনুসারে ৬০ বছর তবে আপনি আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন বা এনআইডি সাবমিট করুন। অথবা দেখা গেল আপনি ৩ সন্তান কিন্তু আপনি আপনার জন্ম তারিখ অনুসারে ১ম সন্তানের চেয়ে বড় আসছে। তবে আপনি এটিও সংশোধন করতে পারেন আপনার পিতার ও ভাইয়ের জন্ম সনদ যুক্ত করে।

অফলাইনে বা ইউনিয়ন পরিষদে গিয়ে ফরমে আবেদন করতে চাইলে জন্ম নিবন্ধন সংশোধন ফর্ম ২০২২ সংগ্রহ করুন: ডাউনলোড

বি:দ্র: ইচ্ছাকৃত ভাবে কেউ জন্ম নিবন্ধন বয়স কমানোর উপায় খুজতে যাবেন না। এটি করা দন্ডনীয় অপরাধ। জন্ম তারিখ কমানো বা বয়স ইচ্ছাকৃত ভাবে কমানোর ক্ষেত্রে একাধিক জন্ম নিবন্ধন করা আইনগত অপরাধ। ইচ্ছা করলেই আপনার মন মত জন্ম তারিখ কমাতে পারবেন না বা চেষ্টা করে শাস্তিযোগ্য অপরাধ করবেন না।