মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের নাম অবৈধভাবে ব্যবহারে কল করবেন যে নম্বরে।
বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বা তাঁর পরিবারের নাম ভাঙ্গিয়ে যেন কেউ কোন অসৎকাজ বা অপরাধ করতে না পারে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে পত্র জারির মাধ্যমে তা ঘোষনা করা হয়েছে। এহেন কোন কাজ কেউ করলে তা ফোনকলের মাধ্যমে জানানো নির্দেশনা দেয়া হয়েছে। এমন অপরাধের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রধানমন্ত্রীর কার্যালয় পুরাতন সংসদ ভবন, ঢাকা।
পত্র সংখ্যা: ০৩.০০.০০০০.০৮২.০৯৯.০১২.২০২২-১১২ তারিখ: ২১ এপ্রিল ২০২২
বিষয়: মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের নাম অবৈধভাবে ব্যবহার করা প্রসঙ্গে।
সাম্প্রতিককালে লক্ষ্য করা যাচ্ছে যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বােন শেখ রেহানা এবং তাঁদের সন্তানদের নাম ব্যবহার করে অবৈধভাবে সরকারি কাজ বা অন্যরূপ সুবিধা পাওয়ার চেষ্টা করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের নাম অবৈধভাবে ব্যবহার করে অনেকে অবৈধ অর্থ লেনদেনের সাথে যুক্ত হচ্ছেন। সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু পরিবারের কোন সদস্য কোন প্রকার ব্যবসা বা অন্যরূপ কোন তদবির এর সাথে সম্পৃক্ত নয়।
মাননীয় প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু পরিবারের কোন সদস্যের নাম ব্যবহার করে এ ধরণের প্রতারণার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ধরণের কোন অনুরােধ/ তদবির বা অবৈধ সুবিধাভােগের প্রচেষ্টা দৃষ্টিগােচর হলে প্রতারকের সম্পর্কে নিম্নেবর্ণিত কর্মকর্তাদের নিকট তথ্য প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
(এ.কে.এম. মনিরুজ্জামান)
পরিচালক (প্রশাসন)
ফোনঃ +৮৮০-২-৫৫০২৯৪৩৫
মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের নাম অবৈধভাবে ব্যবহার সংক্রান্ত পত্র: ডাউনলোড