জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম

BDRIS without Parents Birth Registration No । শিশু জন্ম নিবন্ধন করতে পিতা-মাতার জন্ম নিবন্ধন নম্বর লাগবে না।

পিতা মাতার জন্ম নিবন্ধন সনদ বা জন্ম নিবন্ধন নম্বর সন্তানের জন্ম নিবন্ধনের ক্ষেত্রে বাধ্যতামূলক নয় – Birth or death registration with parents Name only – জন্মনিবন্ধনে মা-বাবার সনদ আর লাগবে না

জন্ম নিবন্ধন করাতে পিতা মাতার জন্ম নিবন্ধন লাগবে না?না লাগবে না। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যুনিবন্ধন’ বলছে, ২৭ জুলাই থেকে জন্মনিবন্ধনের আবেদন করতে গেলে সফটওয়্যারে মা-বাবার জন্মসনদ চাওয়া হচ্ছে না। এতে বিয়ে বিচ্ছেদ হওয়া পরিবারের সন্তান, যাদের মা কিংবা বাবা যেকোনো একজনের সঙ্গে যোগাযোগ নেই এবং পথশিশুদের জন্মনিবন্ধন করতে যে জটিলতা ছিল, তা কাটবে বলে মনে করছেন ভোগান্তির শিকার মানুষেরা এবং অনলাইনেও কার্যকর রয়েছে ফলে জন্ম বা মৃত্যু নিবন্ধন এখন কিছুটা হলেও সহজ হল।

জন্মনিবন্ধন নিয়ে জনভোগান্তির বিষয় বিবেচনায় নিয়ে মা-বাবার জন্মনিবন্ধনের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেজিস্ট্রার জেনারেল মির্জা তারিক হিকমত। গতকাল রোববার প্রথম আলোকে তিনি বলেন, ‘২৭ জুলাই থেকে অনলাইনে জন্মনিবন্ধনের আবেদন নেওয়ার সফটওয়্যারে পরিবর্তন আনা হয়েছে। এখন যাঁরা শিশুর জন্মনিবন্ধনের জন্য আবেদন করবেন, তাঁদের কাছে আগের মতো মা-বাবার জন্মসনদ চাওয়া হবে না। bdris gov bd login । জন্ম নিবন্ধন অনলাইন আবেদন কিভাবে করে?

নতুন জন্ম নিবন্ধন বা জন্ম নিবন্ধন সংশোধনের ক্ষেত্রে পিতা মাতার জন্ম নিবন্ধন নম্বর লাগবে না। অনলাইনে নতুন জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে নিচের ফর্মটি খেয়াল করুন দেখুন যে, পিতার জন্ম নিবন্ধন নম্বর এবং মাতার জন্ম নিবন্ধন নম্বর এর পাশে (*) চিহ্ন দেওয়া নাই। (*) স্টার চিহ্ন দেওয়া নাই মানে এটির তথ্য না দিলেও আবেদন করা যাবে।

অনলাইনে নতুন জন্ম নিবন্ধন তৈরীর আবেদন করতে বা জন্ম নিবন্ধন অনলাইন করতে https://bdris.gov.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করতে করুন। ওয়েবসাইটিতে প্রবেশ করার পর আবেদনকারী কোন এলাকার কার্যালয় থেকে জন্ম নিবন্ধন সনদ গ্রহণ করতে চান সেটি নির্বাচন করতে হবে। এভাবে পরবর্তী ধাপ অনুসরণ করে অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন সম্পন্ন করুন। জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম ২০২২

সন্তান বা ব্যক্তি নাগরিকের জন্ম নিবন্ধন সহজীকরণ / পিতা মাতার জন্ম নিবন্ধন বাধ্যতামূলক না থাকলে নিবন্ধন এখন সহজ হল।

প্রয়োজনীয় বা উপযুক্ত প্রমানক যুক্ত করে অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন করুন এবং ফি জমা দিয়ে প্রিন্ট কপি ইউনিয়ন পরিষদ বা পৌর সভায় জমা দিন। নিবন্ধন কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়ে যাবে দ্রুতই। অনলাইনে আবেদন করার চেষ্টা করুন তাতে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা কমে যাবে। নিচের তথ্য নিজে এন্ট্রি করবেন তাই ভুল হওয়ার সম্ভাবনা ০%  (জিরো) পারসেন্ট এ চলে আসবে।

Caption: Father’s Birth Registration is not Mandatory / Mother’s Birth Registration is not mandatory

জন্ম নিবন্ধন বা মৃত্যু নিবন্ধন আবেদনের ক্ষেত্রে যে সুবিধা হল ২০২২

  • সন্তানের জন্ম নিবন্ধন করতে গিয়ে পিতা মাতার জন্ম নিবন্ধন করতে হতো। পিতা মাতার জন্ম নিবন্ধন করতে গিয়ে তাদের পিতা মাতার জন্ম বা মৃত্যু নিবন্ধন করতে হত। এতে করে জটিলতায় পড়ে সন্তানের জন্ম নিবন্ধন বাধাগ্রস্থ হচ্ছিল এবং এটি সহজ হল।
  • বিয়ে বিচ্ছেদ হওয়া মা-বাবার সন্তান ও পথশিশু নাগরিকেরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন।
  • ইউনিয়ন পরিষদ (ইউপি) বা নিবন্ধন কার্যালয়ে সরাসরি গিয়েও আবেদন করতে পারবেন।
  • পথশিশুদের ক্ষেত্রে যারা মা-বাবার নাম বলতে পারবে না, তাদের আগের মতোই নিবন্ধন কার্যালয়ে গিয়ে আবেদন করতে হবে।
  • জন্ম ও মৃত্যুনিবন্ধন বিধিমালা ২০১৮–এর ৩ (গ) ধারা অনুসারে, কোনো ব্যক্তি এতিম, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, পিতৃ-মাতৃ পরিচয়হীন, পরিচয়হীন, বেদে, ভবঘুরে, পথবাসী বা ঠিকানাহীন বা যৌনকর্মী হলে যেসব তথ্য অসম্পূর্ণ থাকবে, সেসব স্থানে ‘অপ্রাপ্য’ লিখে জন্ম ও মৃত্যুনিবন্ধন করতে হবে।
  • এসব ক্ষেত্রে তথ্যের ঘাটতির কারণ দেখিয়ে নিবন্ধক জন্ম বা মৃত্যুনিবন্ধন প্রত্যাখ্যান করতে পারবেন না বলে জন্ম নিবন্ধন আইনে উল্লেখ করা হয়েছে।

জন্ম নিবন্ধন না করালে কি সমস্যা হবে?

জন্ম নিবন্ধন ঠিক কখন করাতে হয়? –২০০৬ সাল থেকে বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন কার্যকর করা হয়। সে আইন অনুযায়ী বর্তমানে কোন শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। এমনকি জন্ম নিবন্ধন করতে ২ বছরের বেশী দেরি হলে শিশুর পিতামাতাকে জরিমানাও গুনতে হবে। জন্ম নিবন্ধন না করালে নাগরিক সেবা হতেই বঞ্চিত হবেন। সরকারি চাকরি বা স্বায়ত্তশাসিত চাকরির ক্ষেত্রেও বর্তমানে জন্ম নিবন্ধন সনদ প্রদান করতে হয়। বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হয়। বাল্যবিবাহ প্রতিরোধে বিয়ের সময় বয়স প্রমাণের জন্য এটি ভূমিকা পালন করে। পাসপোর্ট ইস্যু, বিবাহ নিবন্ধন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, ড্রাইভিং লাইসেন্স ইস্যু, জমি রেজিস্ট্রেশন, জাতীয় পরিচয়পত্র ইত্যাদি কাজে জন্ম নিবন্ধন প্রয়োজন পড়ে। Why Birth Certificate is required? যে সকল ক্ষেত্রে বয়স প্রমাণে জন্ম সনদ ব্যবহার আবশ্যিক।

এক ক্লিকেই জন্ম নিবন্ধন ভেরিফাই করুন। everify.bdris.gov.bd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *