ড্রাগ লাইসেন্স কিভাবে পাওয়া যাবে?

Drug License Application and Renew Process 2022 । খুচরা ও পাইকারী ড্রাগ লাইসেন্সের আবেদন (অনলাইন)

Drug license Application Process 2022 – Automated Drug Licensing and Renewal
System(ADLRS)– Drug license Online Application

DGDA-Automated Drug Licensing and Renewal System-পোর্টালে https://adlrs.cf/ ওয়েবসাইটের অনলাইন ড্রাগ লাইসেন্স রেজিস্ট্রেশন আবেদন শুরু করতে হবে। Registration লিংক এ ক্লিক করার আগে আপনি User Guide গাইড টি অবশ্যই দেখে নিবেন।

DGDA-Automated Drug Licensing and Renewal System পাের্টালে আপনাকে স্বাগতম। এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই আপনি নতুন ড্রাগ লাইসেন্স এর জন্য আবেদন ও পূরাতন ড্রাগ লাইসেন্স নবায়ন করতে পারবেন। এর জন্য সবার প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করার জন্য প্রথমেই আপনাকে কম্পিউটারের ব্রাউজারে গিযে এড্রেস বার এ টাইপ করতে হবে https://adlrs.cf/ তারপর এন্টার চাপলে পাের্টাল সাইটটি আপনার ব্রাউজারে লােড হবে।

প্রথমেই লগিন ফর্ম আসবে, কিন্তু নিবন্ধন বা নতুন একাউন্ট তৈরি করতে আপনাকে নিম্ন লিখিত পদক্ষেপ গুলাে অনুসরন করতে হবে৷

নিবন্ধন করতে নিচের ছবির নির্দেশিত স্থানে ক্লিক করুন।

ড্রাগ লাইসেন্স আবেদন

Caption: Drug license Application Process 2022 1st step to go ahead.

How many step to go to complete Online Drug Application process 2022

  1. User Registration -সদস্য নিবন্ধন
  2. OTP ভেরিফিকেশন
  3. Login-লগিন
  4. Profile Update-প্রোফাইল হালনাগাদ
  5. Dashboard (ড্যাশবোর্ড)
  6. নতুন ড্রাগ লাইসেন্সের জন্য আবেদন
  7. নতুন খুচরা ও পাইকারী ঔষদ (অ্যালোপাথিক) বিক্রয় লাইসেন্স এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
  8. Apply for new license -প্রথম ধাপ
  9. Apply for new license -দ্বিতীয় ধাপ
  10. Apply for new license -৩য় ধাপ
  11. Apply for new license -৪র্থ ধাপ
  12. Renew Old License -পুরাতন লাইসেন্স নবায়ন

অ্যালোপ্যাথিক লাইসেন্স পেতে কি কি ডুকমেন্ট লাগে?

Document for Drug license 2022

 

খুচরা ও পাইকারী ড্রাগ লাইসেন্সের আবেদন (অনলাইন) 2022: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *