আপনার মোবইলেও কি এমন মেসেজ এসেছে? – চিন্তার কোন কারণ নেই যদি আপনার মোবাইলেও “Respected Pensioner, Your Electronic PPO (EPPO) number is 000067585 Kindly Preserve it” এমন মেসেজ এসে থাকে তাহলে চিন্তার কোন কারণ নেই। এই মেসেজের মাধ্যমে আপনাকে একটি তথ্য অবগত করা হয়েছে। পেনশনার ভেরিফিকেশন অ্যাপে লগিনের জন্য EPPO দরকার হবে তাই হিসাবরক্ষণ অফিস এটি প্রেরণ করেছে।

পেনশনারদের পেনশন প্রাপ্তির ভোগান্তি লাগবের জন্য গত বছরই সকল পেনশনারকে আইবাস++ ইএফটি’র আওতায় আনা হয়েছে। ফলে এখন আর পেনশন তুলতে হিসাবরক্ষণ অফিসে যেতে হয় না। প্রতিমাসে পেনশন চলে আসে ব্যাংক হিসাবে। প্রতি বছর ১১তম মাসে পেনশনারদের লাইফ ভেরিফিকেশন করতে হয়। পেনশনারগণ যে বেচে আছেন তা দেশের যে কোন হিসাবরক্ষন অফিসের মাধ্যমে Life Verification Process সম্পন্ন করতে হয় স্বশরীরে উপস্থিত হয়ে। Pensioner Verification App। ঘরে বসে লাইফ ভেরিফিকেশন করুন

পেনশনারের ইএফটি করা এনআইডি যেটাই হোক না কেন। আপনাকে ১০ ডিজিটের স্মার্ট কার্ড নম্বরটি এবং ইপিপিও নম্বর ব্যবহার করে অ্যাপে লগিন করতে হবে। লগিন করার পর লাইভ ভেরিফিকেশনে ক্লিক করে ছবি তুলুন। দুবার দুটি ছবি তুললে অটোমেটিক ভেরিফিকেশন সফল হয়েছে মেসেজ দেখাবে এবং পরবর্তী ভেরিফিকেশন মাস ভেসে উঠবে।

লাইফ ভেরিফিকেশন করতে ইপিপিও নম্বর প্রয়োজন পড়বে / ভয়ের কিছু নেই এটি সংরক্ষণ বা খাতায় লিখে রাখলেই কাজ শেষ।

যদিও মোবাইলে ম্যাসেজ আসছে সেটিই সংরক্ষণ তবুও আপনি ইপিপিও নম্বরটি খাতায় লিখে সংরক্ষণ করুন।

Caption: EPPO Number for life verification App 

ইপিপিও ব্যবহার করে অনলাইনে লাইভ ভেরিফিকেশন করার নিয়ম ২০২২

  • প্রথম ধাপ: খুবই সহজ অনলাইন হতে মোবাইলে একটি অ্যাপ ইনস্টল করুন।
  • দ্বিতীয় ধাপ: এনআইডি এবং ইপিপিও নম্বর ব্যবহার করে অ্যাপে প্রবেশ করুন।
  • তৃতীয় ধাপ: লাইভ ভেরিফিকেশন বক্সে ক্লিক করুন। (লাইভ ভেরিফিকেশন করা থাকলে পুনরায় করতে পারবেন না।)
  • ৪র্থ ধাপ: ছবি তুলুন মোবাইলে, পুনরায় ছুটি তুলুন।
  • ৫ম ধাপ: দুটি ছবি তুলে ফেস যাচাই হলেই ভেরিফিকেশন সম্পন্ন হয়ে যাবে।
  • ৫ সেকেন্ডে ভেরিফিকেশন Complete !
  • সতর্কতা: আলো প্রতিফলিত হয় এমন বস্তু যেমন-মনিটর, টিভি স্ক্রীন, আয়না ইত্যাদি এড়িয়ে ছবি তুলুন। পর্যাপ্ত আলোতে ছবি তুলুন। পর পর দুইটি ছবি তুলুন। চশমা অথবা মাস্ক পরা থাকলে তা খুলে ফেলুন।

ইপিপিও নম্বর ছাড়া কি অ্যাপে লগিন করা যাবে না?

না। প্রতিবার লগিন করার সময় এনআইডি, মোবাইল নম্বর এবং ইপিপিও EPPO নম্বর প্রয়োজন পড়বে। প্রতি ১১ মাসে একবার লাইফ ভেরিফিকেশন করতে হবে। তবে লাইফ ভেরিফিকেশন সমস্যাও পড়তে হয়। যদি আপনার এনআইডি’র ছবির সাথে বর্তমান চেহারার ম্যাচ না করে তবে কিন্তু মোবাইলে ভেরিফিকেশন সম্পন্ন হবে না। সেক্ষেত্রে হিসাবরক্ষণ অফিসে গিয়েই লাইফ ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।

Save or Note your EPPO Number । ঘরে বসে মোবাইলেই লাইফ ভেরিফিকেশন করুন।