চলতি বছরের জমা চেক করুন

GPF Fund Balance Check । আইবাস++ এ জিপিএফ ব্যালেন্স এবং মুনাফা চেক

GPF Fund Balance Check – আইবাস++ এ জিপিএফ ব্যালেন্স এবং মুনাফা চেক এখন অনেক সহজ  – জিপিএফ ব্যালেন্স

প্রতিবছর অক্টোবর মাসে হিসাবরক্ষণ অফিস প্রতিটি সরকারি অফিসে জিপিএফ স্লী প্রদান করে থাকে। ম্যানুয়াল জিপিএফ ব্যালেন্স চেকিং এর দিন শেষ। এখন অনলাইনে আইবাস++ এবং সিএএফওপিএফএম-পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইটের মাধ্যমে জিপিএফ ব্যালেন্স ও মুনাফা চেক করা যায়।

শুধু পূর্ববর্তী অর্থ বছরের জিপিএফ স্লিপ বা মুনাফা নয় এখন চলতি অর্থ বছরের মোট জমা আপডেট অনলাইনেই চেক করা যায়। প্রতিমাসের জিপিএফ সাবস্ক্রিপশন জমা হওয়ার সাথে সাথেই মুনাফা ক্যালকুলেশন অটোমেটিক হয়ে যায়-এটি অর্থ বছর শেষে দেখাবে। প্রতিবছর জিপিএফ স্লিপ ইএফটি’তে বেতন প্রাপ্তগণ অনলাইন হতে আইবাস++ বা পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট ওয়েব সাইট হতে সংগ্রহ করতে পারবেন।

যদি জিপিএফ মুনাফা কমিয়ে দেওয়া হয়েছে তবুও ১৫ লক্ষ টাকা পর্যন্ত জিপিএফ সুদ আগামী অর্থ বছরের জন্য ১৩% ই রাখা হয়েছে। ১৫-৩০ পর্যন্ত টাকা পর্যন্ত ১২% এবং ৩০ লক্ষ তদুর্ধ্ব অর্থের জন্য ১১% নির্ধারণ করা হয়েছে। এতে করে উপরের হার বা বেশি বিনিয়োগকারীদের মুনাফার হার কমে যাবে কিন্তু নিম্ন বা কম সাবস্ক্রিপশনধারীগণ কোন আর্থিক ক্ষতির সম্মুখীন হবে না।

চলতি অর্থ বছরের জিপিএফ স্লিপ /চলতি অর্থ বছরের মুনাফা অর্থ বছর শেষে যোগ হবে।

পূর্ববর্তী অর্থ বছর ছাড়াও চলতি অর্থ বছরের চলতি মাস পর্যন্ত মোট জিপিএফ জমা দেখুন অনলাইনে।

GPF Fund Balance Check

Caption: Current Year GPF Slip / Current Year GPF profit will be automatic calculated after fiscal year.

How to get gpf account and profit till last salary month

  1. Login to ibas++ using SDO user ID and password
  2. Select Reports from the below menu
  3. Select Pay bill Reports
  4. Select My GPF Accounts Slip from drop down list
  5. Select Current Fiscal year 2021-2022
  6. Select Language
  7. English
  8. or Bangla
  9. click Run Report
  10. you are done
  11. get your gpf slip print or download from the browser you are using.

Can I get current year gpf slip from ibas++?

Yes, you can find gpf slip from online for the current fiscal year. Last month Pay bill has hit your current gpf balance by EFT Process. You can generate your 2021-2022 financial gpf slip from ibas++ easily. Pls follow the above step to get latest gpf slip with is unapproved or approved. Mind it profit will be calculated after end of fiscal year.

GPF Balance Check

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *