কোন কর্মকর্তা/ কর্মচারী ১ জুলাই, ২০০৯ তারিখে অবসরপ্রস্তুতিমূলক ছুটিতে আছেন। দফা (গ) এর বর্ণনা মোতাবেক তিনি ৩০ জুন, ২০০৯ তারিখে যে হারে মহার্ঘভাতা পাইতেন; সেই হারে উক্ত মহার্ঘভাতা অবসরপ্রস্তুতিমূলক ছুটি (এলপিআর) শেষ না হওয়া পর্যন্ত প্রাপ্য হইবেন।

Pay Scale 2009 is about to similar pay Scale 2005, Pay scale is a scale of a national pay. This margin indicates the international level of a country. Our Pay Scale is divided into 20 grade, 11-20 grade is for staff and 1-10 grade is for officers.

বর্তমান বেতনস্কেল অর্থাৎ বিদ্যমান স্কেলের প্রারম্ভিক ধাপে বেতন আহরণকারী কোন ব্যক্তি বেতন জাতীয় বেতনস্কেল ২০০৯ এর অনুরূপ স্কেলের প্রারম্ভিক ধাপেই নির্ধারিত হইবে। এভাবে পে স্কেল ২০১৫ বাস্তবায়িত হয় কিন্তু বাদ দেওয়া হয় কর্মচারীদের টাইমস্কেল।

জাতীয় বেতন স্কেল ২০০৯ / ৭ম পে স্কেল ২০০৯

7th National pay scale 2009 vs 8th national pay scale 2015 

National Pay scale 2009

Caption: Facilities of Pay Scale 2009 vs 2005 in Bangladesh

National pay Scale 2009 is applicable for whom

  1. বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে নিয়োজিত জুডিশিয়াল কর্মকর্তাগণ;
  2. যে সকল বেসামরিক কর্মকর্তা/ কর্মচারী প্রতিরক্ষা প্রাক্কলন হইতে বেতন প্রদান করা হয় তাঁহারা ব্যতীত প্রতিরক্ষা সার্ভিসমূহে নিয়োজিত ব্যক্তিগণ;
  3. পুলিশ বাহিনী ও বাংলাদেশ রাইফেলস এ নিয়োজিত ব্যক্তিগণ;
  4. State-Owned Manufacturing Industries workers (terms and conditions of services) ordinance, 1985 (XXXIX of 1985) এ সংজ্ঞায়িত “Worker”.
  5. শিক্ষানবিস অথবা প্রশিক্ষণার্থী হিসাবে নিযুক্ত ব্যক্তিগণ এবং
  6. চুক্তি অথবা খন্ডকালীন ভিত্তিতে নিযুক্ত ব্যক্তিগণ;

Which pay scale is better than pay scale 2015?

National Pay scale 1973 was the best pay scale for staff. it was divided by 10 grade. staff was benefited for the pay scale is declared after liberation of our country. Bangabandhu Sheikh Mujibur Rahman was the key man of that pay scale for reduction of poverty and Discriminations but officer did not accept the pay scale 1973. They abide by the Pakistan pay scale which was benefited to them. They denied the 1st pay scale of Bangladesh.

National Pay Scale 2009 : Download