NID Correction Online Application Steps by ECS । কোন প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন
Apply online for NID Correction- যে কেন বৈধ বা উপযুক্ত প্রমানক সাপেক্ষে অনলাইনে আবেদন করুন– প্রমানক যাচাই বাছাইয়ে ধাপে ধাপে আবেদনপত্র অনুমোদন হয়– Edit your NID by Online Application 2022
অনলাইন আবেদন করেই রিপ্লে পেতে তারাহুরা করবেন না – NID সংশােধন একটি পর্যায়ক্রমিক (Step by step) প্রক্রিয়া। প্রতিটি পর্যায়ে (Step) আবেদনকারীকে SMS দেয়া হয়। সংশােধনের ধরণ এবং ডকুমেন্টের (দলিলাদি/কাগজপত্র) প্রয়ােজনীয়তার উপর ভিত্তি করে দায়িত্বপ্রাপ্ত অফিসার ক্রমানুসারে আবেদন নিষ্পত্তি করেন। জাতীয় পরিচয়পত্র সংশোধন ২০২২
নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত অফিসার ব্যাতিত অন্য কোন কর্মচারী/কম্পিউটার দোকানদারের পক্ষে সংশােধনসহ কোন ধরণের NID’র আবেদন নিষ্পত্তি করা সম্ভব নয়। ১১৫/২৩০/৩৪৫ টাকা (আবেদনের ধরণের উপর নির্ভর করে) সরকারি খরচ (bkash/Rocket) দিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট (দলিলাদি)/কাগজপত্রসহ অনলাইনে (Services.nidw.gov.bd) আবেদন করুন।
মনে রাখবেন যে, আবেদন করা মানেই সংশােধন হয়ে যাওয়া নয়, সংশােধনের চূড়ান্ত অনুমােদন দেবে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচন অফিসে কোন আর্থিক লেনদেন হয় না অর্থাৎ নগদ কোন ফি জমা নেয়া হয়না। সকল প্রকার ফি ব্যাংকে/মােবাইল ব্যাংকিংয়ের (bkash/Rocket) মাধ্যমে জমা দিন। NID Correction and Re-issue Fee Calculator 2022 । জাতীয় পরিচয়পত্র তথ্য সংশোধণ ও রিইস্যু ফি হিসাব করুন
এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র তথ্য সংশোধনের জন্য অনলাইনে আবেদন করুন / ছবি এবং স্বাক্ষর পরিবর্তনের ক্ষেত্রে সরাসরি স্বশরীরে নির্বাচন কমিশন অফিসে ভিজিট করতে হবে।
কোন ক্ষেত্রে কত টাকা ফি গুনতে হয় জাতীয় পরিচয়পত্রের ক্ষেত্রে?
Caption: NID Correction Process by ECS / NID Info help line 105 (From 9 to 5 Pm)
অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধনের ধাপগুলো কি কি?
- Visit: services.nidw.gov.bd/nid-pub
- NID and Date of Birth Input দিন।
- ক্যাপচা এন্ট্রি করে সাবমিট এ ক্লিক করুন।
- বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা এনআইডি অনুসারে দিন এবং পরবর্তী ক্লিক করুন।
- মোবাইল নম্বর দিয়ে বার্তা পাঠান এ ক্লিক করুন এবং যাচাইকরণ কোর্ড আসলে তা ইনপুট দিয়ে বহাল এ ক্লি করুন।
- মোবাইলে অ্যাপ ইনস্টল করে একাউন্ট রেজিস্টারের জন্য কিউআর টি স্ক্যান করে ফেস বা মূখমন্ডল ভেরিফাই করুন।
- এবার ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেট করুন এবং পুনরায় লগিন করুন।
- ডাক কর্ণারে এডিট ক্লিক করে তথ্য সংশোধন সম্পন্ন করুন এবং বর্তমান এবং আপডেটেড তথ্য দেখুন ভাল করে।
- আবেদন ধরণ মোতাবেক এনআইডি নম্বর ব্যবহার করে বিকাশ থেকে ফি জমা দিন।
- জমা দিয়ে পুনরায় লগিন করুন এবং আবেদনের ধরন এবং বিতরণের ধরন সিলেক্ট করে পরবর্তী ধাপে গিয়ে ডকুমেন্ট আপলোড করুন( যে তথ্যের জন্য যে ডকুমেন্ট সেটিই আপলোড করুন।
- পরবর্তী ধাপে গিয়ে পরিবর্তনগুলো নিশ্চিত হয়ে সাবমিট বাটনে ক্লিক করে জাতীয় পরিচয়পত্র সংশোধন অনলাইন আবেদন সম্পন্ন করুন।
আবেদনের কত দিনের মধ্যে অনলাইন আবেদন সম্পন্ন হয়?
ভাল প্রশ্ন! – অনলাইন আবেদনের ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি যদি তারাহুরো করুন হবে না কারণ অসংখ্য অনলাইন আবেদন ম্যানুয়ালি যাচাই বাছাই করা হয় এবং কোন ডকুমেন্ট প্রয়োজন হলে মেসেজের মাধ্যমে চাওয়া হয়। ৭ দিন থেকে ২ মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে আবেদনটি অনুমোদন হতে। তাই অনুগ্রহ করে অপেক্ষা করুন। জাতীয় পরিচয়পত্রের স্থায়ী ঠিকানা সংশোধন প্রক্রিয়া ২০২২
নতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম ২০২৪ । অনলাইনেই কি ভোটার হওয়ার আবেদন করা যায়?
good
Good
Very Good Advice.
Thanks
আসসালামু আলাইকুম
জনাব/ জনাবা
আমি মোঃ হোসেন রাকিব, আমার এন আইডি নাম্বার 8263403209 আমি গত ১০-১০-২০২১ তারিখে মোবাইলের মাধ্যমে আমার পিতা ও মাতার নাম সংশোধনের জন্য আবেদন করি, আমার আবেদনটি কুমিল্লা ই সি অফিসে আটকানো আছে
আমি যথাযথ কাগজ পএ দিতে পারি নাই, বর্তমানে আমার কাছে সব ডকুমেন্ট আচে ইসি অফিস থেকে এখন ও কিছু জানানো হয় নাই
আবেদনের প্রিন্ট কপি নিয়ে সরাসরি যোগযোগ করুন।
আমার একবার ভুল সংশোধন করা হয়েছে মাতার নাম ও ঠিকানা।
এখন যদি আমি ছবি ও স্বাক্ষর এর জন্য আবেদন করি তাহলে কি কোনো সমস্যা হবে??
কোন সমস্যা নাই। ম্যানুয়াল ফর্মে আবেদন করতে হবে।
Manual fromta ki sir
Ami ki apnar satha ektu kotha bolte pari?
manual form হার্ড কপি। অফিস থেকে ফরম সংগ্রহ করে আবেদন করা। চাইলে আপনি আমাকে মেইল করতে পারেন alaminmia.tangail@gmail.com এই এড্রেসে।
আমার NID Fingure print হয় না/ কাজ করে নান
করণীয় কি?
হাতের রেখা গাঢ় না হলে হবে না। অপেক্ষা করুন। আপনার বয়স কত?
ডিয়ার স্যার,
আমি বর্তমানে ভবানীপুর, গাজীপুর এর ভোটার (NID/Smart Card)
কিন্তু আমার স্থায়ী ঠিকানা
গ্রাম:-উত্তর দলগ্রাম,
পোস্ট:-দলগ্রাম,
উপজেলা:- কালিগঞ্জ,
জেলা:লালমনিহাট।্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্আমার স্থায়ী ঠিকানায় “এনআইডি/Smart Card” সহ ভোটার হওয়ার জন্য কি করনীয় ?
প্লিজ জানাবেন ?
ভোটার হওয়ার জন্য আপনি স্থানীয় বা আপনার উপজেলা নির্বাচন কমিশনের চলে যান। যাবতীয় কাগজপত্র নিয়ে। নতুন ভোটার হতে কি কি লাগে ২০২২ । Documents for new Voter Enlisted
ভাই আমার দাদীর অরিজিনাল nid কার্ড হারায় গেছে, আর যেটা আছে ওটা দিয়ে অনলাইন এ তথ্য আসে না। এখন আমার দাদীর পাসপোর্ট আছে কিন্তু NID কার্ড তাও লাগবে। কথা হচ্ছে NID কার্ড কি নতুন করে আবেদন করা যাবে বা পাসপোর্ট এর তথ্য থেকে NID কার্ড এর তথ্য পাওয়া যাবে?
বা এমন কোনো সোর্স আছে যেখান থেকে দাদীর অরিজিনাল NID নাম্বার আর DATE OF BIRTH পাওয়া যাবে?
105 কল করুন অফিস টাইমে। এনআইডি কার্ড পুরাতন অথবা নতুন বা প্রিন্ট করা যে কোনটি এখন গ্রহণ যোগ্য।
আমার এন আইডি সংশোধন করেছি, কিন্তু স্মার্টকার্ড পূর্বের ন্যায় আসছে! আমাকে সাময়িক সময়ের জন্য একটি কার্ড দিয়েছিলো! আমি সংশোধিত স্মার্টকার্ড কিভাবে পেতে পারি?
অনলাইনে রেজিস্ট্রেশন করে লগিন করুন এবং সংশোধিত সাধারণ কার্ড সংগ্রহ করুন।
চট্রগ্রাম এ নতুন ভোটার হালনাগাদ ২০২২ কখন থেকে শুরু হবে plz যানাবেন
সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি। অনুগ্রহ করে অপেক্ষা করুন।
আমি অসিম আল মেহেদী, আমার nid নং 6908042077, আমি একাজন ছৌদী প্রবাসী করোনায় ছুটিতে এসে ভিসার ডেট চলে যাওয়াতে আমি আর ছৌদী যেতে পারিনি,এবং আমার মালিক নতুন করে আবার ভিসা দিবে কিন্তু আমার পাসপোর্টের মেয়াদ নাই, যখন পাসপোর্ট রিইসু করবো তখন দেখি আমার nid তে বাবার নামে একটা অক্ষর ভুল থাকায় পাসপোর্ট রি ইসু করতে পারছিনা,এবং আমি অনলাইনে বাবার নামের অক্ষর সংশোধনের জন্য আবেদন করি বাবার নাম হবে কমুর উদ্দিন কিন্তু আমার nid তে আসছে কসুর উদ্দিন, ১ মাসের বেশি হয় আবেদন করেছি এখনো কিছু হচ্ছে না এবং দুঃখের বিষয়ে আমার পাসপোর্ট টা রিইসু করতে পারছিনা বাবার নামে ১টা অক্ষর ভুল থাকার কারনে, তাই অনুরোধ জানাই যতটুকু সম্ভব আমার এই সমস্যা টা একটু দেখবেন! ধন্যবাদ
অনলাইনে আবেদেনের প্রিন্ট কপি নিয়ে নির্বাচন কমিশনের অফিসে যোগাযোগ করুন।
আমার নামে ভুল আছে সংসুদন করতে নাকি SSC সার্টিফিকেট লাগবে আমি SSC সার্টিফিকেট হারিয়ে ফেলেছি এখন কি ভাবে করব
ফটোকপি হলেও হবে। অথবা অনলাইন থেকে মার্কশীট ডাউনলোড করুন। সেখানে নাম ঠিক থাকলেই হলো।
প্রায় ৬মাস পুর্বে আমি অনলাইনে আবেদন করেছি,আবেদনের সময় শিক্ষার যোগ্যতার সদন, ছবি, দিয়েছি, তার পর আমাকে এস এম দিয়ে জানানো হল ডিজিটাল জন্ম সদন ও মা বাবার আইডি কার্ড দিতে বলে, তার পর তাড়াহুড়া করে জোগাড় করে অনলাইনে দিয়, প্রায় ৬মাস হয়ে গেলেও কোন এস এম এস পাইনি, তার পর আমি সাতকানিয়া নির্বাচন অফিসে যোগাযোগ করলে তারা আমাকে জেলা নির্বাচন অফিসে দেখা করতে বলে, সেখানে গেলে, আমাকে বলে সাতকানিয়া নির্বাচন অফিসে গিয়ে চেক লিস্ট পাঠাতে বলতে বলে। সে খানে গেলে নির্বাচন অফিসার কোন সত উত্তর না দিয়ে, উল্টো বকাবকি করে, তার পরও হাল চাড়িনি, এর পর আমি অার একজন কর্মকতর্তার সাথে যোগাযোগ করি,এখনো কোন সমধানে আসতে পারিনি, আমার কি করনিয়
অপেক্ষা করুন। তারাহুড়া থাকলে ম্যানুয়াল ফর্মে আবেদন করে বিষয়টি নিষ্পত্তি করুন।