Prize bond Draw 2025 । প্রাইজবন্ড ড্র ফলাফল ১১৮ তম দেখে নিন - Technical Alamin
টিপস এন্ড ট্রিকস

Prize bond Draw 2025 । প্রাইজবন্ড ড্র ফলাফল ১১৮ তম দেখে নিন

ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে ১০০/- (একশত) টাকা মূল্যমান বাংলাদেশ প্রাইজবন্ডের ১১৭তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়। ১০০ টাকার প্রাইজবন্ড ৩১ জানুয়ারি, ৩০ শে এপ্রিল, ৩১ জুলাই এবং ৩১ অক্টোবর প্রাইজ বন্ড ড্র হয়ে থাকে। সঞ্চয় করতে হলে প্রাইজবন্ডে করুন।

১০০ টাকা মূল্যমান বাংলাদেশ প্রাইজবন্ডের ১১৫ তম ‘ড্র’ এর ফলাফল ২০২৫

১০০/- (একশত) টাকা মূল্যমান বাংলাদেশ প্রাইজবন্ডের ১১৮ তম ‘ড্র’-এর ফলাফল। অন্য ১৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ০২ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার অফিসের স্থানীয় সরকার বিভাগ ঢাকা-এর জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী-এর সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে ১০০/- (একশত) টাকা মূল্যমান বাংলাদেশ প্রাইজবন্ডের ১১৮তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়। একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) এই ‘ড্র’ পরিচালিত হয় এবং বর্তমানে প্রচলনযোগ্য ১০০/- (একশত) টাকা মূল্যমানের ৮১ (একাশি)টি সিরিজ যথা- কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, ঘষ, থস, খহ, গক, গখ, গগ, গঘ, গড়, গচ, গছ, গজ, গঝ, গঞ, গট, গঠ, গড়, গঢ়, গথ, গদ, গন, গফ, গব, গম, গল, গশ, গষ, গপ, গস, গহ, ঘক ঘখ এবং ঘা এই ‘ড্র’-এর আওতাভুক্ত।

সিরিজ-সমূহের অন্তর্ভুক্ত ৪৬(ছেচল্লিশ)টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলে ঘোষিত হয় এবং নিম্নবর্ণিত সংখ্যার প্রাইজবন্ডগুলো সাধারণভাবে প্রত্যেক সিরিজের ক্ষেত্রে পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়। উদাহরণস্বরূপঃ প্রাইজবন্ডের যে সংখ্যা প্রথম পুরস্কারের জন্য ঘোষিত হয়েছে, সেই সংখ্যার প্রাইজবন্ড উল্লিখিত প্রতিটি সিরিজের প্রথম পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হবে। অনুরূপভাবে ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যাও তাদের মান অনুযায়ী প্রতিটি সিরিজের ক্ষেত্রে পুরস্কার পাওয়ার যোগ্য। উল্লেখ্য, ‘ড্র’-এর নির্ধারিত তারিখ হতে ৬০ (ষাট) দিন পূর্বে (বিক্রয়ের তারিখ ধরে এবং ‘ড্র’-এর তারিখ বাদ দিয়া) যে সমস্ত প্রাইজবন্ড বিক্রি হয়েছে, সেইগুলি এই ‘ড্র’-এর আওতায় আসবে। প্রসঙ্গত, আয়কর আইন ২০২৩-এর ১১৮ ধারার নির্দেশনা অনুযায়ী প্রাইজবন্ড পুরস্কারের অর্থ হতে ২০% হারে উৎসে কর কর্তন করার বিধান রয়েছে।

১০০/- (একশত) টাকা মূল্যমান বাংলাদেশ প্রাইজবন্ডসমূহের বিভিন্ন পুরস্কারের বিস্তারিত বিবরণ নিম্নে দেওয়া হইল । যা প্রতি ড্রতে অন্তর্ভূক্ত থাকে।

অনলাইনে প্রাইজবন্ড প্রাপ্যতা জেতায় চেক করবেন যেভাবে?

আপনি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হতে প্রাইজবন্ডের প্রাপ্যতা চেক করতে পারেন। ড্র হলেই আপনি আপনার প্রাইজবন্ড নম্বর ব্যবহার করে প্রাইজবন্ড চেক করতে পারেন। পুরস্কার পেয়েছেন কিনা তা চেক করার লিংক: bb.org.bd/en/index.php/Investfacility/prizebond

প্রাইজবন্ডের পুরস্কার ক্রয় ও ড্র হওয়ার পর অনলাইনে চেক করার নিয়ম ২০২৩ । Prize Bond Draw 2023

5 thoughts on “Prize bond Draw 2025 । প্রাইজবন্ড ড্র ফলাফল ১১৮ তম দেখে নিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *