Sonali Bank Student Savings Account । স্টুডেন্ট সেভিংস একাউন্টে খরচ কম ও মুনাফা বেশি
সোনালী ব্যাংক ছাত্র -ছাত্রীদের সঞ্চয়ে উৎসাহী করতে সোনালী ব্যাংকের স্টুডেন্ট একাউন্ট সুবিধা নিয়ে এসেছে – বিশেষ সুবিধা দিয়েই একাউন্ট পরিচালনা করা হবে – Sonali Bank Student Savings Account
স্টুডেন্ট একাউন্ট – সোনালী ব্যাংক লিমিটেড এ চালু হয়েছে “স্টুডেন্ট সেভিংস একাউন্ট”! ছাত্র-ছাত্রীদের জন্য সঞ্চয়ী হিসাব চালু করায় ছাত্র -ছাত্রীরা আরও বেশি সঞ্চয়ী হয়ে উঠবে। সঞ্চয়ী হয়ে উঠার জন্য রাষ্ট্রয়াত্ত ব্যাংক এটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।
ন্যূনতম জমা কত রাখতে হবে? সাধারণ সঞ্চয়ী হিসাবের মত এ হিসাবে একাউন্টস মেইনটেইন্স ফি প্রদান করতে হবে না। সঞ্চয়ী হিসাবে ন্যূনতম ১০০০ টাকা জমা রেখে অবশিষ্ট টাকা উঠাতে হয়, অন্যদিকে স্টুডেন্ট একাউন্টে ২০০ টাকা রেখেই অবশিষ্ট অর্থ উত্তোলন করা যাবে।
কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুখবর! মাত্র ২০০ টাকায় একাউন্ট খোলা যায়। মাত্র ২০০ টাকা নূন্যতম স্থিতি রাখা যাবে। মাত্র ২০০ টাকা চার্জে এটিএম কাডের সুবিধা পাওয়া যাবে এবং কোন লেনদেন চার্জ নেই।
সোনালী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং জগতে ডিজিটাল সুবিধা উপভোগ করতে একাউন্ট খুলুন / ই ওয়ালেট ব্যবহারে মাধ্যমে ডিজিটাল সেবা গ্রহণ করা যাবে
ডকুমেন্ট কি কি লাগবে? হিসাব খুলতে গ্রাহকদের যা যা প্রয়োজন হবে শিক্ষার্থীর দুই (২) কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি। শিক্ষার্থীর শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডের কপি। অভিভাবকের ছবি ও জাতীয় পরিচয় পত্রের কপি৷ নমিনির এক(১) কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি। উভয়ের জাতীয় পরিচয় পত্র/ অনলাইন নিবন্ধন।
Caption: Source of information
সোনালী স্টুডেন্ট একাউন্টে বিশেষ কি সুবিধা? সোনালী ব্যাংক সেভিংস হিসাবের সুবিধা ২০২৩
- বাৎসরিক কোন মেইনটেইনেন্স ফি নেই।
- মাত্র ২০০ টাকা রেখে বাকি সব টাকা তোলা যায়।
- এটিএম কার্ড (ভিসা) পাবেন, বাৎসরিক ফি মাত্র ২৩০ টাকা।
- এসএমএস ব্যাংকিং সুবিধা যার বাৎসরিক ফি মাত্র ১১৬ টাকা।
- ই-ওয়ালেট ব্যবহার করতে পারবেন, যার মাধ্যমে ব্যালান্স চেক, স্টেটমেন্ট দেখা, ফান্ড ট্রান্সফার,
- বিইএফটিএন সুবিধাসহ আরো অনেক সুবিধা পাবেন, বিনামূল্যে!
- বিকাশের সাথে লিংক একাউন্ট স্থাপনের সুযোগ। (বিকাশ থেকে একাউন্টে হাজারে ১০ টাকায় এবং একাউন্ট থেকে বিকাশে বিনামূল্যে টাকা ট্রান্সফার করা যাবে)।
অ্যাপের মাধ্যমে কি একাউন্ট খোলা যাবে?
১৮ হতে ২০ বছর বয়সী শিক্ষার্থীরা ঘরে বসেই মাত্র 2 মিনিটে সোনালী ব্যাংকে ‘স্টুডেন্ট একাউন্ট খুলুন Sonali eSheba মোবাইল অ্যাপ ব্যবহার করে। ২০ বছর পূর্ণ হলে সয়ংক্রিয়ভাবে সঞ্চয়ী হিসাবে রূপান্তর হবে স্টুডেন্ট একাউন্টিং। জমাকৃত টাকার উপর মুনাফা লাভের সুবিধা রয়েছে। সোনালী ব্যাংক স্টুডেন্ট সেভিংস একাউন্ট ২০২১
https://banksbd.xyz/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/
I want to open a student account.
প্লিজ। ব্যাংকের নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।